ভাবসম্প্রসারণঃ যারা হস্তে মৃত্তিকা কর্ষণ করে, ভূমণ্ডলে তারাই সুখী
যারা হস্তে মৃত্তিকা কর্ষণ করে, ভূমণ্ডলে তারাই সুখী
মূলভাব ঃ মৃত্তিকা কষণ বলতে জমি চাষকে বোঝানো হয়েছে। পৃথিবীতে কৃষকই জমি কর্ষণ বা চাষ করে ফসল ফলায়। তাদের পরিশ্রমের ফলে পৃথিবীর মানুষের মুখে ওঠে অম্ল। পরিশ্রমলব্ধ সম্পদকে ভোগ করে বলে তারাই প্রকৃত সুখের অধিকারী হয়।
সম্প্রসারিত ভাব ঃ কবির দৃষ্টিতে সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা।' সত্যিকার অর্থেই চাষা তথা কৃষকের জীবন অতি বড় সাধনার। একজন সাধু বা দরবেশ যেমন সাধনায় সৃষ্টিকর্তার সান্নিধ্যলাভ করেন, তেমনি চাষাও তার সাধনার মাধ্যমে মাটির বুকে নবসৃষ্টির উন্মাদনা তৈরি করে। সেই সৃজনেই আপাত পৃথিবীর সমস্ত মানুষের পেটের সংস্থান হয়। শরীরে শক্তিলাভ করে তারা বেঁচে থাকে। তবে কৃষকের এই ভূমিকর্ষণ খুব সহজ কাজ নয়। যদিও বর্তমান পৃথিবীতে বিজ্ঞানের নানাবিধ আবিষ্কারে তার কায়িক শ্রম অনেকটাই কমে গেছে তবুও ফসল ফলানো এখনো তার কাছে প্রসব বেদনার মতোই কষ্টকর।
মাটির বুক লাঙল দিয়ে চিরে তার মধ্যে স্বপ্নের বীজ বপন করে কৃষক। তারপর সময়ের সঙ্গে সঙ্গে যত্নে যত্নে সে মাটিতে মাথা তুলে দাঁড়ায় ফসলের শীর্ষ। এতটুকু পর্যন্ত অর্জন করতেই রোদ, বৃষ্টি, ঝড়কে উপেক্ষা করে কৃষক। যখন সোনার ফসল মাথা তুলে দাঁড়ায় ভূমির ওপরে, তখন তার খুশির অন্ত থাকে না। এভাবেই কঠোর এক সাধনার পর দৈব বরপ্রাপ্ত হয় কৃষক। কিন্তু এ ভূমিতে পরিশ্রম অনুসারে কৃষকের মূল্যায়ন হয় না। কখনো সে ন্যায্য দাম পায় না, আবার কখনো নানা প্রাকৃতিক দুর্যোগে তার ফসল লোপাট হয়ে যায়।
আরো পড়ুন ঃ যতনে রতন মিলে, সারসত্য এই
কিন্তু তাতে তার মুখের হাসির অন্ত থাকে না। কারণ সুখকে করায়ত্ত করার কৌশল তার জানা। মাটির সঙ্গেই তার বসবাস, তাই মাটির গন্ধেই সে সুখ খুঁজে পায়। পরিশ্রমলব্ধ ফসলের সামান্য আহারও তার মুখে অকৃত্রিম হাসির ফোয়ারা ছোটায়। তার এ হাসিতে কোনো কৃত্রিমতা নেই, নেই কোনো আনুষ্ঠানিকতাও। কারণ হৃদয়তন্ত্র থেকে মা ও মাটিকে ভালোবেসে সুখের এ হাসি তার মুখে ফুটে ওঠে।
মন্তব্য ঃ পৃথিবীর উপরি পাটনে কৃষককূলই এমন সম্প্রদায় যাদের সরাসরি মাটির সঙ্গে লেনদেন হয়। মাটিকে ভালোবেসে তারা সেখানে আপনি সব শ্রম ঢেলে দেয় এবং সোনার ফসল ঘরে তোলে। তাই ভূমণ্ডলে তার সুখও নির্ভেজাল, অমলিন ও অক্ষয় তার হাসি। [বিঃ দ্রঃ এটি পাঞ্জেরী গাইড বই থেকে সংগ্রহীত]
ফিউচার ড্রীম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url