SSC বাংলা ২য় পত্র MCQ সমাধান ঢাকা বোর্ড ২০২৪
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের বাংলা ২য় পত্র পরীক্ষার MCQ নৈব্যক্তিক প্রশ্নের সমাধান সংগ্রহ করে দিয়েছি। তোমরা যারা মাধ্যমিক (SSC) পরীক্ষার্থী সকলেই চাইলে আমাদের ফেসবুক পেইজটি ফলো করে রাখতে পার। এতে করে তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পর পরই ফেসবুক টাইমলাইনে প্রদত্ত পরীক্ষার নৈব্যক্তিক প্রশ্নের সমাধান পেয়ে যাবে সবার আগে। এছাড়া তোমরা তোমাদের প্রশ্ন, মন্তব্য যা ইচ্ছা কমেন্ট করে আমাদের জানাতে পার। আর হ্যা, তোমাদের কার কতটা নৈব্যক্তিক সঠিক হয়েছে তা কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে।
কোনো ভুল ত্রুটি থাকলে আমাদের যোগাযোগ পেইজে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে।
বাংলা ২য় পত্র MCQ সমাধান ঢাকা বোর্ড ২০২৪
1.মুখের ভাষা ক্রমশ কোন বিষয়ে পরিণত হয়েছে?
- লেখার ও শুনার
- লেখার ও দেখার
- লেখার ও ছাপার ✅
- ছাপা ও বলার
2.ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয় কোনটি?
- ধব্বনি ✅
- প্রতায়
- কারক
- সমাস
3.সাধু রীতির বহু সর্বনামে কী যুক্ত থাকে?
- 'ক'-বর্ণ
- ত-বর্ণ
- 'হ'-বর্ণ ✅
- 'ম'-বর্ণ
4.তালুর অংশ কয়টি?
- দুইটি ✅
- তিনটি
- চারটি
- পাঁচটি
5.কোনটি মৌলিক স্বরধ্বনি?
- [ঐ]
- [ই] ✅
- [ঐ]
- [ঈ]
6.'চাই' শব্দের পূর্ণ স্বরধ্বনি কোনটি?
- [ই]
- [আ] ✅
- [চ]
- [গ]
7.পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি?
- ম
- ন
- ল ✅
- থ
8.'মৌমাছি'-এর সঠিক উচ্চারণ হলো-
- মোওমাছি
- মউমাছি
- মওমাছি
- মৌউমাছি ✅
9.শব্দমূলের অন্য নাম কী?
- ধ্বনিমূল
- প্রকৃতি ✅
- শব্দগুচ্ছ
- বিভক্তি
10.বাংলা ভাষায় উপসর্গের সংখ্যা কতটি?
- অর্ধশতাধিক ✅
- শতাধিক
- সহস্রাধিক
- অর্ধ সহস্রাধিক
11.যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় তা কোন কারক?
- কর্তা
- কর্ম
- করণ
- অপাদান ✅
12.'পাখিগুলো নীল আকাশে উড়ছে। গঠনবৈশিষ্ট্য অনুযায়ী বাক্যটি হলো-
- সরল ✅
- মিশ্র
- জটিল
- যৌগিক
13.যোজক দ্বারা দুইটি বিশেষ্যযুক্ত হয়ে কোন বর্গ তৈরি করে?
- ক্রিয়াবর্গ
- বিশেষ্য বর্গ ✅
- বিশেষণ বর্গ
- ক্রিয়া বিশেষণ বর্গ
14.'তারা সাগরের তীরে ঝিনুক কুড়াত।' - বাক্যটি কোন কালের ক্রিয়ার?
- সাধারণ অতীত
- ঘটমান অতীত
- নিত্য অতীত ✅
- পুরাঘটিত অতীত
15.'লোকে কিনা বলে'—বাক্যের লোক শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত আছে?
- - তে
- - রে
- - এ ✅
- - কে
16.'বৃক্ষ' শব্দকে বহুবচন করতে কোন লগ্নকটি ব্যবহৃত হয়?
- বর্গ
- রা
- মালা
- সমূহ ✅
17.অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়?
- দুই ✅
- তিন
- চার
- পাঁচ
18.নিচের কোনটি সংযোগ ক্রিয়ার উদাহরণ?
- এগিয়ে চলা
- উদয় হওয়া ✅
- ছটফটানো
- খেলছে
19.নিচের কোন ধ্বন্যাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে?
- থকথকে
- মজায় মজায়
- পটাপট ✅
- চুপচাপ
20.বাচ্য কত প্রকার?
- দুই
- তিন ✅
- চার
- পাঁচ
21.বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?
- কমা
- দাঁড়ি
- সেমিকোলন
- হাইফেন ✅
22.'অপরূপ' শব্দটি দ্বারা শ্রীহীনতা না বুঝিয়ে অনির্বচনীয় সৌন্দর্যকে বোঝালে অর্থের কী ধরনের পরিবর্তন হয়?
- অর্থের উন্নতি ✅
- অর্থের অবনতি
- অর্থের বদল
- অর্থ সংকোচ
23.'ঠোঁটকাটা'-এর সমার্থক বাগধারা কোনটি?
- ভিজে বিড়াল
- তালকানা
- চশমখোর ✅
- খয়ের খাঁ
24.'রাত' শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?
- অবনী
- দ্রুম
- শর্বরী ✅
- মরুৎ
25.কোন নির্দেশকটি বিশেষ্য ও বিশেষণ শব্দের সংগে ব্যবহৃত হয়?
- টা
- খানা ✅
- জন
- টুকু
26.নিচের কোন বাক্যটিতে প্রশংসা আবেগ প্রকাশ করে?
- হ্যাঁ, আমাদের জিততেই হবে।
- হে বন্ধু, তোমাকে অভিনন্দন।
- শাবাশ! এমন খেলাই তো চেয়েছিলাম। ✅
- আহ, কী চমৎকার দৃশ্য!
27.কোন শব্দটি নিত্য নারীবাচক?
- শিক্ষিকা
- সতীন ✅
- মেয়েলি
- জেলেনি
28.'রাজপথ' কোন সমাস?
- তৎপুরুষ ✅
- কর্মধারয়
- উপমান কর্মধারয়
- বহুব্রীহি
29.নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি কোনটি?
- শুভেচ্ছা
- নায়ক
- নাবিক
- কুলটা ✅
30.'উন্নতি' শব্দের বিপরীত শব্দ কোনটি?
- উন্নাসিক
- অপকর্ষ
- অবনতি ✅
- ঘাটতি
অন্যান্য বোর্ড দেখুন:
- বরিশাল বোর্ড ২০২৪ বাংলা ২য় পত্র MCQ সমাধান Click Here
- দিনাজপুর বোর্ড ২০২৪ বাংলা ২য় পত্র MCQ সমাধান Click Here
- চট্টগ্রাম বোর্ড ২০২৪ বাংলা ২য় পত্র MCQ সমাধান Click Here
- ময়মনসিংহ বোর্ড ২০২৪ বাংলা ২য় পত্র MCQ সমাধান Click Here
ফিউচার ড্রীম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url