ভাবসম্প্রসারণঃ যে স্বভাব গঠনে চেষ্টা করে, চিন্তা করে, সে এবাদত করে

ভাবসম্প্রসারণঃ যে স্বভাব গঠনে চেষ্টা করে, চিন্তা করে, সে এবাদত করে

যে স্বভাব গঠনে চেষ্টা করে, চিন্তা করে, সে এবাদত করে

মূলভাব ঃ এবাদত অর্থ সৃষ্টিকর্তার ধ্যানে নিজেকে নিবেদিত করা; নিজের মনকে সৃষ্টিকর্তার কাছে সমর্পণ করা। এবাদতে বিভোর থাকলে আত্মচরিত্র আপনা-আপনি শুদ্ধ হয়ে যায়। তাই উত্তম চরিত্র গঠনের চেষ্টা কিংবা উত্তম স্বভাবের অধিকারী হওয়ার চিন্তা করা এবাদত করারই নামান্তর

সম্প্রসারিত ভাব ঃ সৃষ্টিকর্তার সঙ্গে একাত্ম হওয়ার জন্য মানুষ যে প্রক্রিয়া অনুসরণ করে তাকেই আমরা এবাদত বলে থাকি। সৃষ্টিকর্তার সন্তুষ্টিলাভের আশায়, তার করুণালাভের আশায় আমরা এবাদত করি। পৃথিবীর প্রতিটি ধর্মেই এবাদত তথা প্রার্থনার আলাদা প্রক্রিয়া রয়েছে; স্ব স্ব ধর্মের অনুসারীরা সেই প্রক্রিয়াকে অনুগমন করেই এবাদত বা প্রার্থনা করে থাকে। তবে এবাদত তথা প্রার্থনা যে ধর্মে যেভাবেই হোক না কেন তার মূল লক্ষ্য সৃষ্টিকর্তার সঙ্গে একাত্ম হওয়া। পৃথিবীর সব ধর্মেই তাই এবাদত তথা উপাসনাকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। কারণ স্রষ্টার সন্তুষ্টিলাভের মধ্যেই রয়েছে মানুষের ইহজাগতিক মুক্তি; আর পরকালীন ঐশ্বর্যও নির্ভর করে স্রষ্টার সন্তুষ্টির ওপরেই। 

মানুষের পরকালীন ঐশ্বর্য ও ইহকালীন মুক্তি যেমন তার কাছে গুরুত্বপূর্ণ, তেমনি একইভাবে গুরুত্বপূর্ণ তার আত্মচরিত্র গঠন। কারণ চরিত্র মানবজীবনের অমূল্য সম্পদ। চরিত্র গঠনের মধ্য দিয়েই মানুষ ন্যায়-অন্যায়, ভালো-মন্দ, কল্যাণ-অকল্যাণের পার্থক্য উপলব্ধি করতে পারে। আবার এটি মানুষকে সৎ, ভালো ও কল্যাণের পথে পরিচালিত করে এবং অন্যায় ও অসৎ পথে চলতে নিরুৎসাহিত করে।

আরো পড়ুন ঃ মানুষ আপনার ঘর আপনি রচনা করে

তাই উত্তম চরিত্র গঠন রীতিমতো একটি সাধনার ব্যাপার; যা অনেক ত্যাগ-তিতিক্ষা ও আত্মসংযমের মধ্য দিয়ে অর্জন করতে হয়। বেশির ভাগ মানুষই সম্পূর্ণভাবে এ ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী হয় না। বিভিন্ন সীমাবদ্ধতা ও লোভ-লালসা তাদের আঁকড়ে ধরে। তবে কিছু মানুষ পুরোপুরি উত্তম চরিত্রের অধিকারী হন; তাঁরাই সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভ করে থাকেন । পৃথিবীতে তাঁরাই যশস্বীকতার অধিকারী হন ।

মন্তব্য ঃ এবাদতে মানুষ যেভাবে আত্মনিয়ন্ত্রণ করে বিধাতাকে আপন অস্তিত্বে অনুভব করে, তেমনি উত্তম চরিত্র গঠন করেও মানুষ নিজের আত্মাকে বিধাতার দরবারে হাজির করতে পারে। উত্তম চরিত্র গঠন কোনোভাবেই এবাদতের চেয়ে কম তাৎপর্যপূর্ণ নয়। তাই মানুষের এরকমের চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী হওয়ায় সচেষ্ট হওয়া উচিত। [বিঃ দ্রঃ এটি পাঞ্জেরী গাইড বই থেকে সংগ্রহীত]

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফিউচার ড্রীম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url