সময়ের মূল্য রচনা | বাংলা ২য় পত্র প্রবন্ধ রচনা
সময়ের মূল্যবা সময়ের সদ্ব্যবহার
সূচনা ঃ 'Time and tide wait for none' সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। নদীস্রোত যেমন অবিরাম বয়ে চলে সময়স্রোতও তেমনি অবিরাম ছুটে চলে ৷ নদীস্রোতের মতো সময়কেও বেঁধে রাখা যায় না। সময় অনন্ত, কিন্তু মানবজীবন সীমাবদ্ধ। যে সময় চলে যায়, তা আর ফিরে আসে না। চলে যাওয়াই তার ধর্ম। তাই ক্ষুদ্র এ মানবজীবনে সময়ের মূল্য অশেষ ।সময়ের সদ্ব্যবহার ঃ আমাদের জীবন খুবই সীমিত। তাই এই সীমিত জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের কাছে অতিশয় মূল্যবান। এই যে বর্তমান তা মুহূর্তের মধ্যেই আর বর্তমান থাকে না, অতীত হয়ে যায়। সেই অতীত আর কোনো দিন ফিরেও আসে না। এ জন্য মানবজীবনের এই স্বল্পকালীন সময়ের প্রতিটি মুহূর্ত যাতে কাজে লাগানো যায় তার চেষ্টায় থাকতে হবে। প্রতিটি মুহূর্তই যেখানে আমাদের সংগ্রাম করতে হয়, সেখানে সময়ের সদ্ব্যবহার না করলে পরে শত-সহস্র অনুতাপ-অনুশোচনায়ও সে সময় আর ফিরে পাওয়া যায় না । তাই সময় হারিয়ে অনুতাপ বা অনুশোচনা করার চেয়ে সময়ের যথোচিত ব্যবস্থা করাই মঙ্গল ।
আরো পড়ুন ঃ শৃঙ্খলাবোধ রচনা
পৃথিবীতে যত স্মরণীয় বরণীয় জ্ঞানী-গুণী ব্যক্তিত্ব রয়েছেন তাঁদের জীবনী পর্যালোচনা করলে আমরা দেখি তাঁরা জীবনের একটি মুহূর্তও নষ্ট করতে দ্বিধাবোধ করতেন। বিশ্ববিখ্যাত নেপোলিয়ন মাত্র কয়েকটা মিনিট সময় নষ্ট করার ফলে ‘ওয়াটার লু যুদ্ধে পরাজয় বরণ করতে বাধ্য হয়েছিলেন । আমরা যদি একটু ভেবে দেখি, জীবনে আমরা অনেক সময় বৃথা নষ্ট করছি। এতে আমরা জীবন যুদ্ধে পরাজিত হচ্ছি।
কথায় আছে, 'One stitch of time saves nine'-সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়। সময়ের কাজ সময়ে না করলে, সঠিক সময়ে কাজ সম্পন্ন না করলে জীবনের জন্যও ঝুঁকি হতে পারে। ছাত্রদের পড়ার সময় পড়া, খেলার সময় খেলা এবং খাওয়ার সময় খেতে হবে। অন্যথায় সারাবছর লেখাপড়া না করে পরীক্ষার সময় দিনরাত পড়লে শুভ ফল প্রাপ্তির চিন্তাও বৃথা। কেবল ছাত্রজীবনেই নয়, মানুষের কর্মজীবনেও এ কথা প্রযোজ্য।
অর্থ নষ্ট হলে অর্থ পাওয়া যায়, স্বাস্থ্য নষ্ট হলে স্বাস্থ্য ফিরে পাওয়া যায়, যশ, খ্যাতি নষ্ট হলেও ফিরে পাওয়া যায়। কিন্তু সময় একবার চলে গেলে আর ফিরে যাওয়া যায় না। যে মানুষ, যে জাতি, যে দেশ সময়ের সদ্ব্যবহার করতে জানে তারাই সংগ্রামে টিকে থাকে। যে জাতি সময়ের মূল্য সম্পর্কে যতখানি সচেতন সে জাতি তত উন্নত। ইউরোপ, আমেরিকা, রাশিয়া, কোরিয়া, জাপান, চীন এর উৎকৃষ্ট উদাহরণ।
আরো পড়ুন ঃ
সময়ের অপব্যবহার ঃ অলস ও মূর্খ ব্যক্তি সময়ের মূল্য না বুঝে সময়কে অযথা ক্ষেপণ করে। নিদ্রা, বিলাসিতা কিংবা অহেতুক বসে থেকে সময় কাটানোর মধ্যে কোনো সার্থকতা নেই। তাদের জীবনটাই ব্যর্থ। জীবনে তারা কোনোদিনই উন্নতি করতে পারবে না। তাদের জীবনে কোনোদিন সুখ কিংবা সমৃদ্ধি আসবে না। সময়ের কাছে সময়ে করতে ব্যর্থ হলেই সময়ের অপব্যবহার করা হয়।
উপসংহার ঃ সময়ের সদ্ব্যবহারের মধ্যেই আমাদের সুন্দর ও সুখ-সমৃদ্ধ জীবন নিহিত। সময় ও স্রোত রোধ করা সম্ভব নয়। তাই সময়কে জয় করতে হলে সময়মতো কাজ করতে হবে। মান-সম্মান, খ্যাতি-প্রতিপত্তি, অর্থ- -সম্পদ তথা জীবনে সাফল্য অর্জন করতে হলে সময়ের সদ্ব্যবহার করা অপরিহার্য ।
সবগুলো রচনা একসাথে দেখতে এখানে চাপ দিন
ফিউচার ড্রীম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url