Importance of Social Distancing paragraph 250 words with Bangla meaning
Answer the following questions to write a paragraph on "Importance of Social Distancing'.
(a) Define social distancing. (b) What is responsible for COVID-19? (c) How does COVID-19 spread? (d) What
is the importance of social distancing? (e) What should we do to keep social distancing?
Importance of Social Distancing
Ans. Social distancing has become the buzzword for us since the beginning of the year 2020. It means restraining social interactions to the minimum so that the highly contagious SARS CoV-2 virus responsible for COVID-19 pandemic can be contained. In a time like this when coronavirus pandemic is destroying millions of lives all over the world, social distancing is one of the ways of limiting the spread of the disease. As it spreads through person to person contact and the virus remains dormant for some time, the best way to stay safe is not to be in contact with other people. We must not go out unless extreme necessity arises. At least three feet distance must be kept from others while we are outside. Touching someone who does not live in the same house should be avoided. Alternative measures of communicating with others have to be in practice to avoid all kinds of in- person meetings. People must try to stay away from all sorts of social gatherings like parties and other social and cultural programs. Places like supermarkets, sea beaches, movie theatres, parks and malls must be avoided to reduce the risk of getting the disease. The entire concept may sound suffocating; however, this is the most effective way of flattening the curve of the spread.
সামাজিক দূরত্বের গুরুত্ব
২০২০ সালের শুরুতে সামাজিক দূরত্ব শব্দটি বহুল প্রচলিত শব্দে পরিণত হয়েছে। এর অর্থ হলো সামাজিক যোগাযোগকে নিয়ন্ত্রণ করে সর্বোনিম্ন পর্যায়ে নামিয়ে আনা যাতে করে মহামারী কোভিড-১৯ এর জন্য দায়ী প্রচণ্ড ছোঁয়াচে সার্স কভ-২ ভাইরাসকে নিয়ন্ত্রণ করা যায়। পৃথিবী জুড়ে করোনা ভাইরাস মহামারী যখন লাখ লাখ জীবন ধ্বংস করে দিচ্ছে ঠিক এমন সময়, রোগটির বিস্তার নিয়ন্ত্রণে সামাজিক নিরাপত্তা অন্যতম পন্থা। যেহেতু এটি এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির সংস্পর্শে ছড়ায় এবং জীবাণুটি কিছু সময় সুপ্ত অবস্থায় বিদ্যমান থাকে, তাই নিরাপদ থাকার সবচেয়ে ভালো উপায় হলো লোকজনের সংস্পর্শে না আসা। নিতান্ত প্রয়োজন না হলে আমরা অবশ্যই বাইরে বের হবো না। বাইরে থাকার সময় অন্যান্যদের থেকে নূন্যতম তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে। একই ঘরে তারা অবস্থান করে না এমন কাউকে স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। অন্যান্যদের সাথে বিভিন্ন ধরনের ব্যক্তিগত সাক্ষাৎকার পরিহার করে বিকল্প যোগাযোগ। পন্থাগুলো চর্চা করতে হবে। লোকজনকে ভোজসভা ও অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো বিভিন্ন ধরনের সামাজিক জমায়েতগুলো থেকে দূরে। থাকার চেষ্টা করতে হবে। রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে সুপার মার্কেট, সমুদ্র-সৈকত, সিনেমা হল, উদ্যান এবং বাজারের মতো জায়গাগুলো অবশ্যই পরিহার করতে হবে। সমগ্র ধারণাটি শ্বাসরোধক মনে হতে পারে; তথাপি, এটি বিস্তারের রেখাচিত্রকে নামিয়ে আনার সর্বোত্তম পন্থা।
সবগুলো Paragraph একসাথে দেখতে এখানে চাপ দিন Click Here
ফিউচার ড্রীম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url