যাকাত কাকে বলে? যাকাত কত প্রকার ও কি কি বিস্তারিত জানুন

আপনি কি যাকাত কাকে বলে? যাকাত দেওয়ার নিয়ম? সম্পর্কে জানতে এসেছেন। তাহলে, আপনি সঠিক জায়গায় এসেছেন। আজকের পোস্টে আমরা যাকাত কাকে বলে? যাকাত দেওয়ার নিয়ম ও যাকাত কত প্রকার ও কি কি এই সব নিয়ে বিস্তারিত জানাব আপনাদের।

যাকাত কাকে বলে? যাকাত কত প্রকার ও কি কি

এছাড়াও আজকের পোস্টে আমরা যাকাত বিষয়ক কিছু বই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে এই বই গুলো কিনে নিয়ে যাকাত সম্পর্কিত বিভিন্ন জ্ঞান রপ্ত করতে পারেন। ইসলাম ধর্মে যাকাত একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই আজকের পোস্টে আমরা যাকাত সম্পর্কিত বিভিন্ন তথ্য ও বই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।

পোস্ট সূচিপত্র ঃ 

যাকাত কাকে বলে

যাকাত (الزكاة) (আরবি: زكاة zakāt, "যা পরিশুদ্ধ করে", আরও আরবি: زكاة ألمال, "সম্পদের যাকাত") হলো ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের একটি। প্রত্যেক স্বাধীন, পূর্ণবয়স্ক মুসলমান নর-নারীকে প্রতি বছর স্বীয় আয় ও সম্পত্তির একটি নির্দিষ্ট অংশ, যদি তা ইসলামী শরিয়ত নির্ধারিত সীমা (নিসাব পরিমাণ) অতিক্রম করে তবে, গরীব-দুঃস্থদের মধ্যে বিতরণের নিয়মকে যাকাত বলা হয়। 

সাধারণত নির্ধারিত সীমার অধিক সম্পত্তি হিজরি ১ বছর ধরে থাকলে মোট সম্পত্তির ২.৫ শতাংশ (২.৫%) বা ১/৪০ অংশ বিতরণ করতে হয়। ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে হজ্জ্ব এবং যাকাত শুধুমাত্র শর্তসাপেক্ষ যে, তা সম্পদশালীদের জন্য ফরয বা আবশ্যিক হয়। পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে "যাকাত" শব্দের উল্লেখ এসেছে ৩২ বার। নামাজের পরে সবচেয়ে বেশি বার এটি উল্লেখ করা হয়েছে।

যাকাত কত প্রকার ও কি কি

প্রিয় পাঠক, এবার আমরা জানব যাকাত কত প্রকার ও কি কি এই বিষয়ে। অনেকেই এই বিষয়ে জানার জন্য গুগলে সার্চ করে থাকে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা জেনে নেই যাকাত কয় প্রকার এবং কি কি।

যাকাত একটি আরবি শব্দ, যাকাত এর আভিধানিক অর্থ হচ্ছে পবিত্রতা, পরিচ্ছন্নতা, বৃদ্ধির পাওয়া এবং বিশুদ্ধতা। ইসলাম ধর্মে যাকাত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর এর গুরুত্ব বোঝাতে আল্লাহ তায়ালা পবিত্র কোরানের ৩২ জায়গায় যাকাতের কথা উল্লেখ করেছেন। তাই, এখন আমরা জানব যাকাত কত প্রকার ও কি কি।

যাকাত হচ্ছে ৪ ধরনের অর্থাৎ ৪ প্রকারের । এই গুলো হচ্ছে ১. ফসলের যাকাত; ২. গবাদি পশুর যাকাত; ৩. সোনা বা রূপার যাকাত; ৪. রোজার যাকাত। নিচে এই ৪ প্রকার যাকাত এর বর্ণনা তুলে ধরা হয়েছে। 

১। ফসলের যাকাত- ফসলের যাকাত প্রদানের জন্য শরিয়তের নির্দিষ্ট নিসাব পরিমাণ ফসল হলে যাকাত প্রদান করতে হবে। 

২। গবাদি পশুর যাকাত- গবাদি পশুর যাকাত প্রদানের জন্য শরিয়তের নির্দিষ্ট নিসাব পরিমাণ গবাদি পশু থাকলে যাকাত দিতে হবে।

৩। সোনা বা রুপার যাকাত- অর্থাৎ শরিয়তে নির্দিষ্ট নিসাব পরিমাণ সোনা রুপা থাকলে যাকাত প্রদান করতে হবে। 

৪। রোজার যাকাত- মূলত এই যাকাতকে সদকাতুল ফিতর বা যাকাতুল ফিতর বলা হয়।

যাকাত কাদের দেয়া যাবে

যাকাত কাদের দিতে হবে বা দেওয়া যাবে এই বিষয়টি এখনও অনেকের কাছে অজানা। তাই এখন আমরা আপনাদের জানানোর চেষ্টা করব যাকাত কাদের দেওয়া যাবে এই বিষয়ে।

ইসলাম ধর্মে যাকাত দেওয়া ফরজ। তাই যাকাত দেওয়ার জন্য নির্দিষ্ট কিছু খাত রয়েছে এবং সেই খাত গুলোর মধ্যেই যাকাত প্রদান করতে হবে। চাইলেই যে কেউ যাকাত গ্রহণ করতে পারবে না বা যে কাউকে যাকাত দেওয়া যাবে না। মূলত ইসলাম ধর্মে যাকাত দেওয়ার আটটি (৮) খাত রয়েছে। এই ৮টি খাতের মধ্যেই যাকাত প্রদান করতে হবে। যাকাতের এই ৮টি খাতের কথা পবিত্র কোরানের মধ্যে উল্লেখ রয়েছে। 

পবিত্র কোরান অনুযায়ী আল্লাহ তায়ালা বলেন -

قُلُوْبُهُمْ وَفِيْ الرِّقَابِ وَالْغَارِمِيْنَ وَفِيْ سَبِيْلِ اللهِ وَابْنِ السَّبِيْلِ فَرِيْضَةً مِّنَ اللهِ وَاللهُ -عَلِيْمٌ حَكِيْمٌ

অর্থাৎঃ নিশ্চয়ই সাদকাহ (যাকাত) হচ্ছে ফকীর ও মিসকীনদের জন্য এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য, আর যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য; (তা বণ্টন করা যায়) দাস আযাদ করার ক্ষেত্রে, ঋণগ্রস্তদের মধ্যে, আল্লাহর রাস্তায় এবং মুসাফিরদের মধ্যে। এটি আল্লাহর পক্ষ হতে নির্ধারিত, আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়’ ( সূরা তওবা, আয়াত ৬০ )

নিচে যাকাত প্রদানের ৮টি খাতের নাম দেওয়া হয়েছে-

১. ফকির; ২. মিসকিন; ৩. যাকাত আদায়কারী বা প্রতিষ্ঠান; ৪. ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য কোন অমুসলিমকে যাকাত প্রদান; ৫. দাস মুক্তির জন্য যাকাত প্রদান; ৬. আল্লাহর রাস্তায় জেহাদকারী ব্যক্তিকে যাকাত প্রদান; ৭. ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাত প্রদান; ৮. মুসাফির ব্যক্তিকে যাকাত প্রদান।

যাকাত বিষয়ক বই/যাকাত এর বই

প্রিয় পাঠক, নিচে আমরা যাকাত সম্পর্কিত অনেক গুলো বই এর নাম ও লেখকের নাম আপনাদের সাথে শেয়ার করেছি। আপনি যদি যাকাত সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে নিচে দেওয়া লিংকে চাপ দিয়ে বিশ্বস্ত ওয়েব সাইট রকমারি ডট কম থেকে বই গুলো সংগ্রহ করে পড়তে পারেন।


লেখকের শেষ কথা

প্রিয় পাঠক, আজকের পোস্টে আমরা যাকাত কাকে বলে? যাকাত কত প্রকার ও কি কি এবং যাকাত সম্পর্কিত অনেক গুলো বই এর নাম, লেখকের নাম ও বইয়ের ছবি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের পোস্টে দেওয়া লিংক গুলোতে চাপ দিয়ে আপনি বাংলাদেশের বিশ্বস্ত ওয়েব সাইট রকমারি ডট কম থেকে বই গুলো সংগ্রহ করে নিতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফিউচার ড্রীম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url