অনুচ্ছেদঃ শৈশবস্মৃতি | বাংলা ২য় পত্র অনুচ্ছেদ রচনা

অনুচ্ছেদ রচনা

শৈশবস্মৃতি

শৈশবের ফেরে আসা নানা রঙের দিনগুলোর কথা মানুষ কখনই ভুলতে পারে না। শৈশবকাল হলো আনন্দ আর মজায় ভরপুর এক সোনালি সময়। সেই শৈশবকাল যখন অতীত হয়ে যায় তখন থেকেই অবসরে মনের আয়নায় ভেসে ওঠে শৈশবের সুখস্মৃতি। তখনকার ছোটখাটো দুঃখ-কষ্ট-বেদনাকেও মনে হয় স্মৃতিময় স্বর্ণখণ্ড । আর এসব কারণেই শৈশবের স্মৃতি নেয় রচিত হয় গল্প-উপন্যাস, কবিতা-নাটক। সিনেমার পর্দায় ভেসে ওঠে শৈশবের হীরকখণ্ড ঘটনাবলি । আমার মতো অনেকেরই শৈশব কেটে ফুলে-ফলে ভরা সবুজ পাতায় ঘেরা পাকি ডাকা গ্রামে। এক চিলতে রঙিন ফিতার মতো নদী বয়ে যায় গ্রামের পাশ দিয়ে । নৌকার মাঝির কণ্ঠে শোনা যায় ভাটিয়ালি গান। সেই ছোট্ট নদীতে দলবেঁধে গোসল করতে করতে গামছা দিয়ে মাছ ধরার কথা কোনো দিনই ভোলা যাবে না। মনে পড়ে স্কুলের প্রথম দিনের কথা। আমার জন্য সেদিন ছিল একটা আলাদা দিন। আনন্দ আর ভয়ের মিশেলে আমি নতুন জামাকাপড় পরে দাদুর সঙ্গে স্কুলে গেলাম। আমাকে হেডস্যার খুব আদর করলেন এবং নিজেই ক্লাসে নিয়ে সহপাঠীদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন । আমার সামনে খুলে গেল এক নতুন জগৎ। পড়ার সাথি, খেলার সাথি হিসেবে যাদেরকে পেলাম তারাও আমাকে ভালোবেসে কাছে টেনে নিল । দুলে দুলে সুর তুলে বর্ণ ও নামতা পড়ার কথা আজও হৃদয়কে দোলা দিয়ে যায়। আসলে ফেলে আসা শৈশবস্মৃতি সততই সুখের। মানুষের স্মৃতিপটে শৈশবকালের ঘটনাবলি ভেসে উঠলে বর্তমানকে তুচ্ছ মনে হয়। শৈশবে সব শিশুই বড়দের কাছ থেকে আলাদা নজর কাড়তে সক্ষম হয় । বাড়তি বাড়তি পায় আদর-স্নেহ-ভালোবাসা। বাবার আদর মায়ের স্নেহের আলোয় ঝলমল করে ওঠে শিশুর পৃথিবী। আরও সুখের পরশ বুলায ফুলের পাপড়ি, পাখির ছানা ও ঘাসফড়িং। শৈশবকে আরও রঙিন করে তোলে ঘুড়ি ওড়ানো সোনালি বিকেল। আবার রাতে ঘুমানোর আগে দাদি-নানির গল্প বলার সময় ভাই- বোনদের প্রতিযোগিতা শুরু হয়ে যেত কে.কত কাছে ঘেঁষে শুতে পারে। এত আনন্দ এত সুখ আর কখনো ফিরে আসবে না। স্কুলের একটি ঘটনার কথা মনে পড়লে আজও হাসি পায় আমার। আমাদের সময়ে প্রতিষেধক টিকা দিতে স্কুলেই সরকারি লোকজন আসত। একদিন এক ভদ্রলোককে ব্যাগ নিয়ে স্কুলে আসতে দেখেই আমি বই খাতা ফেলে পালিয়ে যাই। কারণ টিকা দেওয়ার কথা শুনলেই আমি ভয় পেতাম। পরে জানলাম ভদ্রলোক শিক্ষা। অফিসার। সেদিনের কথা মনে হলে আজও হাসি পায়। শৈশবের অনেক ঘটনাই এখন হাস্যকর মনে হয় কিন্তু তাকে ভোলা যায় না। অজান্তেই মনের আয়নায় ভেসে ওঠে বারবার। তখন মন ফিরে পেতে চায় হারানো শৈশব ।

আরো পড়ুন ঃ রূপসী বাংলা | বাংলা ২য় পত্র অনুচ্ছেদ রচনা

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফিউচার ড্রীম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url