SSC বাংলা ১ম পত্র (MCQ) উত্তর | ময়মনসিংহ বোর্ড | ২০২৪ | বাংলা সাহিত্যে


মাধ্যমিক (SSC) বাংলা ১ম পত্র (MCQ) উত্তর ময়মনসিংহ বোর্ড ২০২৪

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের বাংলা ১ম পত্র পরীক্ষার (MCQ) প্রশ্নের উত্তর পত্র সংগ্রহ করে দিয়েছি। তোমরা যারা মাধ্যমিক (SSC) পরীক্ষার্থী সকলেই চাইলে আমাদের ওয়েব সাইটটি ফলো আপে রাখতে পার। প্রতিদিন পরীক্ষা শেষ হওয়ার পর পরই তোমার তোমাদের (MCQ) প্রশ্নের উত্তর সমূহ আমাদের ওয়েব সাইটে দেখতে পাবে। আশাকরি আগামীকাল থেকে আমরা সকল বোর্ডের (MCQ) প্রশ্নের উত্তর সমূহ একসাথে সংগ্রহ করে দিতে পারব। এছাড়াও তোমরা তোমাদের প্রশ্ন, মন্তব্য যা ইচ্ছা কমেন্ট করে আমাদের জানাতে পার।

কোনো ভুল ত্রুটি থাকলে আমাদের যোগাযোগ পেইজে গিয়েও আমাদের সাথে যোগাযোগ করতে পারবে।

বাংলা ১ম পত্র । ময়মনসিংহ বোর্ড । ২০২৪ । বাংলা সাহিত্য

1.মতিউর মনে মনে বুধার প্রশংসা না করে পারে না কেন?

  • সৈন্যদের পেয়ারা খাইয়েছে বলে
  • মাটি কাটার কাজে চটপটে ভঙ্গি দেখে 
  • গ্রামের সকলের স্নেহভাজন হওয়ায়
  • দৃঢ়চেতা স্বভাবের পরিচয় পেয়ে


2.'বহিপীর' নাটক কত সালে প্রথম প্রকাশিত হয়?

  • ১৯৫৮
  • ১৯৫৯
  • ১৯৬০
  • ১৯৬১


3."আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে"। এখানে 'জয় বাংলার বজ্রকণ্ঠ' বলতে বাঙ্গালির কোন বৈশিষ্ট্যকে বোঝানো হয়েছে?

  • সাংস্কৃতিক ঐতিহ্য ও সমৃদ্ধি
  • অদম্য রাজনৈতিক প্রতিভা
  • আবহমান সংগ্রামী চেতনা
  • ঐক্য ও সংহতির শক্তি


4.সুভা আপনাকে আপনি দেখিতেছে - কেন?

  • বয়ঃসন্ধিকালে উপনীত বলে
  • অবাঞ্চিত কৌতূহলের জন্য
  • সঙ্গীহীন থাকায়
  • জ্যোৎস্না রাতে নিজেকে দেখতে


5.মধ্যযুগের কবি কে?

  • মাইকেল মধুসূদন দত্ত
  • আহসান হাবীব
  • হেমচন্দ্র বন্দোপাধ্যায়
  • আব্দুল হাকিম


6.'বইপড়া' প্রবন্ধের লেখক লাইব্রেরিকে কীসের ওপর স্থান দিয়েছেন?

  • হাসপাতালের
  • মন্দিরের
  • স্কুল-কলেজের
  • অর্থবিত্তের


7."আমারো ছিলো মনে, কেমনে বেটা পেরেছে সেটা জানতে"-এ কথার মধ্য দিয়ে মন্ত্রীর কী প্রকাশ পেয়েছে?

  • উদাসিনতা
  • চতুরতা
  • কার্যনির্বাহের নিপুণতা
  • মেধাস্বত্বের চৌর্যবৃত্তি


8.'অভাগীর স্বর্গ' গল্পের গতিশীল চরিত্র কোনটি?

  • অভাগী
  • কাঙ্গালী
  • রসিকদুলে
  • ঠাকুর দাস


9."কপোতাক্ষ নদ" কবিতায় ষটক-এর মেলা বন্ধন কোনটি?

  • ঘণ্ডচ-ঘঙচ
  • কখখ-ককথ
  • ঘণ্ড ঘঙ-চচ
  • কখ-কথ-কথ


10.সর্বজয়া কোন মাসের রোদে জ্বর আসার কথা বলেছে?

  • আশ্বিন
  • কার্তিক
  • পৌষ
  • চৈত্র


11."ওদের বাড়ির গৃহকর্মে নিপুণা লক্ষ্মী বউটির ঠিক এক দশা" এখানে যে দশার কথা বোঝানো হয়েছে-

i. অবহেলিত 

ii. যত্নাকাঙ্ক্ষী 

iii. উচ্চাকাঙ্ক্ষী 

নিচের কোনটি সঠিক?

  • i
  • ii
  • i ও ii
  • i, ii ও iii


12.'অভাগীর স্বর্গ' গল্পে কুটির প্রাঙ্গণে কী গাছ আছে?

  • তাল
  • বরই
  • বেল
  • জলপাই


13.'সিন্ধু হিন্দোল' কাজী নজরুল ইসলামের কী ধরনের রচনা?

  • উপন্যাস
  • কাব্যগ্রন্থ
  • প্রবন্ধ গ্রন্থ
  • নাটক


14."আমি শোধ নিতে জানি" এ বাক্যে বুধার কোন ভাবটি ফুটে উঠেছে?

  • দক্ষতা
  • নিপুণতা
  • প্রতিবাদ
  • ক্ষমতা


15.'মহিমা' শব্দের অর্থ কোনটি?

  • মহৎ
  • গুরুত্বপূর্ণ
  • অহংকারী
  • গৌরব


16.'তিমির' শব্দের অর্থ কোনটি?

  • নিঃস্ব
  • সর্বক্ষণ
  • নিগড়
  • অন্ধকার


17."আমি কোনো আগন্তুক নই" কবিতায় কোনটি জ্যোৎস্নার চাদরে ঢাকা?

  • সরুপথ
  • নিশিন্দার ছায়া
  • ডুমুরের ডাল
  • ধানের মঞ্জরী


18."মেদিনী বিদার দেউ পসি লুকাও"। এর বক্তেব্যের সঙ্গে তোমার পঠিত কোন রচনার মিল রয়েছে?

  • একাত্তরের দিনগুলি
  • সাহিত্যের রূপ ও রীতি
  • সাহসী জননী বাংলা
  • আমার পরিচয়


19."কালো চোখকে তর্জমা করতে হয় না" কারণ- 

i. মনোভাব মুখাবয়বে প্রতিফলিত হয় 

ii. চোখে সৌন্দর্য প্রকাশ পায় 

iii. অঙ্গভঙ্গির মাধ্যমে অভিব্যক্তির প্রকাশ 

নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii


20.'বিরান' শব্দের অর্থ কী?

  • শূন্য
  • জনমানবহীন
  • উত্তপ্ত
  • ভীষণ


21.রানার কবিতাটি কোন কাব্য থেকে সংকলন করা হয়েছে?

  • হরতাল
  • ছাড়পত্র
  • অগ্নিবীণা
  • সাম্যবাদী


22.আফগানিস্তানের রিলিফম্যাপের চেহারার সঙ্গে সাদৃশ্যপূর্ণ চেহারা কার?

  • অধ্যক্ষ জিরার
  • আমির রহমানের
  • মুজতবা আলীর
  • আব্দুর রহমানের


নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও

চাকরি জীবনের দেড়যুগ পার করলেও সবুর কোনোদিন ছুটি কাটাননি। অফিসের সব কাজ নির্দিষ্ট সময়ে যথাযথভাবে সম্পন্ন করেন। তার কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন কয়েকটি সম্মাননা পুরস্কার।


23.উদ্দীপকের সবুরের মানসিকতায় 'রানার' কবিতার কোন চরণের মিল রয়েছে?

  • রাত নির্জন, পথে কত ভয়, তবুও রানার ছোটে
  • ঘরেতে অভাব; পৃথিবীটা তাই মনে হয় কালোধোয়া
  • হাতে লণ্ঠন করে ঠনঠন, জোনাকিরা দেয় আলো
  • অবাক রাতের তারারা, আকাশে মিটমিট করে চায়


24.উদ্দীপক ও 'রানার' কবিতায় প্রকাশিত হয়েছে- 

i. কর্মমুখিতা

ii. দায়িত্বশীলতা 

iii. প্রগতিশীলতা 

নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii


নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও

মাধবকুণ্ডে বেড়াতে গিয়েছিলাম। পাহাড়ের উপর থেকে অবিরাম পড়া জলরাশি আমাকে মুগ্ধ করেছিলো।


25.উদ্দীপকের সাথে নিচের কোন চরণটির মিল রয়েছে?

  • উপল-ঘায় দিই ঝিলিক/দুল দোলায় মন ভোলাই/ ঝিলমিলাই দিগ্বিদিক
  • সুন্দরের তৃষ্ণা যার/আমরা ধাই তার আশেই
  • নিজের পায় বাজাই তাল/একলা গাই, একলা ধাই/ দিবস রাত, সাঁঝ সকাল
  • ঝুঁকিয়ে ঘাড় ঝুম-পাহাড়/ভয় দ্যাখায়, চোখ পাকায়


26.উদ্দীপক ও 'ঝর্ণার গান' কবিতায় প্রকাশিত হয়েছে- 

i. পাহাড়ের সৌন্দর্য 

ii. জলরাশির প্রবাহমানতা 

iii. নিস্তব্দ প্রকৃতি 

নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii


নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও

নিম্নবর্ণের সুদাংশু বারো বছরের মেয়ে শশীকে চল্লিশ বছর বয়সী কুলীন পঞ্চাননের সঙ্গে বিয়ে ঠিক করে। এতে শশী বিরোধিতা করলে সুদাংশু বলে, 'সমাজে তো উঠতে হবে'।


27.উদ্দীপকের শশীর সঙ্গে 'বহিপীর' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্র কোনটি?

  • খোদেজা
  • বহিপীর
  • হাতেম আলী
  • তাহেরা


28.উদ্দীপকের সুদাংশু ও 'বহিপীর' নাটকের প্রকাশ পেয়েছে- 

i নারীর অবমূল্যায়ন 

ii. প্রতিবাদী চেতনা 

iii. সামাজিক কুসংস্কার 

নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii


নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও

এ পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে 

সুন্দর এ পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে।


29.উদ্দীপকের সঙ্গে নিচের কোন চরণের মিল রয়েছে?

  • রাত থমথম স্তব্ধ নিঝুম ঘোর-ঘোর আন্ধার
  • বাহিরেতে নাচে জোনাকি আলোয় থমথম কালো রাত
  • সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে?
  • এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে গেছে


30.উদ্দীপক ও 'সেই দিন এই মাঠ' কবিতায় প্রকাশ পেয়েছে- 

i. ধরণীর অবিনশ্বর সৌন্দর্য 

ii. মানব জীবনের দুঃখবোধ 

iii. প্রকৃতির অন্তঃসার শূন্যতা 

নিচের কোনটি সঠিক?

  • i
  • ii
  • i ও ii
  • ii ও iii

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফিউচার ড্রীম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url