SSC বাংলা ২য় পত্র MCQ সমাধান ময়মনসিংহ বোর্ড ২০২৪
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের বাংলা ২য় পত্র পরীক্ষার MCQ নৈব্যক্তিক প্রশ্নের সমাধান সংগ্রহ করে দিয়েছি। তোমরা যারা মাধ্যমিক (SSC) পরীক্ষার্থী সকলেই চাইলে আমাদের ফেসবুক পেইজটি ফলো করে রাখতে পার। এতে করে তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পর পরই ফেসবুক টাইমলাইনে প্রদত্ত পরীক্ষার নৈব্যক্তিক প্রশ্নের সমাধান পেয়ে যাবে সবার আগে। এছাড়া তোমরা তোমাদের প্রশ্ন, মন্তব্য যা ইচ্ছা কমেন্ট করে আমাদের জানাতে পার। আর হ্যা, তোমাদের কার কতটা নৈব্যক্তিক সঠিক হয়েছে তা কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে।
কোনো ভুল ত্রুটি থাকলে আমাদের যোগাযোগ পেইজে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে।
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি MCQ সমাধান ময়মনসিংহ বোর্ড ২০২৪
1.'বাংলাদেশ'কোন বিশেষ্য পদ?
- জাতি-বিশেষ্য
- নাম-বিশেষ্য ✅
- সমষ্টি-বিশেষ্য
- গুণ-বিশেষ্য
2.নিচের কোন বাক্যে বিধেয় বিশেষণ আছে?
- লোকটা পাগল ✅
- আধাকেজি চাল
- খুব ভালো খবর
- তৃতীয় প্রজনন্ম
3.ভূত, ভাবী এবং শর্ত কোন ক্রিয়ার উদাহরণ?
- অকর্মক ক্রিয়া
- অসমাপিকা ক্রিয়া ✅
- যৌগিক ক্রিয়া
- প্রযোজক ক্রিয়া
4.ভয়ে ভয়ে, চুপি চুপি-গঠন বিবেচনায় কোন ক্রিয়া বিশেষণ?
- ধরুনবাচক
- পদানু
- বহুপদী ✅
- কালবাচক
5.অনুসর্গকে কয়ভাগে ভাগ করা হয়?
- দুই ভাগে ✅
- তিন ভাগে
- চার ভাগে
- পাঁচ ভাগে
6.ছেলেটাকে চোখে চোখে রাখ। এখানে 'চোখে চোখে' কোন শব্দ দ্বিত্ব?
- অনুকার দ্বিত্ব
- বিভক্তিযুক্ত পুনরাবৃত্ত ✅
- ধ্বন্যাত্মক দ্বিত্ব
- সাধারণ দ্বিত্ব
7.প্রকৃতি-প্রত্যয় সাধিত সঠিক শব্দ কোনটি?
- চল্ + ইকু = চলিষ্ণু ✅
- প্রাণ+ ই = প্রাণী
- চাক্ + আই = ঢাকাই
- সল+ ঈল = সলিল
8.পদের অংশ কোনটি?
- প্রত্যয়
- উপসর্গ
- নির্দেশক
- অনুসর্গ ✅
9.'এ' বর্ণের উচ্চারণ কর রকমের?
- দুই ✅
- তিন
- চার
- পাঁচ
10.অর্থ নেই, কিন্তু অর্থের দ্যোতনা তৈরি করে-
- অনুসর্গ
- উপসর্গ ✅
- বিভক্তি
- প্রত্যয়
11.সঠিক সন্ধিবিচ্ছেদ নিচের কোনটি?
- বন+ ঔষধি = বনৌষধি
- শীত + আর্ত = শীতার্ত
- পরি+ঈক্ষা = পরীক্ষা ✅
- রবী+ ইন্দ্র = রবীন্দ্র
12.বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি?
- ৭ টি
- ৩২ টি
- ৩৭ টি ✅
- ৫০ টি
13.'তেহাই' কী ধরনের সংখ্যাবাচক শব্দ?
- সাধারণ পূরণবাচক
- গণনাবাচক
- ক্রমবাচক
- ভগ্নাংশ পুরণবাচক ✅
14.বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ?
- সংস্কৃত লিপি
- ব্রাহ্মীলিপি
- আর্য লিপি
- কুটিল লিপি ✅
15.বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ বচনা করেন কে?
- ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
- রাম মোহন রায় ✅
- বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
- রামচন্দ্র বিদ্যাবাগীশ
16.প্রত্যয় যোগে নারীবাচক শব্দ গঠিত হয়েছে নিচের কোনটিতে?
- বিধবা
- বেগম
- শ্রীমতী ✅
- মেয়ে
17.'বাদি' শব্দটি দ্বারা ফরিয়াদি বোঝালেও 'বাদী' শব্দটি দ্বারা কী বোঝানো হয়?
- চাকরানি
- মতাদর্শী ✅
- যথার্থ
- দেয়াল
18.বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে কোন যতিচিহ্নের ব্যবহার হয়?
- কমা
- কোলন
- ড্যাস
- হাইফেন ✅
19.নিচের কোন বাক্যটি ভাববাচ্যের?
- শরতে শিউলি ফোটে।
- চিঠিটা পড়া হয়েছে।
- আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।
- ওখানে কেন যাওয়া হলো? ✅
20.নিত্য অতীত কালের শ্রোতাপক্ষের সাধারণ রূপে ক্রিয়ার সাথে কোন বিভক্তি যুক্ত হয়?
- তাম
- তি
- ত
- তে ✅
21.নিচের কোনটি যৌগিক বাক্যের উদাহরণ?
- নিয়মিত সাঁতার কাটো, স্বাস্থ্য ভালো থাকবে। ✅
- সে এখানে এসে সব কথা খুলে বলল।
- যদি তুমি যাও, তবে তার দেখা পাবে।
- আমি পড়া শোনা শেষ করে খেলতে যাব।
22.একবচন শব্দের পরে কী যুক্ত হয়ে বহুবচন শব্দ তৈরি করে?
- লগ্নক ✅
- নির্দেশক
- বিভক্তি
- প্রত্যয়
23.বাক্যের মধ্যকার একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কী বলে?
- উদ্দেশ্যের প্রসারণ
- বাক্যাংশ
- বিধেয় কর্ম
- বর্গ ✅
24.'বল্লভ' শব্দটির প্রতিশব্দ নিচের কোনটি?
- স্বামী ✅
- তপন
- পানি
- সাগর
25.কোন কারকে ক্রিয়ায় উৎস নির্দেশ করা হয়?
- অধিকরণ
- সম্বন্ধ
- করণ
- অপাদান ✅
26.'সোনায় সোহাগা' বাগধারাটির সমার্থক বাগন্ধারা হলো-
- মানিক জোড়
- সোনার পাথর বাটি
- মনিকাঞ্চন যোগ ✅
- একাদশে বৃহস্পতি
27.যদি বৃষ্টি হতো, সবাই মিলে খিচুড়ি খেতাম। ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগে বাক্যটি কোন কালের?
- সাধারণ ভবিষ্যৎ
- সাধারণ বর্তমান
- সাধারণ অতীত ✅
- ঘটমান বর্তমান
28.নিচের কোন বাক্যে অলঙ্কার আবেগ আছে?
- বাহ্! চমৎকার লিখেছ।
- আরে; তুমি আবার কখন এলে?
- যাকগে, ওসব কথা থাক। ✅
- বেশ, তবে যাওয়াই যাক।
29.গোলাপ নামের ফুল = গোলাপফুল কোন সমাসের উদাহরণ?
- দ্বন্দ্ব
- বহুব্রীহি
- তৎপুরুষ
- কর্মধারয় ✅
30.জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনিগুলো কয়ভাগে বিভক্ত?
- দুই ভাগে
- তিন ভাগে ✅
- চার ভাগে
- পাঁচ ভাগে
অন্যান্য বোর্ড দেখুন:
- ঢাকা বোর্ড ২০২৪ বাংলা ২য় পত্র MCQ সমাধান Click Here
- বরিশাল বোর্ড ২০২৪ বাংলা ২য় পত্র MCQ সমাধান Click Here
- দিনাজপুর বোর্ড ২০২৪ বাংলা ২য় পত্র MCQ সমাধান Click Here
- চট্টগ্রাম বোর্ড ২০২৪ বাংলা ২য় পত্র MCQ সমাধান Click Here
ফিউচার ড্রীম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url