ভাবসম্প্রসারণঃ জীবনের ধন কিছুই যাবে না ফেলা
জীবনের ধন কিছুই যাবে না ফেলা
মূলভাব ঃ বিরাট এ পৃথিবীতে মানুষের জীবন অতিক্ষুদ্র হলেও তার অর্জন মোটেও ক্ষুদ্র নয় । জীবনে চলার পথের পাথেয় হিসেবে সে যে ক্ষুদ্র ক্ষুদ্র অভিজ্ঞতা অর্জন করে তা আপাতভাবে অকার্যকর মনে হলেও কোনো একদিন তার জীবনের প্রয়োজনেই সে জ্ঞান বিরাট ব্যপ্তিতে তার সামনে হাজির হয় ।
সম্প্রসারিত ভাব ঃ পৃথিবীর বিশাল এই রঙ্গমঞ্চে মানুষকে প্রতিনিয়ত নিত্যনতুন নানা অভিজ্ঞতায় জারিত হতে হয়। কোনো কোনো অভিজ্ঞতা তাকে যেমন বিপদে ধাতস্থ হবার শিক্ষা দেয়; আবার কোনো অভিজ্ঞতা তাকে প্রয়োজনীয় কর্মসম্পাদনে সাহায্য করে। কিন্তু জীবন চলার পথে কিছু এমন অভিজ্ঞতা সে অর্জন করে যা তার আচম্বিত কোনো প্রয়োজনে লাগে না। বিরাট জীবনের চলার পথে বিস্তৃত হয় সে অভিজ্ঞতার অধ্যায়। তার জীবন থেমে থাকে না, প্রতিনিয়ত নতুন-পুরাতনের সংঘর্ষে এগিয়ে চলে সে। হয়তো অর্জন করে পুরাতনের চেয়ে দামি ও ঋদ্ধ কোনো অভিজ্ঞতা। এভাবেই নতুনের ভিড়ে পুরাতন একসময় হারিয়ে যায়; মানুষের বেঁচে থাকাও থেমে থাকে না।
তারপর হঠাৎ কোনো একদিন সে ওই পুরাতন সময়ে ফেলে আসা একটি পরিস্থিতির সম্মুখীন হয়। স্মৃতিকে হাতড়িয়ে বেড়ায় অপরিশ্রান্তভাবে; ঠিক যখন আশাহত হয়ে হাল ছেড়ে দেয় সে তখনই অর্জিত ক্ষুদ্র ওই অভিজ্ঞতা স্বরূপে তার সামনে দাঁড়ায়- তাকে উদ্ধার করে। কবির সৃষ্টি, শিল্পীর সৃষ্টিও ঠিক এমনই; হয়তো তাঁরা শিল্পের খাতিরে তাঁদের অনেক সৃষ্টিকেই তেমন গুরুত্ব দেন না। কিন্তু একদিন সে তুক্ষভাবনার সৃষ্টিও নান্দনিক হয়ে ধরা দেয় দর্শক-পাঠকের সামনে। আজ যাকে তুচ্ছজ্ঞানে একপেশে করে ফেলা হয়েছে; হয়তো কাল তা কালোত্তীর্ণ হয়ে মানবসমাজে জায়গা করে নেবে।
আরে পড়ুন ঃ পরের জন্যে আত্মবিসর্জন ভিন্ন পৃথিবীতে স্থায়ী সুখের অন্য কোনো মূল্য নাই
মানুষের জ্ঞানবুদ্ধি, শিল্পসৃষ্টি প্রতিনিয়তই নবরূপে মানুষেরই সঙ্গী হয়। এমনকি অযত্নে রাখা একটুকরো ছোট কাগজও প্রয়োজনে নামি হয়ে দাঁড়াতে পারে। পৃথিবীতে এমন অনেক ঘটনা, অনেক আবিষ্কার রয়েছে যাকে কখনো-বা তুচ্ছতায় মুড়ে রাখা হয়েছিল; কিন্তু কালে তা মানুষের প্রশংসা উদ্ভাসিত হয়েছে। ছেঁড়া ছবি, ছেঁড়া পাণ্ডুলিপি পেয়েছে অমরত্বের আস্বাদ ।
মন্তব্য ঃ মানুষের কোনো আহুত জ্ঞান, অভিজ্ঞতা বা অর্জনই ক্ষুদ্র নয়; এমনকি তুচ্ছ নয় কোনো সামান্য বস্তুও। বাস্তবিক ক্ষেত্রে একদিন সামান্য দেখতে তুচ্ছতার বেশধারী যেকোনো অবয়বও হয়ে যেতে পারে অনন্যসাধারণ। তাই অবহেলায় কোনো কিছুকেই দূরে সরিয়ে না রাখাই শ্রেয়। [বিঃ দ্রঃ এটি পাঞ্জেরী গাইড বই থেকে সংগ্রহীত]
ফিউচার ড্রীম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url