SSC বাংলা ১ম পত্র (MCQ) উত্তর। ঢাকা বোর্ড | ২০২৪ | বাংলা সাহিত্যে


মাধ্যমিক (SSC) বাংলা ১ম পত্র (MCQ) উত্তর ঢাকা বোর্ড ২০২৪

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের বাংলা ১ম পত্র পরীক্ষার (MCQ) প্রশ্নের উত্তর পত্র সংগ্রহ করে দিয়েছি। তোমরা যারা মাধ্যমিক (SSC) পরীক্ষার্থী সকলেই চাইলে আমাদের ওয়েব সাইটটি ফলো আপে রাখতে পার। প্রতিদিন পরীক্ষা শেষ হওয়ার পর পরই তোমার তোমাদের (MCQ) প্রশ্নের উত্তর সমূহ আমাদের ওয়েব সাইটে দেখতে পাবে। আশাকরি আগামীকাল থেকে আমরা সকল বোর্ডের (MCQ) প্রশ্নের উত্তর সমূহ একসাথে সংগ্রহ করে দিতে পারব। এছাড়াও তোমরা তোমাদের প্রশ্ন, মন্তব্য যা ইচ্ছা কমেন্ট করে আমাদের জানাতে পার।

কোনো ভুল ত্রুটি থাকলে আমাদের যোগাযোগ পেইজে গিয়েও আমাদের সাথে যোগাযোগ করতে পারবে।

বাংলা ১ম পত্র । ঢাকা বোর্ড । ২০২৪ । বাংলা সাহিত্য

1.কোন শ্রেণির নাটক দর্শক হৃদয়ে ভয় ও করুণা প্রশমিত করে করুণ রসের আনন্দ সৃষ্টি করে?

  • কমেডি
  • ট্র্যাজেডি
  • প্রহসন
  • নৃত্যনাট্য


2.'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে বর্ণিত কোন ঘটনা মহানবীর রাজনৈতিক দূরদর্শিতার পরিচায়ক?

  • হিজরত
  • মক্কা বিজয়
  • হুদায়বিয়ার সন্ধি
  • অন্ধব্যক্তির প্রতি আচরণ


3.বাঙালির হাতে কী উঠেছে?

  • গ্রেনেড
  • কাস্তে
  • কার্তুজ
  • লাঠি


4.'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কবির গায়ে কী লেগে আছে?

  • শিশির
  • ধানের মঞ্জরী
  • জমিনের ফুল
  • মাটির সুবাস


5.পিজরাপোলের আসামির ন্যায় কোনটি?

  • টিনের বাঁশি
  • কাঠের ঘোড়া
  • নাটাফল
  • খাপরাগুলি


6.অশিক্ষিত দারিদ্র মানুষ সবসময় জীবনচিন্তার নিগড়ে বন্দি থাকে। এখানে জীবনচিন্তা কথাটির সাথে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের কোন কথাটির মিল রয়েছে?

  • মুক্তির চিন্তা
  • শিক্ষা চিন্তা
  • অর্থচিন্তা
  • বস্ত্রচিন্তা


7.তাতে কত প্রেম, কত আনন্দ, কত সৌন্দর্য, কত তত্ত্বজ্ঞান ওতপ্রোতভাবে জড়িয়ে আছে - কীসে?

  • পল্লিগান
  • ছড়া
  • প্রবাদ-প্রবচন
  • খনার বচন


8.'হরফন-মৌলা' বলতে কী বোঝানো হয়েছে?

  • সকল কাজ পণ্ডকারী
  • মৌলা সকল কাজে ওস্তাদ
  • সকল কাজে দালালি
  • সকল কাজের কাজি


9.'পল্লিজননী' কবিতায় কোনটিকে অকল্যাণ বলা হয়েছে?

  • বাদুড়
  • হুতুম
  • কানাকুয়ো
  • জোনাকি


10.'গণসূর্যের মঞ্চ' বলতে কেমন মঞ্চ বোঝানো হয়েছে?

  • বিপ্লবী
  • উদ্দীপ্ত
  • আলোকিত
  • আলোচিত


11.বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন দেয় কেন?

  • প্রতিহিসংসায়
  • প্রতিশোধ নিতে
  • ব্যক্তিস্বার্থে
  • ফুলকলিকে বাঁচাতে


12.ধর্মীয় কুসংস্কার ও সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীকী চরিত্র কোনটি?

  • বহিপীর
  • হাতেম
  • হাশেম
  • হকি কুল্লাহ্


13.ক্ষুদিরামকে কেন ফাঁসি দেওয়া হয়?

  • সমাজ বিরোধী আন্দোলনের জন্য
  • চট্টগ্রামের স্বাধীনতার ঘোষণার জন্য
  • নীল বিদ্রোহে জড়িত থাকার জন্য
  • ব্রিটিশবিরোধী আন্দোলনের জন্য


14.রানারের দুঃখ কেবল জানবে পথের-

  • লোক
  • তৃণ
  • ধুলা
  • বৃক্ষ


15.বুধা বোলতার ডাককে কীসের সঙ্গে তুলনা করে?

  • কুন্তির মধুর বচন
  • আহাদ মুনসীর হুংকার
  • চাচির কণ্ঠস্বর
  • মাইন বিস্ফোরণের শব্দ


16.রহমান সাহেব সন্তানের লেখাপড়ার খরচ নিয়ে বিপর্যস্ত। তাই বিশ্বস্ত নিকট আত্মীয়ের কাছে টাকা ধার চায়। সেখানে নিরাশ হলে সে দুশ্চিন্তাগ্রস্ত হয়।


উদ্দীপকে দুশ্চিন্তার কারণ 'বহিপীর' নাটকে কোন বাক্যটির সাথে সাদৃশ্যপূর্ণ?

  • বহিপীরের তাহেরাকে না পাওয়া
  • হাতেম আলির টাকা ধার না পাওয়া
  • হাশেম আলির প্রেস ব্যবসা না হওয়া
  • হাতেম আলির জমিদারি নিলামে ওঠা


17.মানুষের মনকে সরল, সচল, সরাগ ও সমৃদ্ধ করার ভার কীসের উপর ন্যস্ত হয়েছে?

  • সাহিত্যের
  • শিক্ষার
  • জ্ঞানের
  • বিজ্ঞানের


18.মমতাদির নিঃসংকোচ আবেদন বলতে কোন আবেদনকে বোঝানো হয়েছে?

  • দ্বন্দ্বমুক্ত
  • দ্বিধামুক্ত
  • সংকোচহীন
  • সরল


19.'বঙ্গবাণী' কবিতাটি কোন শতকে রচিত?

  • ষোড়শ
  • সপ্তদশ
  • অষ্টদশ
  • উনবিংশ


20.রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই মুক্তিযোদ্ধা কে?

  • তেজি তরুণ
  • সাহসী জেলে
  • জোয়ান কৃষক
  • দক্ষমাঝি


21.বুধা বুকের ভেতর কী ধরে রেখেছে?

  • প্রতিশোধ
  • দেশপ্রেম
  • মুক্তিযুদ্ধ
  • আত্মবিশ্বাস


22.'সাবাস মেয়ে তুমি'। খোদেজা তাহেরাকে এ কথাটি কেন বলেছে?

  • ঘর ছেড়ে পালিয়েছিল বলে
  • বহিপীরের স্ত্রী হতে পেরেছে বলে
  • আত্মহত্যা করতে চেয়েছিল বলে
  • বিপদে পড়েও ভেঙে পড়েনি বলে


নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও

তামিম সাহেব বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। কবিতা চর্চা তার নেশা। রাজনীতি না করলেও শেষ পর্যন্ত তিনিও মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন।


23.উদ্দীপকে তামিম 'একাত্তরের দিনগুলি' রচনায় যাদের প্রতিনিধিত্ব করে -

  • শিল্পী-বুদ্ধিজীবী
  • কৃষক-শ্রমিক
  • ছাত্র-জনতা
  • জেলে-মাঝি


24.প্রতিনিধিত্বকারী চরিত্রে ফুটে ওঠে- 

i. জাতীয়তাবোধ 

ii. স্বাধীকার চেতনা 

iii. দেশাত্ববোধ 

নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii


নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও

হিন্দু-মুসলিম-বৌদ্ধ, 

খৃস্টান দেশ মাতা এক সকলের -


25.উদ্ধৃতাংশে 'পয়লা বৈশাখ' প্রবন্ধের যে দিকটি প্রতিফলিত হয়েছে- 

i. অসাম্প্রদায়িক চেতনা 

ii. ধর্ম নিরপেক্ষ চেতনা 

iii. ঐতিহ্য চেতনা 

নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii


26.উক্ত প্রতিফলিত দিকটির সাথে নিচের কোন বাক্যটির সাদৃশ্য রয়েছে?

  • নববর্ষের ঐতিহ্য সুপ্রাচীন
  • নববর্ষ বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব
  • পয়লা বৈশাখ একটি সার্বজনীন উৎসব
  • নববর্ষের ইতিহাস গৌরবমণ্ডিত


নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও

অবসাদে ঘুম নেমে এলে 

আবার দেখেছি সেই ঝিকিমিকি শবরী তিতাস 

কী গভীর জলধারা ছড়াল হৃদয়ে আমার।


27.উদ্দীপকে 'কপোতাক্ষ নদ' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে?

  • নদীর প্রতি অনুরাগ
  • স্বদেশপ্রেম
  • স্মৃতিকাতরতা
  • নদীর প্রতি মিনতি


28.ফুটে উঠা দিকটি প্রকাশ পেয়েছে যে চরণে- 

i. সতত তোমার কথা ভাবি এ বিরলে 

ii. জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে 

iii. বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে 

নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii


নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও

আমরা শক্তি, আমরা বল 

আমরা ছাত্রদল 

মোদের পায়ের তলায় মূর্ছে তুফান 

ঊর্ধ্বে বিমান ঝড়-বাদল


29.উদ্দীপকের ভাবটি কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

  • মানুষ
  • আমার পরিচয়
  • রানার
  • জীবন-সঙ্গীত


30.উক্ত কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হলো- 

i. সংগ্রাম করে টিকে থাকা 

ii. সন্ন্যাসী হওয়া

iii. জীবন সাধনা করা 

নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফিউচার ড্রীম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url