SSC বাংলা ১ম পত্র (MCQ) উত্তর||চট্টগ্রাম বোর্ড||২০২৪||বাংলা সাহিত্যে


SSC বাংলা ১ম পত্র (MCQ) উত্তর

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের বাংলা ১ম পত্র পরীক্ষার (MCQ) প্রশ্নের উত্তর পত্র সংগ্রহ করে দিয়েছি। তোমরা যারা মাধ্যমিক (SSC) পরীক্ষার্থী সকলেই চাইলে আমাদের ওয়েব সাইটটি ফলো আপে রাখতে পার। প্রতিদিন পরীক্ষা শেষ হওয়ার পর পরই তোমার তোমাদের (MCQ) প্রশ্নের উত্তর সমূহ আমাদের ওয়েব সাইটে দেখতে পাবে। আশাকরি পরবর্তী পরীক্ষা থেকে আমরা সকল বোর্ডের (MCQ) প্রশ্নের উত্তর সমূহ একসাথে সংগ্রহ করে দিতে পারব। এছাড়াও তোমরা তোমাদের প্রশ্ন, মন্তব্য যা ইচ্ছা কমেন্ট করে আমাদের জানাতে পার।

কোনো ভুল ত্রুটি থাকলে আমাদের যোগাযোগ পেইজে গিয়েও আমাদের সাথে যোগাযোগ করতে পারবে।

বাংলা সাহিত্যে (MCQ) Answer 30/30

1.বাংলা সাহিত্যের সর্বকনিষ্ঠ শাখা কোনটি?

  • ❌ নাটক
  • ❌ উপন্যাস
  • ❌ কবিতা
  • ছোটগল্প


2.কবি সৈয়দ শামসুল হকের মতে বাঙালি জাতির বীজমন্ত্রে নিহিত আছে-

i. ঐক্য

ii. শৌর্য

iii. সাম্য

নিচের কোনটি সঠিক?

  • ❌ i ও ii
  • i ও iii
  • ❌ ii ও iii
  • ❌ i, ii ও iii


3.নিচের কোন বৈশিষ্ট্যটি 'নিয়তি' গল্পের বেঙ্গল টাইগারের নয়?

  • ❌ নিয়তির নির্মম পরিহাসের শিকার
  • ❌ থালায় করে খাবার দিতে হয়
  • ❌ খাওয়ার জন্য অনুরোধ করতে হয়
  • অল্প বয়স, মজবুত শরীর


4."নামে তাল পুকুর, ঘটি ডোবে না”-এ প্রবাদের ভাবার্থ 'বহিপীর' নাটকে কোন চরিত্রে প্রতীয়মান?

  • ❌ বহিপীর
  • হাতেম আলি
  • ❌ হাশেম আলি
  • ❌ খোদেজা


5.'তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা' কবিতায় সগীর আলী কে ছিলেন?

  • শাহবাজপুরের জোয়ান কৃষক
  • ❌ জেলেপাড়ার সাহসী লোক
  • ❌ মেঘনা নদীর দক্ষ মাঝি
  • ❌ ঢাকার রিকশাওয়ালা


6.শুধালো সেজন, "সাগর হইতে কে অধিক ধনবানন জ্ঞানী বলে, "বাছা, তুষ্ট হৃদয় তারো চেয়ে গরীয়া চরণ দুটির ভাবের সাথে তোমার পাঠ্য কোন কবি ভাবের মিল আছে?

  • ❌ জীবন-সঙ্গীত
  • ❌ রানার
  • আশা
  • ❌ পল্লিজননী


7.'নিমগাছ' কোন ধরনের গল্প?

  • ❌ রম্য গল্প
  • ❌ অনুগল্প
  • ❌জীবনমুখী গল্প
  • প্রতীকী গল্প


8.চোখ লাল হলে বুধার ভিতর কী জাগে?

  • ❌ কান্নার আবেগ
  • ❌ অতীত স্মৃতি
  • কিছু করার ইচ্ছা
  • ❌ তীব্র ঘৃণাবোধ


9."সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি"-কবি আবদুল হাকিম কাদের সম্পর্কে এ উক্তিটি করেছেন?

  • ❌ দেশি ভাষার প্রতি যাদের অনুরাগ নেই।
  • বাংলায় জন্মগ্রহণ করে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে।
  • ❌দেশি ভাষায় বিদ্যা লাভ করে যারা তৃপ্ত নয়।
  • ❌ নিজ দেশ ত্যাগ করে যারা বিদেশে যায়।


10.'দুনিয়াটা মস্ত এক পরীক্ষাক্ষেত্র'-'বহিপীর' নাটকে উক্তিটি কে করেছে?

  • বহিপীর
  • ❌ হাতেম আলি
  • ❌ হাশেম আলি
  • ❌ খোদেজা


11.'সে যেন ছায়াময়ী মানবী।' মমতাদি সম্পর্কে লেখকের এ মন্তব্যের কারণ হলো, মমতাদির-

i. মৌনতা

ii. লৌকিকতা

iii. কর্মনিষ্ঠা

নিচের কোনটি সঠিক?

  • ❌ i ও ii
  • i ও iii
  • ❌ ii ও iii
  • ❌ i, ii ও iii


12.মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদের কাছে কী মিনতি করেছেন?

  • ❌ নিরবধি বয়ে চলতে
  • ❌ বঙ্গজ জনের কানে গান গাইতে
  • ❌ প্রজারূপে রাজাকে কর দিতে
  • প্রেমভাবে তাঁকে স্মরণ করতে


13.নিচের কোন চরিত্রটি পল্লিমায়ের শাশ্বতরূপ হয়ে উঠেছে? 

  • ❌ জাহানারা ইমাম
  • ❌ অভাগী
  • সর্বজয়া
  • ❌ খোদেজা


14.কাদের চেহারা বুধার বুকের ভেতর গেঁথে আছে?

  • ❌ যারা কলেরায় মারা গেছে
  • ❌ যারা গ্রাম ছেড়ে পালিয়েছে
  • ❌ যারা মিলিটারিদের সাহায্য করছে
  • যারা মিলিটারির গুলিতে মারা গেছে


15."বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয়,

 অসংখ্য বন্ধনমাঝে মহানন্দময়

লভিব মুক্তির স্বাদ।"

কবিতাংশটি 'জীবন-সঙ্গীত' কবিতার যে ভাবের প্রতিফলন ঘটায় তা হলো-

i. সংসার-বিবাগী হওয়ার প্রতি নিরুৎসাহ

ii. পারিবারিক মায়ায় আবদ্ধ থাকার প্রয়োজনীয়তা

iii. দারা-পুত্র-পরিবারের কথা ভেবে দুশ্চিন্তাগ্রস্ত হওয়া

নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • ❌ i ও iii
  • ❌ ii ও iii
  • ❌ i, ii ও iii


16.‘অরাতি’_ শব্দের অর্থ কী?

  • শত্রু
  • ❌ ঘাড়
  • ❌ অত্যাচার
  • ❌ অভিভূত


17.'পল্লিজননী' কবিতায় কোনটিকে অকল্যাণের প্রতীক বলা হয়েছে?

  • ❌ মশার ভনভন
  • হুতুমের ডাক
  • ❌ কানাকুয়োর ডাক
  • ❌ বাদুড়ের পাখা ঝাপটানি


18."কোনো মানুষ হঠাৎ আশাতীত কাজ করতে পারে।" -'বহিপীর' নাটকে উক্তিটি কে করেছে?

  • ❌তাহেরা
  • ❌ হাশেম আলি
  • বহিপীর
  • ❌ হাতেম আলি


19.সুভা সাধারণের দৃষ্টিপথ থেকে নিজেকে গোপন রাখতে সচেষ্ট ছিল কেন?

  • ❌ পিতামাতার নীরব হৃদয়ভার ভেবে
  • বিধাতার অভিশাপ স্বরূপ মনে করে
  • ❌ তাদেরকে এক-ঘরে করতে চায় বলে
  • ❌ সে মায়ের গর্ভকলঙ্ক এ কথা মনে করে


20.'জুতা-আবিষ্কার' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

  • ❌ চিত্রা
  • ❌ বলাকা
  • কল্পনা
  • ❌ ক্ষণিকা


21.'আজ আমাদের সেই শক্তিকে ভুলিলে চলিবে না'- বলতে বোঝানো হয়েছে-

i. সভ্যতার উন্নয়নে প্রাকৃতজনের অবদান

ii. দেশগঠনে আমজনতার প্রয়োজনীয়তা

iii. জাতিগঠনে সাধারণ মানুষের গুরুত্ব

নিচের কোনটি সঠিক?

  • ❌ i ও ii
  • ❌ i ও iii
  • ❌ ii ও iii
  • i, ii ও iii


22."চকোর চায় চন্দমায় আমরা চাই মুগ্ধ চোখ”-চরণটিতে ঝরনার কোন রূপ ফুটে উঠেছে?

  • ❌সৌন্দর্যপ্রিয়তা
  • ❌ ছন্দময়তা
  • ❌ গতিময়তা
  • কল্পনা-বিলাসিতা


23."আমি যার তার কাছে হাত পাতি না" বুধার এই উক্তিতে কী প্রকাশ পেয়েছে?

  • ❌ সাহসিকতা
  • ❌ অহংবোধ
  • আত্মমর্যাদাবোধ
  • ❌ তাচ্ছিল্যভাব


24.'আমি কোনো আগন্তুক নই'—কবিতায় স্বাজাত্যবোধ প্রকাশ পেয়েছে নিচের কোন বাক্যে?

  • আমি তার চিরচেনা স্বজন একজন
  • ❌ তারা জানে আমি কোনো অনাত্মীয় নই
  • ❌ খোদার কসম আমি ভিনদেশী পথিক নই
  • ❌ আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক


উদ্দীপকটি পড়ে নিচের ২টি সংখ্যক প্রশ্নের উত্তর দাও :

'মহেশ' গল্পে গফুর ব্রাহ্মণ তর্করত্নের পায়ের কাছে বসিয়া কাহন-দুই খড় ধার চাহিতে গেলে তর্করত্ন তীরবৎ পিছাইয়া গিয়া কহিলেন, "আ মর, ছুয়ে ফেলবি না কি?"

25.উদ্দীপকে তর্করত্নের আচরণে 'অভাগীর স্বর্গ' গল্পের কোন দিকটি ফুটে উঠেছে?

  • ❌ সামন্তবাদ
  • জাতিভেদ
  • ❌ নিপীড়ন
  • ❌ পণপ্রথা


26.উক্ত দিকটি প্রকাশ পেয়েছে যে বাক্যে-

i. মুখে একটু নুড়ো জ্বেলে দিয়ে নদীর চড়ায় মাটি দেগে

ii. সব ব্যাটারাই এখন বামুন-কায়েত হতে চায়।

iii. দুলের মড়ার কাঠ কী হবে শুনি?

নিচের কোনটি সঠিক?

  • ❌ i ও ii
  • ❌ i ও iii
  • ❌ ii ও iii
  • i, ii ও iii


উদ্দীপকটি পড়ে নিচের ২টি প্রশ্নের উত্তর দাও :

"তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, 

সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখ নিজ প্রাণ, 

তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, 

তোমার হৃদয় বিশ্ব-দেউল সকলের দেবতার।"


27.কবিতাংশটি 'মানুষ' কবিতার কোন ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ?

  • সামাজিক দায়বদ্ধতা
  • প্রতিবাদী চেতনা
  • মানুষের শ্রেষ্ঠত্ব
  • স্রষ্টার মাহাত্ম্য


28.উক্ত ভাব নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে?

Created: 1 hour ago | Updated: 1 hour ago

  • মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।
  • ❌ সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
  • ❌ সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা।
  • ❌ তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়।


উদ্দীপকটি পড়ে নিচের ২টি প্রশ্নের উত্তর দাও :

"নির্ধন কামনা করে, শত মুদ্রা হয় তার 

সহস্র পাইতে আশা, একশত আছে যার। 

পাইলে হাজার, ইচ্ছা লক্ষপতি হইবার, 

শতলক্ষ পায় সাধ, লক্ষপতি যিনি তার।"


29.কবিতাংশের ভাব 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের যেদিকটি তুলে ধরে তা হলো

  • ❌ লেফাফা দুরস্তি
  • ❌ প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি
  • ❌ জীবসত্তার ঘরের বিশৃঙ্খলা
  • অর্থচিন্তার নিগড়ে সবার বন্দিদশা


30.উক্ত দিক আমাদেরকে-

i. জীবসত্তার ঘরে আবদ্ধ রাখে

ii. মূল্যবোধের জাগরণ ঘটায়

iii. মুক্তির স্বাদ বঞ্চিত করে

নিচের কোনটি সঠিক?

  • ❌ i ও ii
  • i ও iii
  • ❌ ii ও iii
  • ❌ i, ii ও iii



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফিউচার ড্রীম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url