২০২৪ সালে নতুনদের জন্য ফেসবুক বিজ্ঞাপন গাইডলাইন (A to Z)

আপনি কি ফেসবুকে বিজ্ঞাপন দিতে আগ্রহী, অথচ জানেন না ফেসবুকে অ্যাড কিভাবে চালু করতে হয় এবং কোথায় গিয়ে এডস সেট আপ করবেন? আজকের পোস্টে আমি এই সকল তথ্য একে একে বিস্তারিত আলোচনা করব। 

Facebook ads

আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব বিজ্ঞাপনের জন্য কেন ফেসবুক প্লাটফর্ম ব্যবহার করা উচিৎ এবং আমি আজকে হাতে কলমে তা আপনাদের জানানোর চেষ্টা করব। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের এই পোস্টটি পড়া শেষে আপনি ফেসবুক বিজ্ঞাপনে একজন বস হয়ে উঠবেন। তাহলে চলুন শুরু করি আমাদের মূল আলোচনা

পেজ সূচিপত্র: নতুনদের জন্য ফেসবুক বিজ্ঞাপন গাইডলাইন

বিজ্ঞাপনের জন্য ফেসবুক প্লাটফর্ম কেন ব্যবহার করবেন

বর্তমান সময়ে ফেসবুকে প্রায় ১.৭ বিলিয়ন এরও বেশি অ্যাকটিভ ইউজার রয়েছে। যাদের মধ্যে দৈনিক ১.৫ বিলিয়ন ইউজার এক ঘন্টা কিংবা তারও বেশি ফেসবুকে সময় ব্যায় করে থাকেন। বর্তমান সময়ে ফেসবুক হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম। বড় প্লাটফর্ম শুনেই আপনি কি দুশ্চিন্তায় পড়ে গেছেন?? দুশ্চিন্তার কিছুই নেই কারণ ফেসবুক যত বড়ই প্লাটফর্ম কিংবা অডিয়েন্স নেটওয়ার্ক হোক না কেন। এখান থেকে আপনার টার্গেটেড অডিয়েন্স খুঁজে বের করা খুবই সহজ যা আমি আপনাদের হাতে কলমে দেখিয়ে দিব।

▶▶ আরো পড়ুন ঃ দৈনিক ৪০০-৫০০ টাকা ইনকাম - অনলাইন ইনকাম সাইট বিকাশ পেমেন্ট

এখানে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি ফেসবুকে যে বিজ্ঞাপন কিংবা অ্যাড দেখানো হয় তার থেকে ভালো রেভিনিউ পাওয়া যায়। কারণ প্রতি ১০০ জনের মধ্যে গড়ে ৩০ জনেরও বেশি মানুষ বিজ্ঞাপন দেখেই সার্ভিস কিংবা প্রোডাক্ট নেওয়ার কথা চিন্তা করে থাকেন। তাই, ব্যবসা বাড়াতে ফেসবুক অ্যাড এর বিকল্প নেই বললেই চলে। এছাড়া বিজ্ঞাপন দেওয়ার জন্য ফেসবুকে রয়েছে বিভিন্ন ধরনের টারগেটিং সিস্টেম। একটি উদাহরণ দিয়ে বুঝালে হয়তো আপনি ভালো ভাবে বুঝতে পারবেন। যেমন: ধরুন আপনি একজন শিক্ষক।

আপনি অনলাইন কিংবা অফলাইন দুই ধরনের প্লাটফর্মে ছাত্র ছাত্রীদের পড়িয়ে থাকেন। কিন্তু আপনি চাচ্ছেন ফেসবুকে এড দিয়ে আপনার স্টুডেন্ট এর পরিমাণ বাড়াতে। এক্ষেত্রে আপনি যেমন তেমন করে ফেসবুকে অ্যাড দিলে কিন্তু আপনার লাভ হবে না এমন কি আপনার অ্যাডটি আপনার মূল লক্ষ্য দর্শকদের কাছে পৌঁছাতেও না পারে। এই জন্য প্রথমেই আপনাকে আপনার টার্গেটেড অডিয়েন্স কারা তাদের খুঁজে বের করতে হবে। আর এই জন্য আপনাকে নিচে দেওয়া ক্যাটাগরির উপর টার্গেট করে ফেসবুক বিজ্ঞাপন দিতে হবে। যেমন:

  • লোকেশন
  • লিঙ্গ
  • বয়স
  • আগ্রহ/পছন্দ
  • আচরনবিধি/গতিবিধি
  • জীবনক্র
  • ইত্যাদি

এছাড়াও ফেসবুকে অনেক গুলো অ্যাডভার্টাইজিং টুলস রয়েছে যেগুলো ব্যবহার করে আপনি আপনার বিক্রয় মেসেজটি সহজেই আপনার সম্ভাব্য গ্রাহকদের টার্গেট করে তাদের কাছে পৌছেঁ দিতে পারবেন। আপনি ফেসবুক অ্যাড ম্যানেজার এ বিভিন্ন ধরনের অ্যাড ম্যাটেরিয়ালস যেমন: টেক্সট, ইমেজ, ভিডিও, ইভেন্টস, লিংকস এবং অফার ইত্যাদি  ব্যবহার করে বিজ্ঞাপন দিতে পারেন।

সাধারনত আপনি আপনার কল্পনা অনুযায়ী যদি কোন বাজার বিশ্লেষণ করে থাকেন, ফেসবুক আপনাকে তাদের নিকটেও পৌঁছানোর অনুমতি বা সুযোগ করে দিবে।

▶▶ আরো পড়ুন ঃ ইউটিউব মার্কেটিং কি - কিভাবে শুরু করবেন ইউটিউব মার্কেটিং জানুন

সর্বোপরি একটা কথাই বলব, ফেসবুক বর্তমানে ইন্সটাগ্রাম এর মত একটি প্লাটফর্মের অধিকারি, তাই আপনি চাইলেই খুব সহজে একই ক্যাম্পেইনের মাধ্যমে উভয় প্লাটফর্মের গ্রাহকদের বিজ্ঞাপর দেখাতে পারেন। বিশ্বব্যপি দৈনিক ৫০০ মিলিয়নেরও বেশি ইনস্টাগ্রাম ব্যবহাকারীর স্টোরি, আপনার বিজ্ঞাপন প্রদানের খাটুনিকে আরো ইতিবাচক করে তুলবে এটাই স্বাভাবিক।

ফেসবুক বিজ্ঞাপনের ধরন

ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার অনেক ধরন রয়েছে তবে একটা কথা না বললেই নয় যে, আপনি যতই পোস্ট পড়ে কিংবা কোর্স করে বিজ্ঞাপন সম্পর্কে ধারণা নেন না কেন। নিজের হাতে অ্যাডস তথা বিজ্ঞাপন না চালানো পর্যন্ত আপনি তা ভালো ভাবে আয়ত্ত করতে পারবেন না। এখানে আমি আপনাকে বিজ্ঞাপনের ধরণ সম্পর্কে কিছুটা ধারণা দিব যা বিজ্ঞাপন চালানোর সময় আপনার অবশ্যই কাজে লাগবে। 

বিজ্ঞাপন চালানোর বেশ কয়েকটি ধরণ রয়েছে যেগুলো সম্পর্কে আপনার ধারণা রাখা প্রয়োজন যেমন:

১: ভিডিও অ্যাডস

২: ইমেজ অ্যাডস

৩: কালেকশন অ্যাডস

৪: ক্যারোসল অ্যাডস

৫: ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স অ্যাডস

৬: লিড জেনারেশন অ্যাডস

৭: অফার অ্যাডস

৮: ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাডস

এখন আমরা আপনাকে জানানোর চেষ্টা করব এই ধরণ গুলোর মধ্যে কোনটা কিভাবে কাজ করে। আর, এই ধাপটি আপনি যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ে থাকেন তাহলে আপনি সঠিক উপায়ে বিজ্ঞাপন প্রচারণা চালাতে পারবেন সেটা হোক আপনার নিজের কিংবা ক্লাইন্টের।

▶▶ আরো পড়ুন ঃ অনলাইন থেকে ইনকাম করার ১৮টি সেরা উপায়

ভিডিও ভিউস

facebook video ads sample

ফেসবুক বিজ্ঞাপন এর মধ্যে সবচেয়ে কার্যকরী বিজ্ঞাপনটি হচ্ছে ভিডিও অ্যাডস। ভিডিও অ্যাডস অন্যান্য সাধারণ বিজ্ঞাপন থেকে অধিক কার্যকর। এর কারণ হচ্ছে আপনি এক মিনিট বা দুই মিনিটের একটা ভিডিওর মাধ্যমে আপনার সার্ভিস বা প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানাতে পারবেন। এছাড়া অধিকাংশ মানুষই ভিডিও বিজ্ঞাপন এর প্রতি বেশি আকৃষ্ট হয়ে থাকে। সোজা কথায় বলতে গেলে আপনি আপনার ব্যবসা সম্পর্কিত একটা ভিডিও বানিয়ে সেটা দিয়ে বিজ্ঞাপন তথা অ্যাডস প্রচারণা করতে পারবেন।

ইমেজ অ্যাডস

facebook image ads sample

বর্তমান সময়ে ইমেজ অ্যাডস একটি জনপ্রিয় বিজ্ঞাপন হয়ে দাঁড়িয়েছে। সকল আইটি সেন্টার সহ বেশকিছু সার্ভিস প্রোভাইডার ইমেজ অ্যাডস এর মাধ্যমে বিজ্ঞাপন প্রচারণা করে থাকেন। ইমেজ অ্যাডস একটি কার্যকর ও উন্নতমানের অ্যাডস যা গ্রাহকদের আপনার ওয়েবসাইটে কিংবা আপনার সার্ভিসের প্রতি আকৃষ্ট করে থাকে।

▶▶ আরো পড়ুন ঃ ইউটিউব থেকে টাকা ইনকাম করার ৫টি সহজ উপায় জেনে নিন

কালেকশন অ্যাডস

facebook collection ads sample

ফেসবুকের কালেকাশন অ্যাড, আপনার একটি নির্দিষ্ট ক্যাটেলগের উপর ভিত্তি করে গ্রাহকদের সামনে উপস্থাপন করে থাকে। এবং গ্রাহকদেরকে একটি ক্লোজার লুক দিতে সহায়তা করে। বাংলাদেশের জনপ্রিয় অনলাইন শপিং প্লাটফর্ম দারাজ এই ধরনের অ্যাডস সবসময় রান করে থাকেন। 

ক্যারোসল অ্যাডস

facebook carousel ads sample

ক্যারোসল এডে আপনি এক থেকে দশটি পর্যন্ত ইমেজ অথবা ভিডিও একই সাথে ব্যবহার করতে পারবেন। এতে করে আপনি গ্রাহকে ইমেজ এবং ভিডিও দুটাই একসাথে দেখাতে পারেন। এক্ষেত্রে ক্যারোসল অ্যাডস পরিচালনা করার একটি বড় সুবিধা হচ্ছে এখানে আপনি প্রতিটা ইমেজ কিংবা ভিডিওতে আলাদা আলাদা করে লিংক সেট করতে পারবেন। এই ধরনের অ্যাডস সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় দারাজ, সাজগোজ ডট কম ও আরো বেশ কয়েকটি শপিং সাইটে।

▶▶ আরো পড়ুন ঃ HTML কি? - HTML কিভাবে শিখব? - HTML ট্যাগ লিস্ট pdf download

ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স অ্যাডস

facebook instant experience ads sample

ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স অ্যাডস আপনাকে একটি ফুল স্ক্রিন এবং মোবাইল অপটিমাইজ অ্যাডের সুবিধা দিয়ে থাকে। এবং স্যোয়াইপ করার মাধ্যমে গ্রাহকগন সহজেই আপনার প্রোডাক্ট পেজে যেতে  পারবে। এটাই হচ্ছে ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স অ্যাডস এর সবচেয়ে বড় সুবিধা

লিড জেনারেশন অ্যাডস

facebook lead generation ads sample

ইনফরমেশন কালেক্ট করার জন্য ফেসবুকের লিড জেনারেশন অ্যাডস সবচেয়ে বেশি কার্যকরী। আপনি ফেসবুকে লিড জেনারেশন অ্যাডস দিয়ে আপনার ব্যবসা কিংবা সার্ভিসের প্রতি আকৃষ্ট কাস্টমারদের তথ্য সংগ্রহ করে রাখতে পারবেন এবং আপনি সেই তথ্য দিয়ে পুণরায় তাদের উদ্দেশ্য করেই মার্কেটিং করতে পারবেন। আপনি ভিডিও, ইমেজ কিংবা ক্যারোসল এই তিন ধরনের অ্যাডের মাধ্যমেও লিড জেনারেশন অ্যাডস প্রচারণা করতে পারবেন।

▶▶ আরো পড়ুন ঃ ডিজিটাল মার্কেটিং শিখে মাসে $500-$1,000 ডালার আয়ের উপায়

অফার অ্যাডস

facebook offer ads sample

অফার/ ডিসকাউন্ট পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম। তাই আপনি চাইলে আপনার ব্যবসা কিংবা সার্ভিসের প্রতি অফার/ ডিসকাউন্ট দিয়ে এই অ্যাডটি প্রচারণা করতে পারেন।

ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাডস

facebook brand awareness ads sample

আপনি যদি ফেসবুকের মাধ্যমে আপনার ব্র্যান্ড বা সার্ভিসের পরিচিতি কিংবা অ্যাওয়ারনেস বৃদ্ধি করতে চান তাহলে এই অ্যাডটি বেঁচে নিতে পারেন। ফেসবুকে আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য ব্যতিক্রম-ধর্মী কিছু অ্যাডের প্রচলন রয়েছে। যেমন: পোস্ট এনগেইজমেন্ট, ভিডিও ভিউস, পেজ লাইক/ ফলোয়ার এবং পোস্টে কমেন্ট বা শেয়ার। নিচে এই কয়েকটি বিষয় সম্পর্কে আমি একটু আপনাকে বুঝিয়ে বলি।

▶▶ আরো পড়ুন ঃ স্টুডেন্টদের জন্য টাকা ইনকাম করার ওয়েবসাইট ২০২৪ - Online Income bd

পোস্ট এনগেইজমেন্ট

পোস্ট এনগেইজমেন্ট এমন একটি অ্যাড যেই অ্যাডের মাধ্যমে আপনি আপনার যেকোনো পোস্টে লাইক, শেয়ার ও কমেন্ট নিতে পারবেন। এটির আরেকটি নাম হচ্ছে পোস্ট বুস্ট। সবার কাছে এটি পোস্ট বুস্ট অ্যাডস নামে পরিচিত।

ভিডিও ভিউস

আপনার যদি ফেসবুকে একটি ব্লগিং পেইজ থাকে তাহলে আপনি আপনার ভিডিওকে বুস্ট করতে পারবেন। অর্থাৎ আপনি আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবেন এই অ্যাড এর মাধ্যমে।

পেজ লাইক/ ফলোয়ার

বেশিরভাগ মানুষই পেজের লাইক/ফলোয়ার দেখেই সেই পেজ থেকে প্রোডাক্ট কিংবা সার্ভিস নিয়ে থাকে। তাই নতুন অবস্থায় আপনি যদি আপনার ফেইসবুক অধিক পরিমাণে লাইক/ফলোয়ার নিতে চান তাহলে আপনি এই ধরনের অ্যাড সেটআপ করতে পারেন।

পোস্টে কমেন্ট বা শেয়ার

আপনি যদি আপনার পোডাক্ট কিংবা সার্ভিস সম্পর্কিত পোস্টে আপনার লক্ষ্য কাস্টমারদের কমেন্ট বা শেয়ার নিতে চান তাহলে আপনি এই ধরনের অ্যাড সেটআপ করতে পারেন। 

ফেসবুক বিজ্ঞাপন কিভাবে কাজ করে

এবার আমি আপনাকে জানানোর চেষ্টা করব ফেসবুক অ্যাড কিভাবে কাজ করে সেই বিষয়ে। তাহলে চলুন শুরু করি,

আমরা ইতিমধ্যে জেনেছি ফেসবুক একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এখানে প্রায় ১.৫ বিলিয়ন এরও বেশি অ্যাকটিভ ইউজার রয়েছে। এই ১.৫ বিলিয়ন অ্যাকটিভ ইউজারদের সকলের নাম, বয়স, ইমেইল এড্রেস, কে কোন বিষয়ে আকৃষ্ট, কে কোন জিনিসটা বেশিই পছন্দ করে সকল তথ্য ফেসবুক ট্রেক করতে পারে। আপনি কোন পেইজে লাইক দিচ্ছেন, 

▶▶ আরো পড়ুন ঃ 

কোন পেইজে গিয়ে কমেন্ট করছেন, আপনি কোন ধরনের পোস্ট পড়তে বেশি ভালোবাসেন, কোন ভিডিও গুলো আপনার সবচেয়ে বেশি পছন্দের , আপনি কোন ধরনের ডিভাইস ব্যবহার করছেন, আপনার ফ্রেন্ড লিস্টে কারা আছে, তাদের সাথে আপনার যোগাযোগ কেমন বলতে গেলে দৈনন্দিন জীবনে আপনি যা কিছুই করেন সেই সকল তথ্য ফেসবুক তার নিজের কাছে সংগ্রহ করে রাখে। 

একটি উদাহরণ এর মাধ্যমে বুঝালে হয়তো বিষয়টি সম্পর্কে আপনি একটি স্বচ্ছ ধারণা পাবেন। উদাহরণ স্বরূপ ধরুন আপনি একটি স্মাট ওয়াচ ঘড়ি কিনার কথা ভাবছেন। এই সময়ে যদি আপনি ফেসবুকে ঢুকেন তাহলে দেখবেন আপনাকে স্মাট ওয়াচ রিলেটেড অ্যাড সবচেয়ে বেশি দেখাচ্ছে তাঁর কারণ হচ্ছে আপনি স্মাট ওয়াচ কিনতে আগ্রহী তাই। 

এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আপনি চিন্তা করলেন মনে মনে কিন্তু সেটা ফেসবুক কিভাবে জানতে পারল? এই প্রশ্নটিই আপনার মনে ঘুরপাক খাচ্ছে তাই না...! সমস্যা নাই এই প্রশ্নের সমাধানও আমি দিব। আপনি যখন স্মাট ওয়াচ কিনবেন ভাবছেন তখন নিশ্চয়ই আপনি গুগলে কিংবা ফেসবুকে বিভিন্ন পেইজে গিয়ে স্মাট ওয়াচের দাম জানার চেষ্টা করেছেন।

আপনি যখনি গুগলে কিংবা ফেসবুকে স্মাট ওয়াচ লিখে সার্চ করছেন তখন ফেসবুক বুঝতে পেরেছে যে এই মুহূর্তে আপনার স্মাট ওয়াচ নিয়ে বেশি আগ্রহ রয়েছে তাই ফেসবুক আপনাকে স্মাট ওয়াচ রিলেটেড অ্যাড গুলো সবচেয়ে বেশি দেখাচ্ছে। এই ভাবে ফেসবুক প্রতিনিয়ত আমাদের বিভিন্ন বিষয়ে ট্রেকিং করছে বলতে গেলে এই নেটওয়ার্কটা অনেক বড়।

তাই আপনি নিজে যখনি আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিসের জন্য অ্যাড চালাবেন তখন ফেসবুক নিজ থেকেই চাইবে যাতে করে আপনার সার্ভিস বা প্রোডাক্টটি বেশি বেশি সেল হয় এতে করে যেমন আপনি লাভবান হবেন তেমনি ভাবে ফেসবুকও লাভবান হবে। আর, এই জন্যই ফেসবুক অ্যাডস মানুষের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে। 

▶▶ আরো পড়ুন ঃ 

আশাকরি আজকের এই পোস্টটি থেকে আপনি ফেসবুক অ্যাড সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পেয়েছেন। আপনি ফেসবুক এডভার্টাইজার কিংবা ব্যবসায়ী যাই হোন না কেন আজকের পোস্টটি থেকে আপনারা দুই ধরনের অভিজ্ঞতাই নিতে পারবেন। এছাড়া আপনার যদি ফেসবুক অ্যাড নিয়ে আর কোনো রকমের প্রশ্ন থাকে কিংবা আপনি যদি কিছু না বুঝে থাকেন তাহলে আপনি আমাদের কমেন্ট করে জানাবেন।

লেখকের শেষ কথা

প্রিয় পাঠক আজকের পোস্টে আমি আপনাকে ফেসবুক বিজ্ঞাপন প্লাটফর্ম হিসেবে কেমন, কিভাবে ফেসবুক অ্যাড কাজ করে, কোন ধরণের অ্যাড ফেসবুকে দেওয়া যায়, কোন অ্যাডের ভেলু কেমন এই নিয়ে বিস্তারিত জানিয়েছি। এছাড়া ফেসবুকে অ্যাড প্রচারণা চালানোর সময় আপনাকে ফেসবুক অ্যাড পলিসি সম্পর্কে জানতে হবে। পলিসি না মেনে অ্যাড রান করলে আপনার অ্যাড একাউন্ট নষ্ট হয়ে যেতে পারে।

সুতরাং, আপনি যদি আপনার ব্যবসা সামলাতেই ব্যস্ত হয়ে থাকেন, তাহলে আপনার ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট দায়ভার দিতে পারেন আমাদের উপর। আমাদের সাথে যোগাযোগ করুন এখানে চাপ দিয়ে। ধন্যবাদ সবাইকে

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফিউচার ড্রীম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url