ভাবসম্প্রসারণঃ লোকের ভালো, লোকের মন্দ লোকের সঙ্গে চলে যায়; কীর্তি এবং অকীর্তি জগতে বিচরণ করতে থাকে
লোকের ভালো, লোকের মন্দ লোকের সঙ্গে চলে যায়; কীর্তি এবং অকীর্তি জগতে বিচরণ করতে থাকে
মূলভাব ঃ মানুষের জন্ম ও মৃত্যু এ পৃথিবীতে চিরসত্য; তাকে মেনেই চলে স্বপ্নরচনা এবং কর্মসম্পাদন। যা মানুষের কল্যাণ করে, তেমন কাজের জন্য মানুষ নিজেকে ভাস্কররূপে খুঁজে পায়। আর যে কর্ম মানবাত্মার পতন ঘটায় তেমন অকৃতীকে মানুষ ছুড়ে ফেলে দেয় ।
সম্প্রসারিত ভাব ঃ নির্দিষ্ট বয়সের অঙ্কে মানুষ এ পৃথিবীতে স্থায়ী হয়; অর্থাৎ প্রতিটি মানুষ ক্ষণস্থায়ী জীবনের অধিকারী । নির্দিষ্ট সময় পর মৃত্যুর মধ্য দিয়ে মানুষের জীবনের অবসান ঘটে; সেই সঙ্গে হারাতে থাকে তার স্মৃতি। সৃষ্টির সেরা হিসেবে গৌরব নিয়ে জন্মগ্রহণ করলেও তাকে ধরে রাখা মানুষের কাছে রীতিমতো একটি চ্যালেঞ্জ। কারণ পৃথিবীতে মানুষের সকল কর্মই দৃশ্যমান হয়; কিছুটা আগে বা পরে । বিবেচনাবোধকে কাজে লাগিয়ে যদি মানুষ কর্মসম্পাদন করে তবে তা মানবকল্যাণমুখী হয়। এরকম কর্মই মানুষকে বাঁচিয়ে রাখে ভবিষৎকালে । প্রতিটি মানুষেরই রয়েছে ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, সুন্দর-অসুন্দরের আত্মবোধ; তা ছাড়া প্রতিটি মানুষ অফুরন্ত সম্ভাবনা নিয়েই পৃথিবীতে বিচরণ করে।
এ সম্ভাবনাই তাকে অসম্ভব সকল কর্মে উৎসাহিত করে থাকে। মানবকল্যাণমুখী এ সকল কর্মই মানুষের আত্মপরিচয়কে উদ্ভাসন করে থাকে; তাকে প্রাতঃস্মরণীয় বা নশ্বর পৃথিবীতে অবিনশ্বর করে তোলে । তার কীর্তি মৃত্যুর পরও মানুষের কাছে সমাদৃত হয়, আদরণীয় হয়। পৃথিবীর ইতিহাসে এমন অনেক মহামানবের খোঁজ আমরা পাই। অন্যদিকে বিবেককে বিসর্জন দিয়ে যে মানুষ তার মধ্যকার সম্ভাবনাকে নষ্ট করে ফেলে তার মধ্যে মনুষ্যত্বের লেশমাত্র থাকে না। লোভ-লালসা, অহংকার, অন্যের অমঙ্গল সাধনের চেষ্টা, পশুত্ব তার মধ্যে স্থান নিয়ে তাকে মানবতার শত্রুতে পরিণত করে।
আরো পড়ুন ঃ ভাবসম্প্রসারণঃ সংসারে কিছুই চিরদিনের জন্য নয়
এসব হীন চারিত্রিক বৈশিষ্ট্যকে সমাজে ছড়িয়ে দিয়ে মানুষ সামাজিক সাম্যকে নষ্ট করে এবং সেখান থেকে প্রেম ও ভ্রাতৃত্বকে দূর করে দেয়। এসব ক্ষতিকর ও অমানবিক কার্যকলাপ মানুষের কুকীর্তিরূপে বিবেচিত হয় । এমন মানুষ মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হয় এবং সর্বস্তরে ঘৃণার পাত্র হয় । তার মৃত্যু সমাজে স্বস্তি আনে এবং তার কর্ম মানুষকে সাবধান করে। ঘৃণায় সে মানুষের স্মরণযোগ্য হয় ।
মন্তব্য ঃ কল্যাণের জন্য আত্মত্যাগ ও মানব প্রগতির সহায়ক কর্মই এ পৃথিবীতে স্মরণযোগ্য হয়। বিবেকবান ও কল্যাণব্রতী মানুষই এমন কর্ম করে থাকে । জীবন তখনই সার্থক হয় যখন আত্মকর্ম চারিদিকে প্রশংসিত হয়। অন্যদিকে নিন্দিত কর্ম মানুষকে নিন্দনীয় করে এবং তাকে পৃথিবীর চোখে কলঙ্কিত আত্মায় রূপান্তরিত করে । [বিঃ দ্রঃ এটি পাঞ্জেরী গাইড বই থেকে সংগ্রহীত]
ফিউচার ড্রীম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url