Quarantine paragraph 250 words with Bangla meaning
Answer the following questions to write a paragraph on 'Quarantine'. do
(a) Define Quarantine. (b) What are the kinds of Quarantine? (c) What does 'isolation' mean and why is it done?
(d) What are the practices of quarantine? (e) What is required to stay safe during an outbreak?
Quarantine
Ans. Quarantine can be defined as a restriction imposed on the free movement of people to prevent transmission of a communicable disease from potentially infected persons to healthy persons during the incubation period. There are several types of quarantine during a pandemic or outbreak. Home quarantine, institutional quarantine, and community lockdown are some of the effective methods. Along with separating and restricting the movement of people who were exposed to a contagious disease to see if they become sick, the concerned authority may restrict a healthy person or a group of healthy people or an entire community from getting exposure to potentially infected people or animals during any of these types of quarantine. Isolation on the other hand means separating sick people with a contagious disease from people who are not sick. It is done to contain the disease. Practicing social distancing like keeping 1 meter distance from other individuals, avoiding public transports or crowd or touching anyone or geographical mobilization, and maintaining overall personal hygiene may prove useful during any kind of quarantines. The general concern and awareness are required to stay safe during an outbreak..
কোয়ারেন্টিন
কোয়ারেন্টিন বলতে কোনো ছোঁয়াচে রোগের প্রাথমিক পর্যায়ে সম্ভাব্য সংক্রমিতদের থেকে মানুষকে নিরাপদে রাখতে লোকজনের অবাধ চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা বোঝায়। কোনো বৈশ্বিক মহামারি বা রোগের প্রাদুর্ভাবের ক্ষেত্রে কয়েক ধরনের কোয়ারেন্টিন রয়েছে। কিছু কার্যকর পদ্ধতির মধ্যে রয়েছে হোম কোয়ারেন্টিন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন এবং সাম্প্রদায়িক (এলাকাভিত্তিক) লকডাউন। সংক্রামক রোগের সংস্পর্শে আসা লোকজন অসুস্থ হচ্ছে কি না তা পরীক্ষার জন্য তাদের পৃথকীকরণ ও চলাফেরা সীমিত করা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একজন সুস্থ ব্যক্তি, ব্যক্তিবর্গ বা পুরো সমাজকে সম্ভাব্য সংক্রমিত লোক বা প্রাণী থেকে আলাদা রাখতে যেকোনো ধরনের কোয়ারেন্টিনের ব্যবস্থা নিতে পারে। পক্ষান্তরে, বিছিন্নতা বলতে বোঝায় সংক্রামক রোগে আক্রান্ত লোকজনকে সুস্থদের থেকে আলাদা রাখা। রোগ নিয়ন্ত্রণের জন্য এটি করা হয়। যেকোনো ধরনের কোয়ারেন্টিনের ক্ষেত্রে একজন আরেকজন থেকে ১ মিটার দূরত্ব বজায় রাখা, গণপরিবহন বা ভিড় বা কারো স্পর্শ এড়িয়ে চলা, একস্থান থেকে অন্যস্থানে না যাওয়া আর সর্বোপরি, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা ফলপ্রসূ হতে পারে। নিরাপদ থাকার জন্য গণ উদ্বেগ ও সচেতনতা যেকোনো রোগের প্রাদুর্ভাবের ক্ষেত্রেই আবশ্যক।
সবগুলো Paragraph একসাথে দেখতে এখানে চাপ দিন Click Here
ফিউচার ড্রীম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url