SSC বাংলা ১ম পত্র (MCQ) উত্তর | বরিশাল বোর্ড | ২০২৪ | বাংলা সাহিত্যে


মাধ্যমিক (SSC) বাংলা ১ম পত্র (MCQ) উত্তর বরিশাল বোর্ড ২০২৪

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের বাংলা ১ম পত্র পরীক্ষার (MCQ) প্রশ্নের উত্তর পত্র সংগ্রহ করে দিয়েছি। তোমরা যারা মাধ্যমিক (SSC) পরীক্ষার্থী সকলেই চাইলে আমাদের ওয়েব সাইটটি ফলো আপে রাখতে পার। প্রতিদিন পরীক্ষা শেষ হওয়ার পর পরই তোমার তোমাদের (MCQ) প্রশ্নের উত্তর সমূহ আমাদের ওয়েব সাইটে দেখতে পাবে। আশাকরি আগামীকাল থেকে আমরা সকল বোর্ডের (MCQ) প্রশ্নের উত্তর সমূহ একসাথে সংগ্রহ করে দিতে পারব। এছাড়াও তোমরা তোমাদের প্রশ্ন, মন্তব্য যা ইচ্ছা কমেন্ট করে আমাদের জানাতে পার।

কোনো ভুল ত্রুটি থাকলে আমাদের যোগাযোগ পেইজে গিয়েও আমাদের সাথে যোগাযোগ করতে পারবে।

বাংলা ১ম পত্র । বরিশাল বোর্ড । ২০২৪ । বাংলা সাহিত্য

1.নিমগাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে কে চেয়ে রইলো?

  • কবি
  • কবিরাজ
  • বিজ্ঞ
  • জ্ঞানি


2.পল্লিসাহিত্য সম্পদের মধ্যে কোনটি অমূল্য রত্ন বিশেষ?

  • ছড়া
  • প্রবাদ
  • পল্লিগান
  • উপকথা


3.বহিপীরের প্রথম স্ত্রীর ইন্তেকাল হয় কত বছর আগে?

  • ১৪
  • ১৬
  • ১৮
  • ২০


4.'তোকে দেখে আমাদের সাহস বেড়ে গেছে।' আলীর এ কথায় কী প্রকাশ পেয়েছে?

  • সাহসিকতা
  • প্রতিশোধ স্পৃহা
  • মনোবলের দৃঢ়তা
  • কর্মক্ষমতা


5.ও রে কে আছিস রে, এখানে একটু গোবরজল ছড়িয়ে দে! এ কথা দ্বারা কী বোঝানো হয়েছে?

  • নীচু শ্রেণির অবস্থা
  • সামন্ত শ্রেণির দৌরাত্ম্য
  • পরিচ্ছন্নতার লক্ষণ
  • প্রচলিত রীতিনীতি


6.'বাংলা নববর্ষ উৎসব আজ আমাদের জাতীয় চৈতন্যের ধারক।'এখানে' চৈতন্যের ধারক' বলতে কী বোঝানো হয়েছে?

  • জাগরণের উন্মেষ
  • বর্ণবাদী চেতনা
  • সাংস্কৃতিক বৈচিত্র্য
  • সাম্প্রদায়িক সম্প্রীতি


7.'অর্থ চিন্তার নিগড়ে সকলে বন্দি'—বলতে কোনটি বোঝানো হয়েছে?

  • স্বার্থপরতা
  • মনুষ্যত্বের চিন্তা
  • সম্পদের মোহে অন্ধ
  • অন্নবস্ত্রের ব্যবস্থা


8.পৃথিবীটা কালো ধোঁয়া মনে হয় কেন?

  • মাটি ঘামে ভেজায়
  • ঘরেতে অভাব থাকায়
  • রাত নির্জন হওয়ায়
  • আলোর স্পর্শের অভাবে


9.ছোট মেয়েটির নাম সুভাষিণী রাখে কে?

  • হরিহর
  • প্রতাপ
  • নীলমণি
  • বানীকণ্ঠ


10.'নিয়তি' গল্পে লেখকের কোন সময়ের স্মৃতি উঠে এসেছে?

  • যৌবন
  • কৈশোর
  • প্রৌঢ়
  • শৈশব


11.আহাদ মুন্সির বড় ছেলের নাম কী?

  • মিঠু
  • আলী
  • শাহাবুদ্দিন
  • মতিউর


12.কাঙ্গালীর মায়ের মৃতদেহ সৎকারের কাঠ জোগাড় করতে না পারার কারণ- 

i. দরিদ্রতা

ii.উচু শ্রেণির নিষ্ঠুরতা 

iii. জাতি বৈষম্য 

নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii


13.বুধা কাকে ভীতুর ডিম বলেছে?

  • ফুল কলি
  • নোলক বুয়া
  • কুস্তি
  • রানি


14.নাটকের প্রাণ বলা হয় কোনটি?

  • সংলাপ
  • দৃশ্য
  • চরিত্র
  • অঙ্ক


15.আমাদের দেশে জনশক্তি বা গণতন্ত্র গঠিত না হওয়ার কারণ কী?

  • বর্ণ বৈষম্য
  • আভিজাত্যের অহংকার
  • শ্রমজীবীদের উপেক্ষা
  • জাগরণের অভাব


16."আর কি হে হবে দেখা"-চরণ দ্বারা কোনটি বোঝানো হয়েছে?

  • নদকে দেখার তীব্র আকাঙ্ক্ষা
  • স্বদেশের প্রতি গভীর উপলব্ধি
  • অন্তরের আকুল আঁকুতি
  • স্বদেশের প্রতি অনুশোচনা


17.বুদ্ধিজীবী ও শিল্পীরা কীসের মুখে সই দিতে বাধ্য হয়েছেন?

  • বেয়নেট
  • কার্তুজ
  • খুরপি
  • গ্রেনেড


18."ভগ্নস্তূপের মধ্যে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করল একটা কুকুর"। এই আর্তনাদে নিচের কোনটি প্রকাশ পেয়েছে?

  • প্রতিশোধ গ্রহণে বাঙ্গালীর অপারগতা
  • পাকিস্তানীদের প্রতি ঘৃণা
  • পাক হানাদারদের বিরুদ্ধে প্রতিশোধ
  • মুক্তিবাহিনীর জাগরণ


19.সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি উর্বর প্রদেশ কোনটি?

  • মদিনা
  • মক্কা
  • তায়েফ
  • হোদায়বিয়া


20.'বহিপীর' নাটকের অপ্রধান চরিত্র কোনটি?

  • হাতেম আলী
  • হকিকুল্লাহ
  • হাশেম আলী
  • বহিপীর


21."বুকে চাপা মৃতের আগুন" বলতে কী বোঝানো হয়েছে?

  • নৃশংসতার ভয়াবহতা
  • মুক্তিবাহিনীর বীরত্ব গাঁথা
  • প্রতিশোধের উন্মাদনা
  • হানাদারদের প্রতিরোধ


22."শিয়রে বসিয়া মনে মনে মাতা গণিছে ছেলের আয়ু" চরণটিতে কী প্রকাশ পেয়েছে?

  • ছেলের মুমূর্ষু অবস্থা
  • ছেলে হারানোর আশঙ্কা
  • অফুরন্ত সন্তানবাৎসল্য
  • সন্তানের রোগমুক্তির চিন্তা


23."আমিও তোমার সঙ্গে যুদ্ধ করব"-কথাটি কার?

  • বুধা
  • আলী
  • কুন্তি
  • রানি


24.কোথায় মানুষেরা নির্ভাবনায় ঘুমিয়ে থাকে?

  • আঁধার ঘরে
  • কান্না-হাসির জগতে
  • জীর্ণ বেড়ার ঘরে
  • ছোট্ট কুঠিরে


নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও

মিনা নিয়মিত লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করে। কিন্তু তানিয়া মনে করে, লাইব্রেরিতে অন্য বই পড়লে সময় নষ্ট হবে, ক্লাসে প্রথম হওয়া যাবে না।


25.উদ্দীপকে মিনার কাজে 'বইপড়া' প্রবন্ধের কোন দিকটি প্রকাশিত হয়েছে?

  • স্বশিক্ষিত হওয়া
  • শখ পূরণ
  • ঐশ্বর্য সন্ধান
  • মনোবল বাড়ানো


26.উদ্দীপকের তানিয়ার মতো মানুষেরা -

i. লাইব্রেরির গুরুত্ব অনুভব করে না 

ii. নিজের উপর নিজের বিশ্বাস নেই 

iii. সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে সন্দিহান 

নিচের কোনটি সঠিক?

  • i
  • i ও ii
  • i ও iii
  • i, ii ও iii


নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও

স্বাধীনতা যুদ্ধে প্রতিটি মুক্তিযোদ্ধা প্রাণ ভয় না করে জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করেছেন। তারা মনে করেন শত্রুর হাত থেকে প্রাণ বাঁচিয়ে চলে যাবার থেকে দেশের জন্য শহীদ হওয়াটা অনেক গর্বের।


27.উদ্দীপকের ভাবনার সাথে সাদৃশ্যপূর্ণ পংক্তি কোনটি?

  • মানব জনম সার, এমন পাবেনা আর।
  • দারা পুত্র পরিবার, তুমি কার কে তোমার।
  • করোনা সুখের আশ, পরোনা দুখের ফাঁস।
  • কর যুদ্ধ বীর্যবান, যায় যাবে যাক প্রাণ।


28.উদ্দীপকের সাথে সাদৃশ্যের অন্তর্নিহিত কারণ- 

i. সাহস 

ii. মনোবল 

iii. দক্ষতা 

নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii


নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও

"সব লোকে কয় লালন কী জাত সংসারে, 

লালন কয় জাতের কীরূপ দেখলামনা এনজরে।"


29.উদ্দীপকের ভাবের সাথে সাদৃশ্য রয়েছে যে চরণের-

  • তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবী
  • মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান
  • ও মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়
  • তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়!


30.উদ্দীপক ও 'মানুষ' কবিতায় প্রকাশ পেয়েছে- 

i. অসাম্প্রদায়িকতা 

ii. সাম্যবাদ 

iii. মানুষের শ্রেষ্ঠত্ব 

নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফিউচার ড্রীম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url