অনুচ্ছেদঃ শীতের সকাল | বাংলা ২য় পত্র অনুচ্ছেদ রচনা
অনুচ্ছেদ সূচিপত্র ঃ
শীতের সকাল
প্রকৃতির অবারিত সৌন্দর্যভেলায় আনন্দ উপাদানের কোনো কমতি নেই। ঘর থেকে দু পা ফেলে বাইরে দৃষ্টি মেললেই চোখে পড়ে নিসর্গের অমৃত লহরি । তার মধ্যে শীতের সকাল অন্যতম। বাংলাদেশের ঋতুচক্রে শীত আসে রূপ ও রসের ডালি সাজিয়ে। শীতের মোহনীয় নৈসর্গিক রূপ ধরা পড়ে শিশির স্নাত সকাল বেলায়। কুয়াশার চাদরে ঢেকে থাকে চারপাশ। সূর্যিমামা মুখ লুকায় লজ্জায়, অভিমানে। ধীরে ধীরে মুখ বাড়িয়ে হাসে সোনালি সূর্য। ঘাসের ডগায় পড়ে থাকা শিশির বিন্দুতে রোদের আলো পড়ে মুক্তোর মতো চকচক করে। শীতের সকালে গ্রামে শুরু হয় পিঠা উৎসব। হিম শীতল ঠান্ডায় ভাপা, দুধপুলি, দুধচিতই, পাটিসাপটা প্রভৃতি পিঠা রসনায় আনে তৃপ্তির আস্বাদ। চাদর মুড়ি দিয়ে রোদে বসে পিঠা খাওয়ার সে কী তৃপ্তি! অন্যদিকে গৃহহীন, বস্ত্রহীন মানুষ খোঁজে একটু আশ্রয়, প্রশান্তির উষ্ণ চাদর। দরিদ্র ছেলেমেয়েরা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকে রোদের আদরের ভরসায়। রাত জাগে সকালের প্রত্যাশায়, সকাল জাগে সূর্যের স্পর্শ কামনায়। সবকিছু মিলিয়ে শীতের সকাল আমার প্রিয় মুহূর্ত যা অপূর্ব নৈসর্গিক উপাদানে ভাস্বর । [বিঃ দ্রঃ এটি লেকচার গাইড বই থেকে সংগ্রহীত]
আরো পড়ুন ঃ অতিথি পাখি অনুচ্ছেদ রচনা Class 5, 6, 7, 8, 9, 10
শীতের একটি সকাল
উত্তর: পৌষ-মাঘ মাসে কুয়াশার চাদর গায়ে শীতের আগমন ঘটে। শহুরে পরিবেশের চেয়ে গ্রামীণ পরিবেশে শীতের আমেজ বেশি উপভোগ করা যায়। এ কারণেই এক শীতের ছুটিতে মা-বাবা, বড় বোন ও আমি দাদা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ভোরে ওঠার অভ্যাস না থাকলেও দাদির ডাকে ঘুম ভাঙল শীতের পিঠা খাওয়ার জন্য। ঠাণ্ডা বাতাসের শুদ্ধ স্পর্শে শীতের তীব্রতা বুঝতে পারলাম। গায়ে চাদর জড়িয়ে উঠানে নেমে দেখলাম ঘন কুয়াশায় আস্তরণ চারদিকে। আর এর মাঝেই চাচি আর দাদি মিলে ভাপা পিঠা তৈরি করছে। চাচা গ্লাস ভর্তি খেজুরের রস খেতে দিলেন যা খেয়ে আমার শীত আরও বেড়ে গেল। পুকুরের দিকে তাকিয়ে মনে হলো যেন ধোঁয়া উঠছে। গ্রামের কৃষকেরা এই তীব্র শীতেও লাঙল কাঁধে গরু নিয়ে মাঠে যাচ্ছে। পূর্বদিকে রং ছড়িয়ে সূর্য উঠছে। সেই সূর্যের আলো শিশির ভেজা ঘাসে পড়ে মুক্তার মতো মনে হচ্ছিল। আস্তে আস্তে উঠানের একপাশেও রোদ পড়ল, সেখানে দাদি পাটি বিছিয়ে খেজুর রসের পায়েস খেতে দিলেন। শহুরে পরিবেশে শীতের সকাল বোঝা না গেলেও গ্রামে এসে শীতের সকালে সুখকর অনুভূতির পরশ পেলাম । [বিঃ দ্রঃ এটি পাঞ্জেরী গাইড বই থেকে সংগ্রহীত]
আরো পড়ুন ঃ (৩টি অনুচ্ছেদ) আমার প্রিয় শখ বই পড়া, বাগান করা ও ছবি আঁকা
ফিউচার ড্রীম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url