শ্রী শ্রী সরস্বতী পূজার মন্ত্র - সরস্বতী পূজার মন্ত্র pdf
আপনি কি সরস্বতী পূজার মন্ত্র pdf অনুসন্ধানে এসেছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। কেননা, আজকের আর্টিকেলটিতে আমরা সরস্বতী পূজার মন্ত্র সমূহ pdf সহকারে শেয়ার করব । সেখান থেকে আপনি অনায়াসে সরস্বতী পূজার মন্ত্র সমূহ ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে, চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায়।
পেজ সূচিপত্র: শ্রী শ্রী সরস্বতী পূজার মন্ত্র pdf
ভূমিকা
সরস্বতী (সংস্কৃত: सरस्वती, সরস্ৱতী, উচ্চারিত [sɐrɐsʋɐtiː]) হলেন হিন্দুধর্মে জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বাক্য, প্রজ্ঞা ও বিদ্যার্জনের দেবী। সরস্বতী, লক্ষ্মী ও পার্বতী হিন্দুধর্মে "ত্রিদেবী" নামে পরিচিত দেবী রূপে সরস্বতীর প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে। বৈদিক যুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত হিন্দুধর্মে তিনি একজন গুরুত্বপূর্ণ দেবীর স্থান অধিকার করে রয়েছেন।
সরস্বতী সাধারণত দ্বিভুজা বা চতুর্ভুজা মূর্তিতে পূজিতা হন। দ্বিভুজা মূর্তিতে তাঁর হাতে থাকে বীণা ও পুস্তক অথবা লেখনী/ কলম ও পুস্তক; চতুর্ভুজা মূর্তিতে থাকে পুস্তক, অক্ষমালা, সুধাকলস ও বীণা; অথবা ব্যাখ্যা মুদ্রা,বীণা, সুধাকলস ও পুস্তক; অথবা অক্ষমালা, দুটি শ্বেত পদ্ম ও পুস্তক; অথবা পাশ, অঙ্কুশ , বিদ্যা বা পুস্তক ও অক্ষমালা। হিন্দুধর্মে এই প্রত্যেকটি বস্তুরই প্রতীকী অর্থ রয়েছে।
▶▶ আরো পড়ুন ঃ শ্রী কৃষ্ণের অষ্টতর শতনাম লিরিক্স বাংলায় | কৃষ্ণের অষ্টতর শতনাম
মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজার আয়োজন করা হয়ে থাকে। এই দিন অনেক জাঁকজমকভাবে পালিত হয় সরস্বতী পূজা। কথায় আছে হিন্দুদের বারো মাসে তেরো পর্বণ। অর্থাৎ বাংলার প্রত্যেক মাসে কোন কোন পূজা অনুষ্ঠিত হইবে। তেমনি প্রতি বছর মাঘ মাসে অনুষ্ঠিত হয় বিদ্যার দেবী সরস্বতীর পূজা।
হিন্দুদের বিশ্বাস অনুযায়ী দেবী সরস্বতী হলেন বিদ্যার দেবী। অর্থাৎ, হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন দেবী সরস্বতী করো প্রতি সন্তুষ্ট হলে সে অধিক জ্ঞান লাভ করতে পারবে। আর যদি কারো উপর অসন্তুষ্ট হয় তাহলে সে আজীবন গণ্ডমূর্খ থেকে যাবে। তাই, মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যার দেবী সরস্বতীর পূজার আয়োজন করে থাকেন তাঁরা।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও দেবী সরস্বতীর পূজার আয়োজন করা হয়। এই দিন সকালবেলা শিক্ষার্থীসহ সকল শিক্ষকবৃন্দ পূজায় অংশগ্রহণ করে থাকে, এবং সন্ধ্যাবেলা আয়োজন করা হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের। মূলত সরস্বতী পূজাকে কেন্দ্র করেই শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ। শুধু তাই নয়, সরস্বতী পূজা উপলক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে বিশেষ ভোজের আয়োজন করা হয়ে থাকে।
সরস্বতীর প্রণাম মন্ত্র
প্রিয় পাঠক, এবার আমরা জানাব দেবী সরস্বতীর প্রণাম মন্ত্র সম্পর্কে । অনেকেই দেবী সরস্বতীর প্রণাম মন্ত্রটি এখনো পর্যন্ত ভালো করে জানেন না। যারা জানেন না তাঁরা আজকের আর্টিকেলটি থেকে দেবীর প্রণাম মন্ত্রটি জেনে নিতে পারবেন সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে।
▶▶ আরো পড়ুন ঃ হিন্দু ধর্মের নি ত্য প্রয়োজনীয় সকল মন্ত্র বাংলা অর্থ সহ জেনে নিন
প্রণাম মন্ত্র:
ওঁ জয় জয় দেবী চরাচরসারে কুচযুগশোভিত মুক্তাহরে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতি ভারতি দেবী নমোহস্তুতে ||
ওঁ নমঃ সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিদ্যিরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমোহস্তু তে||
দেবী সরস্বতীর জপ মন্ত্র
প্রিয় পাঠক, আপনি যদি দেবী সরস্বতীর জপ মন্ত্রটি না জেনে থাকেন তাহলে আজকের আর্টিকেলের এই অংশটি থেকে জেনে নিতে পারেন।
জপ মন্ত্র:
ওঁ বদ্ বদ্ বাগ্বাদিনি স্বাহা
বিদ্যারম্ভের প্রণাম মন্ত্র
প্রিয় পাঠক, আপনি যদি দেবী বিদ্যারম্ভের মন্ত্রটি না জেনে থাকেন তাহলে আজকের আর্টিকেলের এই অংশটি থেকে জেনে নিতে পারেন।
বিদ্যারম্ভের প্রণাম মন্ত্র:
ওঁ সরস্বতী নমস্তুভ্যং বরদে কামরূপিণি|
বিদ্যারম্ভং করিষ্যামি সিদ্ধির্ভবন্তু মে সদা||
দেবী সরস্বতীর স্তব
প্রিয় পাঠক, আপনি যদি দেবী সরস্বতীর স্তব মন্ত্রটি না জেনে থাকেন তাহলে আজকের আর্টিকেলের এই অংশটি থেকে জেনে নিতে পারেন।
সরস্বতীর স্তব:
শ্বেত পদ্মাসনা দেবী শ্বেত পুষ্পোপশোভিতা|
শ্বেতাম্ভরধরা নিত্যা শ্বেতাগন্ধানুলেপনা||
শ্বেতাক্ষসূত্রহস্তা চ শ্বেতচন্দনচর্চ্চিতা|
শ্বেতবীণাধরা শুভ্রা শ্বেতালঙ্কারবভূষিতা||
বন্দিতা সিদ্ধগন্ধর্ব্বৈর্চ্চিতা দেবদানবৈঃ|
পূজিতা মুনিভি: সর্ব্বৈঋষিভি: স্তূয়তে সদা||
স্তোত্রেণানেন তাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীম্ |
যে স্মরতি ত্রিসন্ধ্যায়ং সর্ব্বাং বিদ্যাং লভস্তি তে||
▶▶ আরো পড়ুন ঃ একাদশী তালিকা ২০২৪ ইসকন এবং বৈষ্ণব মতে সঠিক সময় জানুন
দেবী সরস্বতীর মন্ত্র পুষ্পাঞ্জলী
প্রিয় পাঠক, আপনি যদি দেবী সরস্বতীর পুষ্পাঞ্জলী মন্ত্রটি না জেনে থাকেন তাহলে আজকের আর্টিকেলের এই অংশটি থেকে জেনে নিতে পারেন।
পুষ্পাঞ্জলী মন্ত্র:
ওঁ ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ ||
বেদ-বেদান্ত বেদাঙ্গ - বিদ্যাস্থানেভ্যঃ এব চ ||
এস সচন্দন-বিল্বপত্র - পুষ্পাঞ্জলিঃ ওঁ ঐং শ্রী শ্রী সরস্বতৈঃ নমঃ ||
হাতে খড়ি দেওয়ার মন্ত্র
প্রিয় পাঠক, সরস্বতী
হাতে খড়ি দেওয়ার মন্ত্র:
পঞ্চম্যাং পূজেয়েল্লক্ষীং পুষ্পধূপান্নবারিভি: |
মস্যাধারং লেখনীঞ্চ পূজয়েন্ন লিখেত্তত: ||
মাঘে মাসি সিতে সিতে পক্ষে পঞ্চমী যা শ্রিয়: প্রিয়া|
তস্যা: পূর্ব্বাহ্ন এবেহ কার্য্য: সারস্বতোৎসব: ||
দেবী সরস্বতীর ধ্যান মন্ত্র
প্রিয় পাঠক, আপনি যদি দেবী সরস্বতীর ধ্যান মন্ত্রটি না জেনে থাকেন তাহলে আজকের আর্টিকেলের এই অংশটি থেকে জেনে নিতে পারেন।
▶▶ আরো পড়ুন ঃ ২০২৪ সালের সকল বৈষ্ণবীয় তিথিসমূহ দেখে নিন একনজরে
ধ্যান মন্ত্র:
ওঁ তরুণশকলমিন্দোর্বিভ্রতী শুভ্রকান্তিঃ |
কুচভর নমিতাঙ্গী সন্নিষন্না সিতাব্জে||
নিজকরকমলোদ্যল্লেখনী পুস্তকশ্রীঃ|
সকলবিভবসিদ্ধ্যৈ পাতু বাগদেবতা নমঃ ||
দেবী সরস্বতীর বীজ মন্ত্র
প্রিয় পাঠক, আপনি যদি দেবী সরস্বতীর বীজ মন্ত্রটি না জেনে থাকেন তাহলে আজকের আর্টিকেলের এই অংশটি থেকে জেনে নিতে পারেন।
বীজ মন্ত্র:
ওঁ আইম মহাসরস্বতী নমঃ
প্রসাদ নিবেদন মন্ত্র
আমরা সকলেই জানি যে কোন দেবী দেবীকে প্রসাদ নিবেদন করতে বিভিন্ন মন্ত্র পাঠ করতে হয়। ঠিক তেমনি সরস্বতী পূজায় দেবী সরস্বতীর উদ্দেশ্যে প্রসাদ নিবেদন করার সময় নিচে দেওয়া মন্ত্রটি পাঠ করতে হবে।
প্রসাদ নিবেদন মন্ত্র:
নৈবিদ্যং খন্ডিত ফলং নিরামিষ অন্ন্যং নিবেদয়ামি||
পূজার বিভিন্ন উপকরণ শুদ্ধি মন্ত্র
পূজার বিভিন্ন উপকরণ যেমন: পুষ্প , দূর্বা, বেলপাতা, ধূপদীপ, শঙ্খ ও ঘন্টা এই সব পূজার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও প্রতিটি পূজার শুরুতে মন্ত্র বলে জল ছিটিয়ে এসব উপকরণকে শুদ্ধ করে নিতে হয়। নিচে ফুল, ধূপদীপ, শঙ্খ ও ঘন্টার শুদ্ধি মন্ত্র সমূহ শেয়ার করা হয়েছে।
ফুল শুদ্ধি মন্ত্র:
ওঁ শতাভিষেক হূঁ ফট্ স্বাহা||
ওঁ পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পূস্পসম্ভবে
পুষ্পচয়াবকীর্ণে চ হূঁ ফট্ স্বাহা||
ধূপদীপ শুদ্ধি মন্ত্র:
ওঁ এতৌ ধূপদীপৌ বং নমঃ||
শঙ্খ শুদ্ধি মন্ত্র:
এতে গন্ধপুষ্পে ওঁ হুং হুং হুং নমঃ মহাশঙ্খায় স্বাহা||
ঘন্টা শুদ্ধি মন্ত্র:
এতে গন্ধপুষ্পে ওঁ জয়ধ্বনি মন্ত্রমাতঃ স্বাহা||
▶▶ আরো পড়ুন ঃ বাড়িতে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন
দেবী সরস্বতীর মঙ্গল ঘট বিসর্জন মন্ত্র
মঙ্গল ঘট বিসর্জন মন্ত্র:
গচ্ছ গচ্ছ সরস্বতী দেবী আপন স্থানে গমনচয় ||
লেখকের শেষ কথা
প্রিয় পাঠক, আজকের পোস্টে আমরা সরস্বতী পূজার সকল গুরুত্বপূর্ণ মন্ত্র সমূহ একসাথে আপনাদের সামনে তুলে ধরেছি। আপনি যদি আজকের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ে থাকেন তাহলে আপনি এই মন্ত্র গুলো জানতে পারবেন। প্রিয় পাঠক, আমাদের আজকের আর্টিকেলটি পড়ে আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এই আর্টিকেলটি আপনার পরিচিতদের সাথে শেয়ার করে দিবেন। এই রকম আরও ধর্মীয় তথ্য পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ফিউচার ড্রীম আইটি ওয়েব সাইট। ধন্যবাদ সবাইকে
ফিউচার ড্রীম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url