করোনা ভাইরাস নিয়ে প্রতিবেদন রচনা pdf | বাংলা ২য় পত্র
প্রশ্নঃ করোনায় বিশ্বপরিস্থিতি তুলে ধরে একটি প্রতিবেদন রচনা করো ।
উত্তর ঃ
৩১ মার্চ, ২০২৩
প্রতিবেদকের নাম | জামাল উদ্দিন |
প্রতিবেদনের শিরোনাম | করোনায় স্থবির গতিময় বিশ্ব |
প্রতিবেদনের তারিখ | ৩১ মার্চ, ২০২৩ |
প্রতিবেদকের ঠিকানা | ৬২/৬, সিদ্ধেশ্বরী রোড, ঢাকা |
“করোনায় স্থবির গতিময় বিশ্ব'
বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস জনিত রোগ কোভিড-১৯। ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে সারা বিশ্বে প্রায় ৬২ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে এ ভাইরাস সংক্রমণে। আর আক্রান্ত হয়েছে প্রায় ৪৮ কোটি মানুষ। বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ৮ কোটি। আর মৃত্যু হয়েছে প্রায় ১০ লাখ মানুষের। যুক্তরাষ্ট্রের পর আক্রান্তের বিবেচনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে প্রায় ৪ কোটি মানুষ করোনায় সংক্রমিত হয়েছে। আর মৃত্যু হয়েছে প্রায় ৫ লাখ মানুষের। তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল । লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত প্রায় ৩ কোটি আর মৃত্যু হয়েছে প্রায় ৬ লাখ মানুষের।
-----------------------------------------------------------------------------------------------------------------------------
▶▶ আরো পড়ুন ঃ সবার জন্য শিক্ষা | বাংলা ২য় পত্র প্রবন্ধ রচনা
▶▶ আরো পড়ুন ঃ সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার | বাংলা ২য় পত্র প্রবন্ধ রচনা
▶▶ আরো পড়ুন ঃ
-----------------------------------------------------------------------------------------------------------------------------
এরপর ইউরোপের দেশ ফ্রান্স চতুর্থ স্থানে রয়েছে। এখানে মৃত্যু হয়েছে প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষের। আক্রান্ত প্রায় আড়াই কোটি। এছাড়া যুক্তরাজ্যে মৃত্যুবরণ করেছে প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষ । ইউরোপের আরেক দেশ জার্মানিতে আক্রান্ত প্রায় ২ কোটি। মৃত্যুবরণ করেছে ১ লাখের অধিক মানুষ।করোনার উৎপত্তিস্থল চীনে প্রায় সাড়ে চার হাজার মানুষের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত বাংলাদেশে ১৯ লাখেরও বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে প্রায় ২৯ হাজারেরও বেশি মানুষের।
করোনার কারণে বিশ্ব অর্থনীতিও মুখ থুবড়ে পড়েছে। এ অবস্থায় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রণোদনা প্যাকেজসহ নানা পরিকল্পনা গ্রহণ করেছে। তবে আমার কথা হলো ধীরে ধীরে করোনার প্রভাব কমে আসছে। উল্লেখযোগ্য হারে কমছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হচ্ছে। ইতোমধ্যেই বাংলাদেশ সরকার গণটিকাদান কর্মসূচির আওতায় করোনার বুস্টার ডোজ প্রদান শুরু করেছে। যা করোনা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।
* [এখানে প্রতিষ্ঠান ও প্রতিবেদকের ঠিকানাসহ খাম আঁকতে হবে]
ফিউচার ড্রীম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url