দোল পূর্ণিমা কবে 2024 জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি
প্রিয় পাঠক, আপনি কি ২০২৪ সালের দোল পূর্ণিমা তিথি সম্পর্কে জানতে এসেছেন? তাহলে, আপনি সঠিক জায়গায় এসেছেন। আজকের আর্টিকেলের মধ্যে আমরা দোল পূর্ণিমা কবে 2024 নিয়ে বিস্তারিত জানাব আপনাদের।
বৈদিক ও জ্যোতিষশাস্ত্রের গণণা অনুসারে, ২০২৪ সালের দোল পূর্ণিমা তিথি পড়েছে ফাল্গুন মাসে অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী চলতি বছরের মার্চ মাসে। সুতরাং, আজকের আর্টিকেলে আমরা দোল পূর্ণিমা কবে 2024 নিয়ে বিস্তারিত আলোচনা করব । তাহলে, চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যায়,
পেজ সূচিপত্র: দোল পূর্ণিমা কবে 2024 সম্পূর্ণ সময়সূচি
দোল পূর্ণিমা কি
প্রিয় পাঠক, চলুন প্রথমেই আমরা দোল পূর্ণিমা সম্পর্কে কিছুটা তথ্য জেনে আসি,
দোল পূর্ণিমা/দোলযাত্রা বা হোলি রঙের উৎসব, বসন্তের উৎসব এবং প্রেমের উৎসব নামেও পরিচিত, এটি হিন্দুধর্মের অন্যতম জনপ্রিয় এবং উল্লেখযোগ্য একটি উৎসব । হিন্দু বিশ্বাস অনুযায়ী, বৃন্দাবনে রাধা ও কৃষ্ণের দ্বারা হোলি খেলা উৎসব পালিত হয়েছিল। হোলিকা দহন কিংবদন্তি অশুভ শক্তির বিপরীতে শুভের জয় নির্দেশিত করে।
এটির উদ্ভব ভারতীয় উপমহাদেশে এবং সেখানে বেশি উদযাপিত হয় তবে দক্ষিণ এশীয় প্রবাসীদের মাধ্যমে এশিয়ার অন্যান্য অঞ্চল এবং পশ্চিমা বিশ্বের কিছু অংশেও ছড়িয়ে পড়ছে। এই উৎসবের অপর নাম বসন্ত উৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়।
বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনাকেই কেন্দ্র করে দোল খেলার উৎপত্তি হয়। দোলযাত্রার দিন সকালে হিন্দু ধর্মাবলম্বীরা রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবির ও গুলালে স্নাত করে
দোলায় চড়িয়ে কীর্তনগান সহকারে শোভাযাত্রায় বের করেন। এরপর ভক্তেরা আবির ও গুলাল নিয়ে পরস্পর রং খেলায় মেতে উঠেন। দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোলপূর্ণিমা বলা হয়। আবার, এই পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌরপূর্ণিমা নামেও অভিহিত করা হয়।
দোল পূর্ণিমা কবে 2024 ( ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী)
আমরা সকলেই জানি, দোল উৎসব/ হোলি উৎসব কিংবা বসন্ত উৎসব ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়ে থাকে। এই দিন গৃহস্থ বাড়িতে আয়োজন করা হয় বিশেষ পূজা অর্চনার। মূলত এই দিনে ধার কৃষ্ণের বিগ্রহে আবির গিয়ে রাঁধা কৃষ্ণকে দোলনায় দোলানো হয়। তাছাড়া, এই দিনে পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণের পূজার আয়োজনও করা হয় অনেক গৃহস্থ বাড়িতে।
দোল উৎসবের আরেকটি দিক রয়েছে, এই দিনে নারী পুরুষ নির্বিশেষে সবাই রং খেলায় মত্ত হয়। এছাড়াও প্রাচীন ধর্মীয় রীতি অনুযায়ী দোল উৎসবের আগের দিন খড়, কাঠ, বাঁশ ইত্যাদি জ্বালিয়ে এক বিশেষ বহ্ন্যুৎসবের আয়োজন করা হয় । এই বহ্ন্যুৎসব অনেকের কাছে ন্যাড়াপোড়া নামে পরিচিত। মূলত এই ন্যাড়াপোড়ার মধ্যে দিয়ে সকল অশুভ শক্তিকে বিনাশ করা হয়।
দোল পূর্ণিমা বা হোলি পূর্ণিমা তিথি পালিত হবে ২০২৪ সালের ২৪ মার্চ।
তিথি শুরু হবে: ২৪ মার্চ রোজ রবিবার সকাল ৯ টা ৫৪ মিনিট থেকে।
তিথি শেষ হবে: ২৫ মার্চ রোজ সোমবার দুপুর ১২ টা ২৯ মিনিটে।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, দোল পূর্ণিমার দিন হোলি বা দোল উৎসব উদযাপন করা হবে ২৫ মার্চ।
দোল পূর্ণিমা কবে 2024 বাংলা কত তারিখ
প্রিয় পাঠক, এবার আমরা জানব ২০২৪ সালের বাংলার কত তারিখ পালিত হবে দোল পূর্ণিমা সেই বিষয়ে। আমরা সকলেই জানি, হিন্দু ধর্মাবলম্বীরা ইংরেজি মাসের পাশাপাশি বাংলা মাসকেও অধিক গুরুত্ব দিয়ে থাকেন। যেকোনো পূজা অর্চনার ক্ষেত্রে তাঁরা সবথেকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন বাংলা মাসকে। তাই, এখন আমরা দোল পূর্ণিমা তিথি বাংলা মাসের কোন দিন পড়বে তা আপনাদের জানাব
দোল পূর্ণিমা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী
তিথি শুরু হবে: ১০ চৈত্র রোজ রবিবার সকাল ৯ টা ৫৪ মিনিট থেকে।
তিথি শেষ হবে: ১১ চৈত্র রোজ সোমবার দুপুর ১২ টা ২৯ মিনিটে।
আর দোল উৎসব কিংবা হোলি উৎসব উদযাপন হবে ১১ চৈত্র ।
হোলিকা দহনের সময়সূচি
আমরা সকলেই জানি, দোল পূর্ণিমার আগের দিন খড়, কাঠ কিংবা বাঁশ জ্বালিয়ে এক বিশেষ বহ্ন্যুৎসবের আয়োজন করা হয়। যেটা আমাদের অনেকেরই কাছে ন্যাড়াপোড়া বা হোলিকা দহন নামে পরিচিত। এই বিশেষ বহ্ন্যুৎসবের মধ্যে দিয়ে সকল অশুভ শক্তিকে বিনাশ করা হয়। তাই এটি করতেও একটি শুভ মুহুর্তের প্রয়োজন। আসুন, আমরা জেনে নেই হোলিকা দহন বা ন্যাড়াপোড়ানোর শুভ সময় কখন সেটি।
শাস্ত্র অনুযায়ী যেহেতু ২৫ মার্চ দোল উৎসব উদযাপন করা হবে সেহেতু দোল উৎসবের আগের দিন অর্থাৎ ২৪ মার্চ উদযাপন করা হবে এই হোলিকা দহন কিংবা ন্যাড়াপোড়া।
২৪ মার্চ হোলিকা দহনের জন্য শুভ মূহূর্ত থাকবে ১ ঘন্টা ১৪ মিনিট। এই সময়টি শুরু হবে ২৪ মার্চ রাত ১১ টা ১৩ মিনিট থেকে এবং এই শুভ মুহুর্তের সময় শেষ হবে ১২ টা ১৪ মিনিটে। ( এটি একটি অনলাইন প্রতিবেদন থেকে সংগৃহীত । তাই, এর যথার্থ সত্যতা যাচাই করার অনুরোধ রইল)
ফাল্গুন পূর্ণিমার চন্দ্রগ্রহণ
প্রিয় পাঠক, এখন আমরা জানব ফাল্গুন পূর্ণিমার চন্দ্রগ্রহণের সময়সূচি সম্পর্কে। হোলি উৎসবের দিন ফাল্গুন পূর্ণিমায় হবে চন্দ্রগ্রহণ। এই দিন চন্দ্র গ্রহণের উপচ্ছায় সকাল ১০ টা ২৪ মিনিটে শুরু হবে এবং শেষ হবে দুপুর ৩ টা ০১ মিনিটে। এই দিন চন্দ্রোদয় হবে সন্ধ্যা ৬ টা ৪৪ মিনিটে। মূলত, ২৫ মার্চ দোল উৎসবের পাশাপাশি রয়েছে চন্দ্রগ্রহণ। ( এটি একটি অনলাইন প্রতিবেদন থেকে সংগৃহীত। এর সত্যতা যাচাই করার অনুরোধ রইল ফ্রিউচার ড্রীম আইটির পক্ষ থেকে)
লেখকের শেষ কথা
প্রিয় পাঠক, আজকের আর্টিকেলে আমরা ২০২৪ সালের দোল পূর্ণিমার সময়সূচি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়েছি। আজকের আর্টিকেলটি পড়ে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এটি আপনার পরিচিতদের সাথে শেয়ার করে দিবেন এবং আপনার মন্তব্যটি আমাদের কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই রকম আরও গুরুত্বপূর্ণ ধর্মীয় তথ্য পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েব সাইটে ধন্যবাদ সবাইকে।
ফিউচার ড্রীম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url