ভাবসম্প্রসারণঃ যতনে রতন মিলে, সারসত্য এই
যতনে রতন মিলে, সারসত্য এই
মূলভাব ঃ মানুষের অর্জিত সবকিছুই গুরুত্ব বহন করে। কিন্তু সব অর্জন মানুষ ধরে রাখতে পারে না। অর্জিত সেই বিজয়গুলোই তার করায়ত্ত হয়; যেগুলো তার যত্নের ছোঁয়া পায় । যত্ন ছাড়া এ পৃথিবীর কোনো কিছুই স্থায়িত্ব লাভ করে না; তা সে বস্তু বা প্রাণী যা-ই হোক না কেন ।
সম্প্রসারিত ভাব ঃ ‘যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই/ পাইলেও পাইতে পারো অমূল্য রতন'— কবির এ রচনায় ক্ষুদ্রতার মধ্যেও বৃহত্তের একটি মহিমা তুলে ধরা হয়েছে। তবে বৃহত্ত এমনি এমনি আসে না। তার জন্য প্রয়োজন হয় বিশেষ দৃষ্টিভঙ্গির বা যত্নের; কারণ যত্ন ছাড়া এ পৃথিবীতে কোনোকিছুই উৎকর্ষ লাভ করে না। একটি ছোট্ট চারা গাছের কথাই ধরা যাক— তা যদি মানুষের যথার্থ যত্ন না পায় তবে শিশুকালেই গুটিয়ে যায় বা নষ্ট হয়ে যায়। কিন্তু নিয়মিত পানি, সারসহ অন্যান্য যত্ন পেলে সময়কালে গাছটি মহিরুহ আকার ধারণ করে। বাড়ির ছোট্ট পোষা প্রাণীটির ক্ষেত্রেও একই সত্য প্রযোজ্য।
বাড়ির সদস্যদের কাছ থেকে যত্নআত্তি পেয়েই ওই বাড়ির সদস্যে পরিণত হয় সে। মানুষের প্রাত্যহিক জীবনে যত্নবান হওয়ার এই বিষয়টি আরো তাৎপর্যপূর্ণ । যেকোনো কিছুতেই যত্ন থাকলে তার যে ফল হয় যত্ন না থাকলে ঠিক তার উল্টো ফল হয়। পড়াশোনা, গবেষণা, সংগীতচর্চা, ছবি আঁকা বা অন্য যেকোনো শিল্পকলার চর্চায় যত্ন ছাড়া বিশেষ কোনো ফললাভ হয় না। মানুষের সঙ্গে মানুষের সম্পর্কও নির্ভর করে যত্নের ওপর। যত্ন না থাকলে কোনো সম্পর্কই স্থায়িত্ব লাভ করে না। এমনকি মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কেও একসময় যত্নের প্রয়োজন হয়ে পড়ে। একটি শিশু জন্মগ্রহণ করে সবার যত্ন পায়।
আরো পড়ুন ঃ যে স্বভাব গঠনে চেষ্টা করে, চিন্তা করে, সে এবাদত করে
কারণ জন্মের পর পরই পৃথিবীর রুক্ষতা তাকে ঘিরে ধরে। সে মুহূর্তে বিশেষ যত্ন না পেলে তার প্রাণ রক্ষা হয় না । শৈশবের সমস্তক্ষণই তাকে যত্নের মধ্যে থাকতে হয়। সে কারণে সে সুন্দর রূপে নিজেকে বড় করে তুলতে পারে। মানুষের মনে নানাবিধ সব চিন্তার উদয় হয় কিন্তু খুব কমই তার পরিণতি পায়। যে চিন্তাকে মানুষ আত্মজ্ঞানে, যত্নে প্রকাশ করে সেটিই তার মহত্ত্বকে তথা সৃষ্টিশীলতার প্রতিনিধিত্ব করে ।
মন্তব্য ঃ মানুষের চিন্তা কর্ম সবকিছুই পরিপূর্ণতা পায় তার যত্নের ছোঁয়ায়। যত্নে মানুষ যেমন অসাধারণ কিছু জন্ম দিতে পারে, তেমনি যত্ন না থাকলে [বিঃ দ্রঃ এটি পাঞ্জেরী গাইড বই থেকে সংগ্রহীত]
ফিউচার ড্রীম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url