SSC বাংলা ২য় পত্র MCQ সমাধান বরিশাল বোর্ড ২০২৪
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের বাংলা ২য় পত্র পরীক্ষার MCQ নৈব্যক্তিক প্রশ্নের সমাধান সংগ্রহ করে দিয়েছি। তোমরা যারা মাধ্যমিক (SSC) পরীক্ষার্থী সকলেই চাইলে আমাদের ফেসবুক পেইজটি ফলো করে রাখতে পার। এতে করে তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পর পরই ফেসবুক টাইমলাইনে প্রদত্ত পরীক্ষার নৈব্যক্তিক প্রশ্নের সমাধান পেয়ে যাবে সবার আগে। এছাড়া তোমরা তোমাদের প্রশ্ন, মন্তব্য যা ইচ্ছা কমেন্ট করে আমাদের জানাতে পার। আর হ্যা, তোমাদের কার কতটা নৈব্যক্তিক সঠিক হয়েছে তা কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে।
কোনো ভুল ত্রুটি থাকলে আমাদের যোগাযোগ পেইজে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে।
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি MCQ সমাধান বরিশাল বোর্ড ২০২৪
1.'ঝাঁক' শব্দটি কোন প্রকারের বিশেষ্য?
- জাতি
- গুণ
- সমষ্টি ✅
- বস্তু
2.নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ?
- শিক্ষক
- কৃতদার ✅
- মানুষ
- শ্রমিক
3.নিচের কোনটি উপাদানবাচক বিশেষণ?
- পাথুরে ✅
- ঠাণ্ডা
- নীল আকাশ
- চলন্ত গাড়ি
4.বাক্যের গৌণকর্মের সঙ্গে কোন বিভক্তির প্রয়োগ হয়?
- -এ, -তে
- -য়, -য়ে
- - এ, -য়ের
- - কে, -রে ✅
5.নিচের কোনটি অক্রিয় বাক্য?
- আমার মা চাকরি করেন।
- তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন।
- তিনি বাংলাদেশের নাগরিক। ✅
- রনি রাতে রুটি খায়।
6.বিধেয়ের স্থান ও কাল সংক্রান্ত প্রসারক বস্তে পারে-
- উদ্দেশ্যের পূর্বে ✅
- বিধেয়ের পূর্বে
- উদ্দেশ্যের বা বিধেয়ের পরে
- উদ্দেশ্যের বা বিধেয়ের পূর্বে
7.যে বাক্যের ক্রিয়া-বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তাকে কী বলে?
- কর্তাবাচ্য
- কর্মবাচ্য
- ভাববাচ্য ✅
- বাচ্য
8.অভিধানে শব্দের অর্থ গ্রহণের বেলায় নিচের কোনটিকে প্রধান্য দেওয়া হয়?
- লক্ষ্যার্থ
- বাচ্যার্থ ✅
- গৌণার্থ
- বাগর্থ
9.'ভালোভাবে পৌছে যেয়ো।' এ বাক্যটি কোন ভবিষ্যৎ কালের উদাহরণ?
- সাধারণ
- ঘটমান
- পুরাঘটিত
- অনুজ্ঞা ✅
10.ননীর পুতুল' বাগ্ধারার অর্থ নিচের কোনটি?
- ননী দিয়ে তৈরি পুতুল
- কপট ব্যক্তি
- স্বল্পস্থায়ী
- শ্রম বিমুখ ✅
11.যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে কী বলে?
- প্রত্যয়
- সমাস
- সন্ধি
- উপসর্গ ✅
12.কোনটি মৌলিক শব্দ?
- গরমিল
- বন্ধুত্ব
- প্রশাসন
- গোলাম ✅
13.আনুমানিক কত বছর আগে বাংলা ভাষার জন্ম হয়েছে?
- এক হাজার ✅
- দুই হাজার
- তিন হাজার
- চার হাজার
14.'রেস্তোরাঁ' কোন ভাষার শব্দ?
- আরবি
- পারসি
- পর্তুগিজ
- ফরাসি ✅
15.পরোক্ষ উক্তিতে কর্তা অনুযায়ী কীসের পরিবর্তন করতে হয়?
- ক্রিয়ারূপের ✅
- স্থানবাচক শব্দের
- উদ্ধার চিহ্নের
- ক্রিয়ার কালের
16.নিচের কোনটি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়?
- বাগযস্ত্র ✅
- কারক বিশ্লেষণ
- সর্বনাম
- বিপরীত শব্দ
17.ভাষার আঞ্চলিকতাকে কী নামে আখ্যায়িত করা হয়ে থাকে?
- আদর্শ কথ্য ভাষা
- উপভাষা ✅
- লেখ্য ভাষা
- সাধু ভাষা
18.ভাষার ক্ষুদ্রতম উপাদান-
- ধ্বনি ✅
- অক্ষর
- শব্দ
- বাক্য
19.নিচের কোন যুক্তবর্ণটি অস্বচ্ছ?
- প্ত
- ক্ষ ✅
- জ্জ
- ব্দ
20.'অদ্য' শব্দের উচ্চারণ-
- ওদ্দো ✅
- অদৃদো
- অদ্দো
- ওইদ্দো
21.নিচের কোনটি দ্বিগু কর্মধারয় সমাসের উদাহরণ?
- শশব্যস্ত
- চৌরাস্তা ✅
- আলুসিদ্ধ
- মনমাঝি
22.নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ কোনটি?
- গোষ্পদ
- একাদশ
- গবাক্ষ ✅
- সম্মান
23.'হ্রাস' শব্দের বিপরীত শব্দ কোনটি?
- বর্ধন
- বেশি
- বৃদ্ধি ✅
- অনেক
24.রাজীব বাংলা ব্যাকরণে ভালো—এই বাক্যে 'ব্যাকরণে'
- অপাদান
- অধিকরণ ✅
- করণ
- কর্মকারক
25."ভাকে আসতে বললাম, তবু এল না।"-এ বাক্যে কোন ধরনের যোজক ব্যবহৃত হয়েছে?
- সাধারণ
- বিরোধ ✅
- কারণ
- সাপেক্ষ
26.বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি কতটি?
- দুইটি
- তিনটি
- চারটি ✅
- পাঁচটি
27.নিচের কোন শব্দে কম্পিত ব্যঞ্জনধ্বনি রয়েছে?
- ভার ✅
- লাল
- বাড়ি
- শসা
28."হে বন্ধু, তোমাকে অভিনন্দন।"-এ বাক্যে কোন আবেগ প্রকাশ পেয়েছে?
- প্রশংসা
- করুণা
- সম্বোধন ✅
- অলংকার
29.মানি পক্ষের বহুবচন করার সময় নিচের কোন লগ্নক ব্যবহার করা হয়?
- সব, আবলি, মালা
- বা, এরা, গুলি
- সমূহ, গুলো, মণ্ডলী
- গণ, বৃন্দ, বর্গ ✅
30.নিচের কোন বাক্যে বিশ্লেষণ বর্গ রয়েছে?
- আমার ভাই পড়তে বসেছে।
- আমটা দেখতে ভারী সুন্দর। ✅
- সকাল আটটার সময়ে সে রওয়ানা হলো।
- আমি সকাল থেকে বসে আছি।
অন্যান্য বোর্ড দেখুন:
- ঢাকা বোর্ড ২০২৪ বাংলা ২য় পত্র MCQ সমাধান Click Here
- দিনাজপুর বোর্ড ২০২৪ বাংলা ২য় পত্র MCQ সমাধান Click Here
- চট্টগ্রাম বোর্ড ২০২৪ বাংলা ২য় পত্র MCQ সমাধান Click Here
- ময়মনসিংহ বোর্ড ২০২৪ বাংলা ২য় পত্র MCQ সমাধান Click Here
ফিউচার ড্রীম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url