ভাবসম্প্রসারণঃ পরের জন্যে আত্মবিসর্জন ভিন্ন পৃথিবীতে স্থায়ী সুখের অন্য কোনো মূল্য নাই
পরের জন্যে আত্মবিসর্জন ভিন্ন পৃথিবীতে স্থায়ী সুখের অন্য কোনো মূল্য নাই
মূলভাব ঃ পৃথিবীর মানুষের জন্য সুখ-দুঃখের অনুভূতি খুবই ক্ষণস্থায়ী। সাধারণ মানুষ এ অনুভূতির চর্চাতেই জীবন অতিবাহিত করে। তবে তার মধ্যেও কিছু মানুষ অপরের জন্য আত্মোৎসর্গে নিয়োজিত হয়। তাদের সুখানুভূতি সাধারণ যেকোনো মানুষের চেয়ে স্থায়িত্ব লাভ করে ।
সম্প্রসারিত ভাব ঃ জন্ম ও মৃত্যুর ধ্রুবসত্যকে স্বীকার করেই মানুষ এ পৃথিবীতে বিচরণ করে। তার সকল অনুভূতি পৃথিবীর জল হাওয়াকে উপলব্ধ করেই বর্ধিত হয়। পৃথিবীর প্রকৃতি তার হৃদয়ে নানা অনুভূতির জন্ম দেয়। সে অনুভূতিকে উপলব্ধি করে স্বভাবতই সকল মানুষ সুখপ্রত্যাশী; জন্মের পর থেকে সুখের সোনার হরিণ খুঁজতেই তার জীবনাবসান হয়। কিন্তু শেষমেশ তা মেলে খুব কম জনের ভাগ্যে। তারপরও মানুষ সুখপ্রত্যাশী হয়েই শান্তিলাভ করে। দুঃখ তার অন্বিষ্ট নয়; দুঃখের স্পর্শ থেকে সবসময় নিজেকে দূরে রাখতে চায়। অধিকাংশ মানুষই পার্থিব জীবনযাপন প্রক্রিয়ায় সুখ খুঁজে বেড়ায়; খোঁজ পায়ও কিছুলোক।
কিন্তু তার স্থায়িত্ব হয় খুব অল্প সময়ের জন্য। ক্ষণস্থায়ী সুখকে হারিয়ে অনেকেই দিগ্ভ্রান্ত হয়ে দুঃখের সাগরে নিমজ্জিত হয়; তখন সুখ দুঃখেরই নামান্তর হয়। তবে কিছু মানুষ সুখকে সারাজীবন আত্মসঙ্গী করে রাখে একটি বিশেষ মানবীয় বৈশিষ্ট্যের দ্বারা। তারা সারাজীবন নিজের সমস্ত আত্মবাসনাকে বিসর্জন দিয়ে অপরের কল্যাণের জন্য কাজ করতে থাকে। প্রয়োজনে অপরের জন্য আত্মোৎসর্গ করতেও তারা বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করে না। পৃথিবীর ইতিহাসে এমন মানুষের সংখ্যা খুব কম নয়। হেলেন কিলার যুদ্ধক্ষেত্রে আহত সৈন্যদের সেবা করে সমস্ত জীবন অতিবাহিত করেছেন এবং মৃত্যুবরণ করেছেন। তাঁকে অনুসরণ করে অনেকেই এগিয়ে এসেছেন এ মহতীব্রতে। [বিঃ দ্রঃ এটি পাঞ্জেরী গাইড বই থেকে সংগ্রহীত]
আরো পড়ুন ঃ আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য
মাদার তেরেসা মানুষের সেবা করতে করতে নিজের জীবনের সমস্তক্ষণ অতিবাহিত করেছেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে কতজন মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করতে এগিয়ে এসেছেন। এরকম আরো মানুষের উদাহরণ পাওয়া যাবে প্রতিদিনের পৃথিবীতে। যাঁরা ক্ষণস্থায়ী সুখকে অগ্রাহ্য করে মানুষের জন্য আত্মনিবেদন করেছেন। প্রকৃতপক্ষে পৃথিবীতে তাঁরাই হয়েছেন স্থায়ী সুখের অধিকারী।
মন্তব্য ঃ পৃথিবীতে সুখ খুবই ক্ষণস্থায়ী একটি অনুভূতি। তবে মানুষ তাকেই আত্মগুণে দীর্ঘস্থায়ী করেছে। যারা আত্মসুখ অন্বেষণে অস্থির হয়ে পড়ে, তাদের সুখানুভূতি স্থায়িত্ব পায় না। পক্ষান্তরে যে বা যারা পরের জন্য নিজের সমস্ত কিছু বিকিয়ে দেয় তাদের সুখই স্মরণীয় ও দীর্ঘস্থায়ী।
ফিউচার ড্রীম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url