ভাবসম্প্রসারণঃ সাধুতাই সর্বোৎকৃষ্ট পন্থা
সাধুতাই সর্বোৎকৃষ্ট পন্থা
মূলভাব ঃ সাধুতা বলতে সাধারণত সততাসহ মানবজীবনের অন্য সকল মানবীয় গুণের সমষ্টিকে বোঝায়। মানবজীবনের অমূল্য সম্পদ সাধুতা। এ গুণটি মানুষকে মহিমান্বিত করে; তার জীবনকে করে তোলে সুন্দর, নিষ্কলুষ ও পবিত্র ।
সম্প্রসারিত ভাব ঃ মনুষ্যত্ব ও মানবিকতার সমন্বয়ে অন্যতম শ্রেষ্ঠ গুণ হলো সাধুতা। একজন আদর্শিক মানুষের দেহে এটি আত্মার মতো আঁকড়ে থাকে। কথায়, আচরণে ও জীবনের কর্মক্ষেত্রে সাধুতাকে আত্মস্থ করতে পারলে তা সবার জন্য দৃষ্টান্ত হয়ে ওঠে। সে দৃষ্টান্ত আরো অনেককে সে গুণ অর্জনে আগ্রহী করে তোলে । যিনি সৎ ও সাধু তিনি সকলের পূজিত ও প্রশংসিত; সকলের কাছে তিনি সম্মানীয়। কার্যক্ষেত্রে দেখা গেছে, এমন মানুষকে দুর্জন ব্যক্তিও সমীহ করে থাকে। এ গুণের অধিকারী ব্যক্তিরা সবার বিশ্বাস ও আস্থা অর্জনে সমর্থ হন এবং সবার কাছে ভক্তি ও শ্রদ্ধার পাত্র হয়ে ওঠেন।
ফলে এমন ব্যক্তির জীবন হয়ে ওঠে মর্যাদাময়, তাৎপর্যময় ও সফল। যাঁরা নিজের মধ্যে সাধুতাকে ধারণ করেন, তাঁরা লোভ-লালসা ও হীন স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারেন । হীনম্মন্যতা তাঁদের স্পর্শ করে না এবং তাঁরা কখনো অন্যায়ের সঙ্গে আপস করেন না। তাঁদের জীবনে হয়তো সাময়িকভাবে দুঃখ-যন্ত্রণার শামিল হয়, কিন্তু বৃহত্তরভাবে তাঁরা দৃঢ় চরিত্রের অধিকারী হন। হয়তো সারা জীবন তাঁরা দুঃখ-কষ্টে কাটিয়ে দেন; কিন্তু এ নিয়ে তাঁদের কোনো আফসোস থাকে না। কারণ তাঁরা জানেন সাধুতার মধ্যেই সমস্ত সুন্দর, সত্য, সম্ভাবনা ও পুণ্য নিমজ্জিত রয়েছে।
আরো পড়ুন ঃ ভাবসম্প্রসারণঃ সবলের পরিচয় আত্মপ্রসারে, আর দুর্বলের স্বস্তি আত্মগোপনে
পৃথিবীতে যাঁরা এ গুণের অধিকারী তাঁরা নমস্য ও প্রাতঃস্মরণীয়। কিন্তু এর জন্যে তাঁদের দীর্ঘসময় এক কষ্টকর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। তাঁদের জীবনে নানা বিপত্তি এসেছে, এসেছে নানা প্রলোভন । কিন্তু কোনোকিছুর বিনিময়েই তাঁরা আদর্শকে সংকুচিত করেননি। স্বার্থান্ধ মানুষ সুযোগ পেলেই সৎ মানুষের পথে প্রতিকূলতা সৃষ্টি করে। কিন্তু তাঁরা সকল বিপত্তি পেরিয়ে শাশ্বত কল্যাণের পথে এগিয়ে যান।
মন্তব্য ঃ মানুষের আত্মবোধ, আত্মচেতনা ও মানবীয় গুণাবলির সার্বিক সপ্রকাশই হলো সাধুতা। তাই সাধুতার কোনো বিকল্প নেই; কারণ এ গুণটি যেকোনো মানুষকে অন্তর থেকে মহিমান্বিত করে তোলে। এর স্পর্শে মানুষ নিজেকে যেমন অবিকল্প করে তোলে, তেমনি সমাজকেও সার্বিকভাবে শুদ্ধচেতনায় গড়ে তোলে । [বিঃ দ্রঃ এটি পাঞ্জেরী গাইড বই থেকে সংগ্রহীত]
ফিউচার ড্রীম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url