ভাবসম্প্রসারণঃ সংসারে কিছুই চিরদিনের জন্য নয়

ভাবসম্প্রসারণঃ সংসারে কিছুই চিরদিনের জন্য নয়

সংসারে কিছুই চিরদিনের জন্য নয়

মূলভাব ঃ মানবজাতির ক্ষুদ্রতম সংগঠন হলো সংসার; যাকে ঘিরে সে তার জীবন পরিচালনা করে। সংসারের সবকিছুকে সে এমনভাবে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখার চেষ্টা করে, যেন কোনোকিছুই তার কাছ থেকে হারিয়ে না যায়। কিন্তু কালাবর্তে প্রতিটি মানুষেরই সংসার থেকে তার প্রিয় বস্তুর সঙ্গে সঙ্গে অধিকারও হারিয়ে যায়।

সম্প্রসারিত ভাব ঃ বরেণ্য কবি মাইকেল মধুসূদন দত্তের ভাষায় 'জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে/ চিরস্থির থাকে নির হায়রে জীবন নদে।” সত্যিকার অর্থেই এ পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। আজ যাকে উজ্জ্বল ও সমৃদ্ধ বলে মনে হচ্ছে তাও কালের গর্ভে হারিয়ে যাবে একদিন। যা কিছু মানুষ অতি আপন ভেবে তার নিজের অধিকারে রাখে তা প্রকৃতার্থে তার হাতের ফাঁক গলে বেরিয়ে যায়, হারিয়ে যায়। কারণ মানুষের ক্ষণস্থায়িত্বের সঙ্গে সঙ্গে তার অর্জিত সব সম্পদও মূল্যহীন হয়ে হারিয়ে যায়। 

স্নেহ, মায়া, মমতা ইত্যাদি সংসারের বন্ধনরূপ; মানুষ তার মৃত্যুকে ভুলে এই বন্ধনকে জাপটে ধরে। সামান্য ভূমি বা সম্পদ নিয়ে এমন এলাহী কাণ্ড সৃষ্টি হয় যা বিস্ময়ের অন্ত রাখে না। অথচ এ সত্য সম্পর্কে সকলেই অবগত যে, এর কিছুই মানুষের সঙ্গে যায় না বা যাবে না। তবুও অবুঝ শিশুর মতো আমরা প্রত্যেকে ক্ষণস্থায়ী সকল বস্তুকে চিরস্থায়ী ভাবার ভুল করি। প্রীতির বন্ধনে যত মানুষের সঙ্গে আমরা আবদ্ধ হই, তারাও প্রত্যেকে একে একে আমাদের ছেড়ে চলে যায়। দালানকোঠা, ঘরবাড়ি সবই অস্থায়ী, কিন্তু অস্থায়ী এ সম্পদের ওপরেই মানুষের অধিকারবোধ অতি প্রবল ।

আরো পড়ুন ঃ ভাবসম্প্রসারণঃ যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা

পৃথিবীতে মানুষে মানুষে যত সংঘাত হয় তার বেশির ভাগই এই অস্থায়ী বস্তুর কারণে। যখন সংসারে মানুষই চিরকাল টিকে থাকে না, তখন সম্পদের এই মোহ একেবারেই অযাচিত। পিতা-মাতা-সন্তানের এই যে সম্পর্কের চমৎকারিত্ব, তাও মৃত্যুর মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটে । প্রাণাধিক সবকিছুই মানুষকে পার্থিব পৃথিবীতে ব্যতিব্যস্ত করে; কিন্তু একসময় প্রাণ হারিয়ে সংসারে মানুষ খরচের খাতায় শামিল হয় ।

মন্তব্য ঃ সুখ-দুঃখ,হাসি-কান্না, প্রেম-ভালোবাসা কোনোকিছুই পৃথিবীতে অক্ষয় নয়। মানুষের মৃত্যুর সঙ্গে সঙ্গে এ সবকিছু পৃথিবী থেকে হারিয়ে যায়। তার সঙ্গে যায় সংসারের সকল পার্থিব কিছু । মানুষের ভ্রমই সংসারে তাকে বাঁচিয়ে রাখে, আর চেতনায় এলেই সংসারের ক্ষণস্থায়িত্ব সম্পর্কে সে টের পায়- সংসারে কোনোকিছুই চিরস্থায়ী নয়। [বিঃ দ্রঃ এটি পাঞ্জেরী গাইড বই থেকে সংগ্রহীত]

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফিউচার ড্রীম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url