ভাবসম্প্রসারণঃ শিরে দিয়ে বাঁকা তাজ ঢেকে রাখ টাক
শিরে দিয়ে বাঁকা তাজ ঢেকে রাখ টাক
মূলভাব ঃ কিছু কিছু মানুষ ছলনার আশ্রয় নিয়ে নিজের ত্রুটিকে ঢেকে রাখতে চেষ্টা করে । এটি প্রকারান্তরে আত্মপ্রবঞ্চনার শামিল ।
সম্প্রসারিত ভাব ঃ আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা অলস ও অনুকরণপ্রিয়। তারা আরাম-আয়েশ করে বিলাসী জীবনযাপন করতে চায়। কিন্তু বিলাসী জীবনযাপনের জন্য তাদের সামর্থ্য আছে কি না তা তারা কখনো ভাবে না। এরূপ মানসিকতাসম্পন্ন ব্যক্তিবর্গ অন্যের বিলাসিতা দেখে তাকে অনুকরণ করতে চায়। কিন্তু পরিশ্রমের মাধ্যমে নিজের যাপিত জীবনের মান উন্নয়নের দিকে এরা বিশেষ মনোযোগী হয় না। কেউ দামি গাড়ি কিনলে আর্থিকভাবে সামর্থ্যহীন হওয়া সত্ত্বেও তারা তা পেতে চায়। ফলে অর্থনৈতিক দীনতার কারণে তারা শোচনীয় অবস্থায় নিপতিত হয়।
এরা ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে, কিন্তু আয়েশী বিছানায় শোয়ার জন্য উদ্যমী ও পরিশ্রমী হয় না। বিলাসী ও অনুকরণপ্রিয় এসব মানুষের কর্মকাণ্ড মাথায় টাকরূপী অভাব-অনটনকে ঢেকে রাখতে বাঁকা তাজ পরার সাথে তুলনীয়। নিজ অলসতায় অপ্রীতিকর অবস্থাকে তারা ছলনার আশ্রয়ে ঢেকে রেখে নিজেদের দরিদ্রতাকে আরো বাড়িয়ে তোলে ।
আরো পড়ুন ঃ ভাবসম্প্রসারণঃ লোকের ভালো, লোকের মন্দ লোকের সঙ্গে চলে যায়
মন্তব্য ঃ বাঙালি অন্ধ অনুকরণপ্রিয় অলস ও বিলাসী। শোচনীয় অবস্থায় নিপতিত হয়েও তারা নিজেদের দুর্বলতাকে ঢেকে রাখে। বাস্তব কর্মমুখী জীবনে তারা আত্মনিবেদিত হতে চায় না। যা কোনোভাবেই কাম্য নয় । [বিঃ দ্রঃ এটি পাঞ্জেরী গাইড বই থেকে সংগ্রহীত]
ফিউচার ড্রীম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url