SSC বাংলা ১ম পত্র (MCQ) উত্তর | দিনাজপুর বোর্ড | ২০২৪ | বাংলা সাহিত্যে


মাধ্যমিক (SSC) বাংলা ১ম পত্র (MCQ) উত্তর দিনাজপুর বোর্ড ২০২৪

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের বাংলা ১ম পত্র পরীক্ষার (MCQ) প্রশ্নের উত্তর পত্র সংগ্রহ করে দিয়েছি। তোমরা যারা মাধ্যমিক (SSC) পরীক্ষার্থী সকলেই চাইলে আমাদের ওয়েব সাইটটি ফলো আপে রাখতে পার। প্রতিদিন পরীক্ষা শেষ হওয়ার পর পরই তোমার তোমাদের (MCQ) প্রশ্নের উত্তর সমূহ আমাদের ওয়েব সাইটে দেখতে পাবে। আশাকরি আগামীকাল থেকে আমরা সকল বোর্ডের (MCQ) প্রশ্নের উত্তর সমূহ একসাথে সংগ্রহ করে দিতে পারব। এছাড়াও তোমরা তোমাদের প্রশ্ন, মন্তব্য যা ইচ্ছা কমেন্ট করে আমাদের জানাতে পার।

কোনো ভুল ত্রুটি থাকলে আমাদের যোগাযোগ পেইজে গিয়েও আমাদের সাথে যোগাযোগ করতে পারবে।

বাংলা ১ম পত্র । দিনাজপুর বোর্ড । ২০২৪ । বাংলা সাহিত্য

1.আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে বিস্মৃতির অতল গর্ভে তলিয়ে যাচ্ছে কোনটি?

  • ছড়া
  • প্রবাদ
  • উপকথা
  • পল্লিগান


2.'সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না।'-এর কারণ কী?

  • শারীরিক প্রতিবন্ধকতা
  • নবযৌবনে পদার্পণ
  • সুশিক্ষার অভাব
  • আত্মসম্মানবোধের জাগরণ


3.স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে 'সালেহ আহমেদ' ছদ্ম নামে কে খবর পড়তেন?

  • আলমগীর কবির
  • আলী যাকের
  • কামরুল হাসান
  • হাসান ইমাম


4."রুখে দিচ্ছে শত্রুর গতি। বুকের ভেতর ধরে রেখেছে মুক্তিযুদ্ধ।" উক্তিটিতে প্রকাশ পেয়েছে বুধার-

i. বীরত্ব

ii. সাহস

iii. মুক্তির আকাঙ্ক্ষা

নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii


5.'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় কপালে কব্জিতে লালসালু বেঁধে কে ছুটে এসেছিল?

  • করুণ কেরানি
  • উলঙ্গ কৃষক
  • শিশু পাতা-কুড়ানিরা
  • লোহার শ্রমিক


6."মা যদি বলতেন খোকা উঠে আয়- তবে পরদিন থেকে সে আর আসত না" মমতাদির না আসার কারণ হতে পারত-

i. চক্ষুলজ্জা 

ii. অপমানিত বোধ করা 

iii. আত্মসম্মানবোধ

নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii


7.কতসালে সূর্যাস্ত আইন প্রণীত হয়?

  • ১৭৯০ সালে
  • ১৭৯১ সালে
  • ১৭৯২ সালে
  • ১৭৯৩ সালে


8.'সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন'-'বঙ্গবাণী' কবিতায় 'সেই বাক্য' বলতে কী বোঝানো হয়েছে?

  • বাংলা ভাষাকে
  • সংস্কৃত ভাষাকে
  • সকল ভাষাকে
  • আরবি-ফারসি ভাষাকে


9."আমি কি বকরি-ঈদের গরু-ছাগল নাকি"-তাহেরার এই উক্তিতে কী প্রকাশ পেয়েছে?

  • প্রতিবাদ
  • অসহায়ত্ব
  • হতাশা
  • বিরক্তি


10.আমার পরিচয়' কবিতায় কবি আমাদের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের পরিচয় দিতে কোন অনুষঙ্গটি ব্যবহার করেছেন? 

  • বরেন্দ্র ভূমের সোনা মসজিদ
  • পাহাড়পুরের বৌদ্ধবিহার
  • জোড়-বাংলার মন্দির-বেদি
  • পালযুগ নামের চিত্রকলা


11.বুধার মতে রাতের বেলা সেপাইগুলো বাঙ্কারে শুয়ে কী দেখবে?

  • গোলাগুলি
  • শত্রুর গতিবিধি
  • আকাশের তারা
  • হাউইবাজি


12."এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা কর"-এ উক্তিতে হযরত মুহম্মদ (সঃ) এর কোন গুণটি প্রকাশ পেয়েছে?

  • সহনশীলতা
  • উদারতা
  • মহানুভবতা

  • বিচক্ষণতা


13.'আশা' কবিতায় কোথায় মানুষ নির্ভাবনায় ঘুমিয়ে থাকে?

  • কান্না-হাসির অন্তরালে
  • যেথায় তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে
  • প্রতিবেশীর আঁধার ঘরে
  • জীর্ণ বেড়ার ঘরে


14."তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা" কবিতায় কার ফুসফুস এখন পোকার দখলে?

  • হরিদাসীর
  • মতলব মিয়ার
  • সগীর আলীর
  • রুস্তুম শেখের


15.উপন্যাসে উপস্থাপিত কাহিনিকে কী বলা হয়?

  • আখ্যানভাগ
  • উপকাহিনি
  • ভাষার ভঙ্গি
  • বলার ভঙ্গি


16.'এই বলে মোর নাম খ্যাত হোক 

আমি তোমাদেরই লোক।'

-পঙক্তিটির ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি?


  • আমি যে এসেছি জয়বাংলার বজ্রকণ্ঠ থেকে
  • সবাই অধীর আগ্রহে প্রতীক্ষা করছে তোমার জন্যে। হে স্বাধীনতা
  • গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি
  • খোদার কসম আমি ভিনদেশি পথিক নই


17.দস্যুর ভয়ের চেয়েও রানার সূর্য উঠাকে বেশি ভয় পায় কেন?

  • চাকরি হারানোর জন্য
  • দায়িত্ববোধের কারণে
  • ডাক না পাওয়ার ভয়ে।
  • বাড়ি ফেরার তাড়া থাকায়


18.খোদেজার বুক কাঁপে কেন?

  • জমিদারি হারানোর ভয়ে
  • স্বামীর অসুস্থতার কথা শুনে
  • হাশেম তাহেরাকে বিয়ে করতে চায় বলে
  • তাহেরা পীর সাহেবের মুখের ওপর কথা বলেছে বলে


19.'প্রবাস বন্ধু' রচনায় দুম্বার মাংসের গামলায় কোনটিকে লেখকের চোখে অপাঙ্ক্তেয় মনে হয়েছে?

  • আলু
  • বাদাম
  • কিসমিস
  • মাংস


20.বিরহিনী ডাক ডাকিতেছে ঝুরি'ঝুরি'—বলতে 'পল্লিজননী' কবিতায় কোন পাখির কথা বোঝানো হয়েছে?

  • বাদুড়
  • কানাকুয়ো
  • ডাহুক
  • হুতুম


21.'সাহসী জননী বাংলা' কবিতায় 'তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি নয় মাসে' বলতে কবি কী বুঝিয়েছেন?

  • প্রতিশোধ
  • প্রতিরোধ
  • প্রতিহিংসা
  • প্রতিবাদ


22.'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধ মতে আজ আমাদের এত অধঃপতনের কারণ কী?

  • ব্যক্তিকে প্রাধান্য দেওয়া
  • মেহনতি মানুষদের প্রতি অবহেলা
  • স্বপ্নরাজ্যে বিচরণ
  • গণজাগরণের অভাব


23.'ভ্যালা হলো দেখি লেঠা'-এ কথায় মোল্লা সাহেবের চরিত্রের কোন দিকটি প্রকাশ পায়?

  • বিরক্তি
  • ঘৃণা
  • নিষ্ঠুরতা
  • অসহযোগিতা


24.মহাকাব্যের মূল লক্ষ্য কী?

  • গল্পবলা
  • যুদ্ধবিগ্রহের বর্ণনা
  • আয়তনের বিশালতার প্রকাশ
  • অতিশয় দীর্ঘ কবিতা তৈরি


নিচের উদ্দীপকটি পড়ে নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:

'বহুদিন পরে মনে পড়ে আজি পল্লিমায়ের কোল ঝাউশাখে যেথা বনলতা বাঁধি হরষে খেয়েছি দোল।'


25.উদ্দীপকের কবিতাংশটি তোমার পঠিত কোন কবিতার ভাবকে ধারণ করেছে?

  • পল্লিজননী
  • কপোতাক্ষ নদ
  • সেই-দিন এই মাঠ
  • আমি কোনো আগন্তুক নই


26.উক্ত ভাব যে চরণে প্রতিফলিত হয়েছে-

  • কোনদিন সে যে মায়েরে না বলে গিয়েছিল দূরবনে
  • পৃথিবীর এসব গল্প বেঁচে রবে চিরকাল
  • আমি স্বাপ্নিক নিয়মে এখানেই থাকি
  • কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে


নিচের উদ্দীপকটি পড়ে নিচের ২টি প্রশ্নের উত্তর দাও :

ফুলের গন্ধে ঘুম আসে না, তাইতো জেগে রই রাত্রি হলো মাগো আমার কাজলা দিদি কই?


27.উদ্দীপকে প্রকাশিত ভাব 'আম-আঁটির ভেঁপু' গল্পের কোন দিকটিকে তুলে ধরে?

  • মানুষের চিরায়ত শৈশব
  • ভাই-বোনের সম্পর্ক
  • গ্রাম বাংলার প্রকৃতি
  • মা-বাবার শাশ্বত রূপ


28.উদ্দীপকে 'আম-আঁটির ভেঁপু' গল্পের যে দিকটি অনুপস্থিত-

i. দারিদ্র্যের চিত্র

ii. দুরন্তপনা

iii. প্রকৃতি ঘনিষ্ঠতা

নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii


নিচের উদ্দীপকটি পড়ে নিচের ২টি প্রশ্নের উত্তর দাও :

রাহেলা বেগম স্বামী ও শাশুড়ির অনেক অত্যাচার সহ্য করে। তবুও সন্তানের টানে এই সংসারে পড়ে আছে।

29.উদ্দীপকের রাহেলা বেগমের সাথে নিচের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?

  • কাঙালির মা
  • বাড়ির লক্ষ্মী বউটি
  • মমতাদি
  • সর্বজয়া


30.উক্ত সাদৃশ্যের কারণ-

i. অসহায়ত্ব

ii. সংসারের মায়া

iii. দায়িত্ববোধ

নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফিউচার ড্রীম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url