COVID-19: Symptom and Prevention paragraph 250 words with Bangla meaning
Write a paragraph on 'COVID-19: Symptom and Prevention' by answering the following questions: (a) What is COVID-19? (b) How is it caused? (c) What are the symptoms? (d) Which preventive measures can be taken against it? (e) Why is it difficult to treat the disease?
COVID-19: Symptom and Prevention
Ans. COVID stands for Corona Virus Disease; it is termed as novel coronavirus or COVID-19, since it first infected humans in 2019. This highly infectious disease is caused by a virus of corona family. People with COVID-19 may have a wide range of symptoms. These may appear in two to fourteen days after the exposure to the virus. The common signs include- fever, dry cough, tiredness, loss of taste or smell, muscle aches, headache, sore throat, runny nose, vomiting, diarrhea, etc. Some people may experience worsened symptoms, such as acute shortness of breath and pneumonia. Older people and those with underlying medical problems such as heart disease, diabetes, chronic respiratory disease, and cancer are more likely to develop serious illness. Unfortunately, there is no medicine or proven vaccine as specific treatments for COVID-19 until now, however, few are in the development stages. Preventive measures are the best ways to stay safe from COVID-19. The virus primarily spreads through physical contact and respiratory droplets. There are a few basic rules we should follow. While going out, we must wear face mask that covers our nose and mouth. We should thoroughly and regularly clean our hands with an alcohol-based hand rub or wash them with soap and water. We should avoid touching face, nose and eyes as virus can enter our body through them. Moreover, while sneezing or coughing, we should cover our face and nose with a tissue or by elbow. In addition to that, we should maintain social distance of minimum 3 feet. Anyone with the possible symptoms must be home quarantined (isolated) in order to avoid close contact with others. Therefore, staying safe from COVID-19 mostly depends on personal hygiene.
কোভিড-১৯: উপসর্গ ও প্রতিরোধ
COVID হল করোনা ভাইরাস ডিজীজ-এর সংক্ষিপ্ত রূপ; যেহেতু এটা ২০১৯ সালে প্রথমবারের মতো মানুষকে সংক্রমিত করে, তাই একে কোভিড-১৯ নামকরণ করা হয়। অত্যন্ত সংক্রামক এই রোগটি করোনা পরিবারভূক্ত একটি ভাইরাসের কারণে হয়ে থাকে। কোভিড-১৯ আক্রান্ত মানুষের বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিতে পারে। ভাইরাস দ্বারা সংক্রমিত হওয়ার ২-১৪ দিনের মধ্যে লক্ষণ দেখা দিতে পারে। সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, শুকনো কাশি, ক্লান্তিভাব, স্বাদ ও গন্ধ না পাওয়া, পেশী ব্যথা, মাথা ব্যথা, গলা ব্যথা, নাক দিয়ে পানি পড়া, বমি, ডায়রিয়া ইত্যাদি। কারো কারো গুরুতর উপসর্গ দেখা দিতে পারে, যেমন- প্রচণ্ড শ্বাসকষ্ট ও নিউমোনিয়া। বয়স্ক ও মারাত্মক স্বাস্থ্য সমস্যা যেমন- হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট ও ক্যান্সার ইত্যাদিতে আক্রান্ত ব্যক্তিদের গুরুতরভাবে অসুস্থ হওয়ার ঝুঁকি রয়েছে। দুর্ভাগ্যবশত, কোভিড-১৯ এর সুনির্দিষ্ট চিকিৎসা হিসেবে এখন পর্যন্ত কোনো ওষুধ বা প্রমাণিত টীকা নাই, যদিও কয়েকটি উন্নয়নের পর্যায়ে রয়েছে। প্রতিরোধমূলক ব্যবস্থাই কোভিড-১৯ থেকে বাঁচার সর্বোৎকৃষ্ট পন্থা। করোনা ভাইরাস প্রধানত সংস্পর্শ ও শ্বাস-প্রশ্বাসের জলকণার মাধ্যমে ছড়ায়। কিছু সাধারণ নিয়ম আমাদের অনুসরণ করা উচিত। বাইরে বেড়োনোর সময় আমাদেরকে ফেস মাস্ক পড়তে হবে যেটি আমাদের নাক ও মুখ ঢেকে রাখবে। অ্যালকোহল সমৃদ্ধ হ্যান্ড রাব বা সাবান-পানি দিয়ে নিয়মিত ও ভালো করে আমাদের হাত পরিষ্কার করতে হবে। আমাদের মুখ, নাক ও চোখ স্পর্শ করা পরিহার করতে হবে, কেননা এগুলো দিয়ে ভাইরাস আমাদের দেহে প্রবেশ করতে পারে। । অধিকন্তু, হাঁচি-কাশি দেওয়ার সময় আমাদের মুখমন্ডল ও নাক টিস্যু বা কনুই দিয়ে ঢেকে রাখা উচিত। তাছাড়াও, আমাদের কমপক্ষে ৩ ফুট সামাজিক দূরত্ব বজায় রাখা উচিত। সম্ভাব্য লক্ষণ রয়েছে এমন ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে (আলাদা) রাখতে হবে যাতে অন্যরা তার সংস্পর্শে আসতে না পারে। অতএব, কোভিড-১৯ থেকে সুরক্ষিত থাকা অধিকাংশে ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর নির্ভর করে।
সবগুলো Paragraph একসাথে দেখতে এখানে চাপ দিন Click Here
ফিউচার ড্রীম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url