সরকারি ভাবে ফ্রিল্যান্সিং শিখুন দৈনিক ৫০০ টাকা ভাতা সহকারে

ফ্রিল্যান্সিং জগতের স্বপ্ন পূরণে এবার সরকারি ভাবে ফ্রিল্যান্সিং নিয়ে আসলো বাংলাদেশ জাতীয় প্রশিক্ষণ বাস্তবায়ন। হ্যাঁ , আজকের আর্টিকেলে আমরা আলোচনা করব কিভাবে সরকারি সহায়তায় ফ্রিল্যান্সিং শিখবেন বিনামূল্যে সেই বিষয়ে।

সরকারি ভাবে ফ্রিল্যান্সিং শিখুন দৈনিক ৫০০ টাকা ভাতা সহকারে

প্রিয় পাঠক, আপনি যদি বিনামূল্যে ফ্রিল্যান্সিং শিখতে চান তাহলে আজকের আর্টিকেলটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়তে থাকুন। ফ্রিল্যান্সিং জগতের স্বপ্ন এখন বাস্তবায়ন করতে যাচ্ছে জাতীয় প্রশিক্ষণ বাস্তবায়ন কমিটি। জাতীয় জাতীয় প্রশিক্ষণ বাস্তবায়নে আওতায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন সাথে যাথায়াত খরচ ও খাবার খরচ বাবদ ৫০০ টাকা ভাতা প্রদান করা হবে। তাহলে চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

পেজ সূচিপত্র: সরকারি ভাবে ফ্রিল্যান্সিং শিখুন দৈনিক ৫০০ টাকা ভাতা সহকারে

ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

আসুন আমরা প্রথমেই দেখে নেই ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখানো নিয়ে প্রথম আলো নিউজের কিছু অংশ। আগামী তিন বছরে দেশে প্রায় ২৯ হাজার তরুণ ফ্রিল্যান্সার তৈরি করবে সরকার। ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে তরুণেরা দেশে থেকেই বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করতে পারবেন। বদৌলতে বিদেশি মুদ্রা তাঁরা আয় করবেন। এই প্রশিক্ষণ নিতে কোনো টাকা পয়সা লাগবে না, বরং উল্টো দৈনিক মোট ৫০০ টাকা করে ভাতা পাবেন তাঁরা।  সরকারের নতুন এই প্রকল্পে সব মিলিয়ে খরচ হবে মোট ৩০০ কোটি টাকা। 

▶▶ আরো পড়ুন: সরকারি ফ্রিল্যান্সিং কোর্সে আবেদন করার নিয়ম ২০২৪

এটির নাম ‘দেশের ৪৮টি জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প’। প্রকল্পের মেয়াদ চলতি ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত। সম্পূর্ণ দেশীয় অর্থে প্রকল্পটি বাস্তবায়িত হবে। প্রকল্পটি অনুমোদনের জন্য আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তোলা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠেয় একনেক সভায় সব মিলিয়ে ১০টি প্রকল্প উঠতে পারে অনুমোদনের জন্য।

আড়াই বছর আগে ১৬ জেলার জন্য এমন আরেকটি প্রকল্প নেওয়া হয়েছিল। নতুন প্রকল্পটি পাস হলে দেশের সব জেলাতেই ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণের সুবিধা বিস্তৃত হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে।

ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখতে যা যা লাগবে

প্রিয় পাঠক, এখন আমি আপনাদেরকে জানাবো ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখতে আপনার কি কি লাগবে সেই বিষয়ে ‌। যেহেতু সরকারি ভাবে ফ্রিল্যান্সিং শিখানো হবে তাহলে অবশ্যই কিছু না কিছু তথ্য তো লাগবেই। আসুন জেনে নেই কি কি লাগবে.....

প্রথমেই বলে রাখি এই প্রশিক্ষণে প্রতিটি ল্যাবে ২৫ জন করে শিক্ষার্থী প্রশিক্ষণের সুযোগ পাবে অর্থাৎ প্রতি জেলায় একক ব্যাচে সর্বমোট ৫০ জন শিক্ষার্থী এই প্রশিক্ষণটিতে ভর্তির সুযোগ পাবে। আর এই, প্রকল্পে নারী-পুরুষ উভয়েই আবেদন করার সুযোগ রয়েছে। 

এই প্রশিক্ষণটি নিতে আপনার বয়স অবশ্যই ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে থাকতে হবে। এক্ষেত্রে আপনার ভোটার আইডি কার্ডটি দিয়ে জাতীয় প্রশিক্ষণ বাস্তবায়ন ওয়েব সাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের পর লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থীদের চূড়ান্ত বলে গণ্য করা হবে। আর হ্যাঁ ,এই প্রশিক্ষণে অংশ নিতে আপনার অবশ্যই HSC পাশ হতে হবে।

মূলত সরকারিভাবে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণার্থীদের এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হল দেশের বেকারত্ব দূর করা ও দেশের খাতে বিদেশি রেমিট্যান্স যোগ করা। যা দেশকে বেকারত্ব মুক্ত করতে ও দেশের অর্থনীতি খাত উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। 

এছাড়াও তিন মাসের এই প্রশিক্ষণকালে প্রতিটি শিক্ষার্থীকে যাতায়াত খরচ বাবদ ২০০ টাকা ও খাবারের খরচ বাবদ ৩০০ টাকা করে মোট ৫০০ টাকা ভাতা দেওয়া হবে। এভাবে সারা দেশে সব মিলিয়ে ২৮ হাজার ৮০০ জন ফ্রিল্যান্সার তৈরি করা হবে , যাদের মধ্যে অধিকাংশই থাকবে নারী।

এ বিষয়ে পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে জানান, ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তরুণসমাজের কর্মসংস্থানের জন্য সুযোগ সৃষ্টি করা হবে। এতে কর্মসংস্থান বাড়বে।

কোন কোন বিষয়ে ফ্রিল্যান্সিং শেখানো হবে

পরিকল্পনা কমিশনের একজন কর্মকর্তা থেকে জানা যায় যে, প্রশিক্ষণার্থীদেরকে দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে মোট ৮টি বিষয়ে কাজ শেখানো হবে। এছাড়াও তিনি আরও বলেন ফ্রিল্যান্সিং শেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে ইউরোপ, আমেরিকাসহ উন্নত দেশগুলোর বিভিন্ন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের সাথে অনলাইনে কাজ করতে পারা। 

এইজন্যই প্রথমেই প্রশিক্ষণার্থীদেরকে ইংরেজিতে কথা বলার জন্য ইংরেজিতে একটি ব্যাসিক কোর্সও করানো হবে। এছাড়াও কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনসহ কিভাবে ফ্রিল্যান্সিং করতে হবে সমস্ত কিছু শেখানো হবে এই প্রশিক্ষণে।

এই প্রশিক্ষণে ফ্রিল্যান্সিং এর যে সকল বিষয়ে ট্রেনিং দেওয়া হবে তা হচ্ছে,,,

  • Training on Professional Graphics Design
  • Training on Professional Digital Marketing
  • ডিজিটাল মার্কেটিং
  • আইটি সেবা প্রদানকারী
  • ওয়েব ডেভেলপমেন্ট
  • গ্রাফিক্স ডিজাইন
  • মহিলা ই-কমার্স প্রফেশনাল
  • মহিলা কল সেন্টার এজেন্ট
  • অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম

এই সকল বিষয়ে প্রশিক্ষণার্থীদেরকে ট্রেনিং করানো হবে। 

লেখকের শেষ কথা

প্রিয় পাঠক আজকের আর্টিকেলে আমরা আপনাদের জানিয়েছি কিভাবে দৈনিক ৫০০ টাকা ভাতাসহ সরকারি সহায়তায় সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিল্যান্সিং শিখবেন সেই বিষয়ে। আজকের এই আর্টিকেলটি আপনি আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিবেন যাতে করে তারাও এই বিষয়ে জানতে পারে ‌। প্রিয় পাঠক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো পোস্টে ধন্যবাদ সবাইকে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফিউচার ড্রীম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url