SSC বাংলা ২য় পত্র MCQ সমাধান দিনাজপুর বোর্ড ২০২৪


SSC বাংলা ২য় পত্র MCQ সমাধান

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের বাংলা ২য় পত্র পরীক্ষার MCQ নৈব্যক্তিক প্রশ্নের সমাধান সংগ্রহ করে দিয়েছি। তোমরা যারা মাধ্যমিক (SSC) পরীক্ষার্থী সকলেই চাইলে আমাদের ফেসবুক পেইজটি ফলো করে রাখতে পার। এতে করে তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পর পরই ফেসবুক টাইমলাইনে প্রদত্ত পরীক্ষার নৈব্যক্তিক প্রশ্নের সমাধান পেয়ে যাবে সবার আগে। এছাড়া তোমরা তোমাদের প্রশ্ন, মন্তব্য যা ইচ্ছা কমেন্ট করে আমাদের জানাতে পার। আর হ্যা, তোমাদের কার কতটা নৈব্যক্তিক সঠিক হয়েছে তা কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে। 

কোনো ভুল ত্রুটি থাকলে আমাদের যোগাযোগ পেইজে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে।

বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি MCQ সমাধান দিনাজপুর বোর্ড ২০২৪

1.'আরক্ত' শব্দে 'আ' উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে?

  • অপূর্ণ
  • ঈষৎ 
  • অভাব
  • বিপরীত


2.নিচের কোনটি কৃৎপ্রত্যয় সাধিত শব্দ?

  • বর্ধমান 
  • বুদ্ধিমান
  • জ্ঞানবান
  • দয়াবান


3.নিন্দা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে?

  • চোরা
  • ডিঙা
  • বেতো
  • জেঠামি 


4.'প্রাচী' শব্দের বিপরীত শব্দ কোনটি?

  • প্রতীচ্য
  • প্রতীচী 
  • প্রত্যক্ষ
  • প্রফুল্ল


5.'স্বর্ণ' শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?

  • কান্তিমান
  • কুন্তল
  • কনক 
  • সবিতা


6.নিচের কোন বাগধারাটির অর্থ 'বিশৃঙ্খল'?

  • কাছাঢিলা
  • নয়-ছয়
  • ঘোড়ার ডিম
  • জগাখিচুড়ি 


7.'গবাক্ষ' শব্দের দ্বারা জানালা বোঝালে অর্থের কী ধরনের পরিবর্তন হয়?

  • অর্থ বদল 
  • অর্থের অবনতি
  • অর্থের উন্নতি
  • অর্থসংকোচ


8.বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?

  • কোলন
  • ড্যাশ
  • হাইফেন 
  • সেমিকোলন


9.ফুলের গন্ধে ঘুম আসে না-এই বাক্যে 'ফুলের' কোন কারক?

  • অধিকরণ
  • সমৃদ্ধ 
  • অপাদান
  • কর্ম


10.যে বাক্যের ক্রিয়া-বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তাকে কোন বাচ্য বলে?

  • কর্তাবাচ্য
  • কর্মকর্তাবাচ্য
  • ভাববাচ্য 
  • কর্মবাচ্য


11.সাধারণ পূরণবাচকের নারীবাচক রূপের ব্যবহার আছে কোনটিতে?

  • পহেলা
  • তেহাই
  • দ্বাদশী 
  • আটাশে


12.নিচের কোনটি তুর্কি শব্দ?

  • দারোগা 
  • তোশক
  • উকিল
  • কলম


13.'ইত্তেফাক' কোন জাতীয় নাম বিশেষ্য?

  • স্থাননাম
  • কালনাম
  • ব্যক্তিনাম
  • সৃষ্টিনাম 


14.নির্দেশক সর্বনামের উদাহরণ কোনটি?

  • কেউ
  • এরা 
  • যে-সে
  • স্বয়ং


15."তাকে আসতে বললাম, তবু এল না-বাক্যটি কোন যোজক নির্দেশ করেছে?

  • বিরোধ যোজক 
  • বিকল্প যোজক
  • সাপেক্ষ যোজক
  • কারণ যোজক


16.মানী পক্ষের বহুবচনে কী লগ্নক ব্যবহৃত হয়?

  • আবলি
  • এরা
  • মালা
  • গণ 


17.ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কী বলা হয়?

  • প্রাকৃত ভাষা
  • আর্য ভাষা
  • উপভাষা 
  • ধ্রুপদি ভাষা


18.'বান্ধারা' নিয়ে আলোচনা করা হয়

  • অর্থতত্ত্বে 
  • ধ্বনিতত্ত্বে
  • রূপতত্ত্বে
  • বাক্যতত্ত্বে


19.পশ্চিমবঙ্গে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায়?

  • বরেন্দ্রি
  • রাঢ়ি 
  • কামরূপি
  • পূর্বি


20.অনুনাসিক স্বরধ্বনি উচ্চারণে কোটি নিচে নেমে আসে?

  • ওষ্ঠ
  • আলজিভ
  • আলজিভ
  • কোমল তালু 


21.নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি?

  • অ্যা 


22.তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ আছে কোন শব্দে?

  • কাকা
  • থালা
  • ঝড় 
  • ধান


23.কোনটি সাধিত শব্দ?

  • গাছ
  • মাছ
  • চাঁদ
  • সাংবাদিক 


24.নিচের কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?

  • রাজপথ
  • সেতার 
  • ঘিভাত
  • তেলেভাজা


25.নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি কোনটি?

  • কুলটা 
  • একাদশ
  • গোষ্পদ
  • বৃহস্পতি


26.কোনটি অনুকার দ্বিত্বের উদাহরণ?

  • গরম গরম
  • সুরে সুরে
  • ফটাফট
  • চুপচাপ 


27.নিচের কোন নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের গঠনগত মিল নেই?

  • শিক্ষিকা
  • বেগম 
  • বাঘিনি
  • সতীন


28."সকলের মঙ্গল হোক" বাক্যটি কোন কাল নির্দেশ করে?

  • সাধারণ ভবিষ্যৎ
  • অনুজ্ঞা ভবিষ্যৎ
  • অনুজ্ঞা বর্তমান 
  • সাধারণ বর্তমান


29.দারণ! আমরা জিতে গিয়েছি। বক্তব্যের লক্ষ্য অনুযায়ী কোন শ্রেণির বাক্য?

  • আবেগবাচক 
  • বিবৃতিবাচক
  • প্রশ্নবাচক
  • অনুজ্ঞাবাচক


30.নিচের কোনটি সরল বাক্য?

  • যে ছেলেটি এখানে এসেছিল, সে আমার ভাই।
  • দোষ করেছ; অতএব শান্তি পাবে।
  • বিপদ ও দুঃখ একসঙ্গে আসে।
  • সে এখানে এসে সব কথা খুলে বলল। 


অন্যান্য বোর্ড দেখুন:

  • ঢাকা বোর্ড ২০২৪ বাংলা ২য় পত্র MCQ সমাধান Click Here
  • বরিশাল বোর্ড ২০২৪ বাংলা ২য় পত্র MCQ সমাধান Click Here
  • চট্টগ্রাম বোর্ড ২০২৪ বাংলা ২য় পত্র MCQ সমাধান Click Here
  • ময়মনসিংহ বোর্ড ২০২৪ বাংলা ২য় পত্র MCQ সমাধান Click Here

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফিউচার ড্রীম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url