SSC বাংলা ২য় পত্র MCQ সমাধান চট্টগ্রাম বোর্ড ২০২৪


SSC বাংলা ২য় পত্র MCQ সমাধান

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের বাংলা ২য় পত্র পরীক্ষার MCQ নৈব্যক্তিক প্রশ্নের সমাধান সংগ্রহ করে দিয়েছি। তোমরা যারা মাধ্যমিক (SSC) পরীক্ষার্থী সকলেই চাইলে আমাদের ফেসবুক পেইজটি ফলো করে রাখতে পার। এতে করে তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পর পরই ফেসবুক টাইমলাইনে প্রদত্ত পরীক্ষার নৈব্যক্তিক প্রশ্নের সমাধান পেয়ে যাবে সবার আগে। এছাড়া তোমরা তোমাদের প্রশ্ন, মন্তব্য যা ইচ্ছা কমেন্ট করে আমাদের জানাতে পার। আর হ্যা, তোমাদের কার কতটা নৈব্যক্তিক সঠিক হয়েছে তা কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে। 

কোনো ভুল ত্রুটি থাকলে আমাদের যোগাযোগ পেইজে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে।

বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি MCQ সমাধান চট্টগ্রাম বোর্ড ২০২৪

1.'আ' এর স্বাভাবিক উচ্চারণ নেই কোনটিতে?

  • জ্ঞাপন
  • আকাশ
  • রাত
  • আলো


2.অস্বচ্ছ যুক্তবর্ণ কোনটি?

  • ষ্ট
  • হ্ম
  • স্থ
  • প্ট


3.'মৃগয়া' শব্দের দ্বারা হরিণ বোঝালে অর্থের কী ধরনের পরিবর্তন হয়?

  • অর্থ প্রসার
  • অর্থ বদল
  • অর্থের উন্নতি
  • অর্থ সংকোচ


4.'ঝটিকা' শব্দটির প্রতিশব্দ নয় কোনটি?

  • পাবক
  • ঝড়
  • টর্নেডো
  • তুফান


5.'সাক্ষর' ও 'স্বাক্ষর' শব্দ জোড়ের মধ্যে মিল কোথায়?

  • উচ্চারণে
  • বানানে
  • শব্দ শ্রেণিতে
  • অর্থে


6.নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি?

  • গবাক্ষ
  • একাদশ
  • পরিচ্ছেদ
  • কুলটা


7.কর্মবাচ্যের উদাহরণ কোনটি?

  • তাদের দ্বারা বাড়িটি তৈরি হয়েছে।
  • আমরা কঠোর পরিশ্রম করি
  • ওখানে কেন যাওয়া হলো?
  • এবার বাঁশিটি বাজাও।


8.সাপেক্ষ সর্বনাম ও সাপেক্ষ যোজক যুক্ত রয়েছে কোনটিতে?

  • ভিক্ষুককে টাকা দাও।
  • তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ।
  • যেহেতু দোষ করেছ, সেহেতু শান্তি পাবে
  • বিপদ ও দুঃখ একসঙ্গে আসে।


9.ছেলেটি বলে উঠলো, 'বাহ! কী সুন্দর বাড়ি' - বাক্যটি পরোক্ষ উক্তিতে কী হবে?

  • ছেলেটি বলল যে, বাড়িটি সুন্দর।
  • ছেলেটি চিৎকার করে বলল যে, বাড়িটি সুন্দর।
  • ছেলেটি আনন্দের সাথে বলল যে, বাড়িটি সুন্দর।
  • ছেলেটি আনন্দের সভো বলল যে, বাড়িটি খুব সুন্দর


10.যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি?

  • হেসে উঠা
  • মার খাওয়া
  • মরচে ধরা
  • কষ্ট পাওয়া


11."তাকে আসতে বললাম, তবু এল না।"-বাক্যটি কোন যোজক নির্দেশ করে?

  • সাধারণ যোজক
  • বিরোধ যোজক
  • কারণ যোজক
  • সাপেক্ষ যোজক


12.প্রযোজক ক্রিয়ার সাধারণ বর্তমান কালে বক্তা পক্ষের ক্রিয়া বিভক্তি কোনটি?

  • - আ ও (করা ও)
  • – আস (করাস)
  • - আয় (করায়)
  • - আই (করাই)


13.'একজন এসে খবরটা দেয়'—এখানে কোন প্রকার সর্বনাম ব্যবহৃত হয়েছে?

  • অনির্দিষ্ট
  • নির্দেশক
  • সাপেক্ষ
  • ব্যক্তিবাচক


14.শব্দের শেষে ই-কার ও উ-কার থাকলে কোন বিভক্তি ব্যবহৃত হয়?

  • - এ
  • - তে
  • -য়
  • - যে

15.কোন বাক্যে ঘটনা ভবিষ্যতের কিন্তু ক্রিয়ার কাল বর্তমানের?

  • আগামী মাসে আমরা সিলেট যাচ্ছি।
  • শিকারি পাখিটিকে এইমাত্র গুলি করল।
  • সবাই যেন সভায় হাজির থাকে।
  • তোমরা হয়ত ছয় দফার কথা শুনে থাকবে।


16.বাংলা ভাষার নিকটতম আত্মীয় ভাষা কোনটি?

  • সংস্কৃত ও পালি
  • সংস্কৃত ও অহমিয়া
  • ওড়িয়া ও পালি
  • অহমিয়া ও ওড়িয়া


17.বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কোনটি?

  • এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ
  • বাংলা ভাষার ব্যাকরণ
  • গৌড়ীয় ব্যাকরণ
  • বাংলা ভাষার অভিধান


18.কোনটির স্পর্শে কণ্ঠ্যধ্বনি উচ্চারিত হয়?

  • তালু ও জিভ
  • জিভ ও দস্ত
  • কোমল তালু ও আলজিভ 
  • ঠোঁট ও জিভ


19.'নালায়েক' শব্দে 'না' উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

  • অপূর্ণ
  • নেতিবাচক
  • নিন্দনীয়
  • মন্দ


20.'জাত' অর্থে কোনটি সঠিক?

  • চোরা
  • ডিঙ্গা
  • ঢাকাই
  • মেটে


21.যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয়, তাকে কী বলে?

  • বিভক্তি
  • বলক
  • বচন
  • নির্দেশক


22.পুনরাবৃত্ত দ্বিত্ব কোনটি?

  • কুটকুট
  • খকখক
  • পটাপট
  • সুরে সুরে


23.'ঘাতক' শব্দটির বিপরীত অর্থ প্রকাশ করে?

  • পালক
  • পালন
  • হত্যাকারী
  • পালনকারী


24.'সোনায় সোহাগা' এর সমার্থক বাগধারা কোনটি?

  • মগের মুল্লুক
  • ডুমুরের ফুল
  • মনিকাঞ্চন যোগ
  • মানিক জোড়


25.ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্য কোনটি?

  • শব্দের অর্থ প্রকাশ করা
  • ভাষাকে শ্রুতি মধুর করা
  • মনের ভাব প্রকাশ করা
  • শব্দের অর্থ বৈচিত্র্য সৃষ্টি করা


26.লেখার সময়ে কোনো অংশ বাদ দিতে চাইলে কোন বিরাম চিহ্নের ব্যবহার করা হয়?

  • বিন্দু
  • ড্যাশ
  • কোলন
  • ত্রিবিন্দু


27."চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটছে"-বাক্যটিতে 'ধারালো কান্তে দিয়ে' কোন কারক?

  • করণ কারক
  • অপাদান কারক
  • অধিকরণ কারক
  • কর্ম কারক


28.বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কী বলা হয়?

  • উদ্দেশ্য
  • পূরক
  • প্রসারক
  • বর্গ


29.কোন বাক্যটিতে ক্রিয়া বিশেষণ-বর্গের উদাহরণ রয়েছে?

  • আমার ভাই পড়তে বসেছে।
  • রহিম ও করিম বৃষ্টিতে ভিজছে।
  • আমটা দেখতে ভারী সুন্দর।
  • সকাল আটটার সময়ে সে রওনা হলো।


30.কোনটি কর্মধারয় সমাস?

  • হাতে কলমে
  • গোলাভরা
  • পদ্ম আঁখি
  • লাল পেড়ে

অন্যান্য বোর্ড দেখুন:

  • ঢাকা বোর্ড ২০২৪ বাংলা ২য় পত্র MCQ সমাধান Click Here
  • বরিশাল বোর্ড ২০২৪ বাংলা ২য় পত্র MCQ সমাধান Click Here
  • দিনাজপুর বোর্ড ২০২৪ বাংলা ২য় পত্র MCQ সমাধান Click Here
  • ময়মনসিংহ বোর্ড ২০২৪ বাংলা ২য় পত্র MCQ সমাধান Click Here

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফিউচার ড্রীম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url