গায়ত্রী মন্ত্র কি - গায়ত্রী মন্ত্র পাঠের নিয়ম - গায়ত্রী মন্ত্র পাঠের উপকারিতা

গায়ত্রী মন্ত্র পাঠের উপকারিতা

সুধি পাঠক বৃন্দ সকলকে জানাই আমার নমস্কার। আজকের আর্টিকেলে আমরা গায়ত্রী মন্ত্র কি - গায়ত্রী মন্ত্র পাঠের নিয়ম - গায়ত্রী মন্ত্র পাঠের উপকারিতা এই তিনটি গুরুত্বপূর্ণ ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করব। হিন্দু ধর্মাবলম্বীদের সবার গায়ত্রী মন্ত্র কি - গায়ত্রী মন্ত্র পাঠের নিয়ম - গায়ত্রী মন্ত্র পাঠের উপকারিতা এই তিন বিষয় সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আপনার যদি এই তিনটি বিষয় সম্পর্কে জানতে ইচ্ছে করে তাহলে আজকের আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন।

গায়ত্রী মন্ত্র কি

হিন্দু ধর্ম অনুসারে সঠিক নিয়ম মেনে ও সঠিক সময়ে গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারলে অধিক পূর্ণ্য লাভ হয়। মন্ত্র পাঠের সময় মন্ত্রের সঠিক উচ্চারণ করাও জরুরি। মন্ত্রের সঠিক উচ্চারণ করে কিভাবে পাঠ করতে হয় তাও আজকের এই পোস্টে থাকছে। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেই গায়ত্রী মন্ত্র কি - গায়ত্রী মন্ত্র পাঠের নিয়ম - গায়ত্রী মন্ত্র পাঠের উপকারিতা সম্পর্কে 

পোস্ট সূচিপত্র ঃ

গায়ত্রী মন্ত্র কি

প্রিয় পাঠক আজকের এই অনুচ্ছেদে আমরা গায়ত্রী মন্ত্র কি তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সনাতন ধর্ম শান্ত্র অনুযায়ী সকল মন্ত্রের উর্দ্ধে গায়ত্রী মন্ত্রকে স্থান দেওয়া হয়। সনাতন ধর্ম শাস্ত্রমতে আমাদের যে কোনো কার্য করার আগে মন্ত্র পাঠের বিধান আছে। কিন্তু আপনি জানেন কি কোন মন্ত্র কি কারণে পাঠ করা হয় বা কেন পাঠ করা হয় সেটা।

জানেন না তো, কোনো সমস্যা নাই আজকের পোস্টটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ার মধ্যে দিয়ে জানতে পারবেন। গায়ত্রী মন্ত্র এই নামটি আমরা হিন্দু ধর্মাবলম্বীরা সকলেই কম বেশি শুনেছি। কিন্তু গায়ত্রী মন্ত্র কি কেন পাঠ করা হয় তা আমরা অনেকেই জানি না। তাহলে চলুন জেনে নেওয়া যাক গায়ত্রী মন্ত্র কি।

▶▶ আরো পড়ুন ঃ হিন্দু ধর্মের নিত্য প্রয়োজনীয় সকল মন্ত্র বাংলা অর্থ সহ

হিন্দু ধর্ম শান্ত্র অনুসারে গায়ত্রী মন্ত্র হল একটি শক্তিশালী মন্ত্র। হিন্দু ধর্ম শান্ত্রে এই মন্ত্রকে মহামন্ত্র বলে উল্লেখ করা হয়েছে। সনাতন ধর্মে অনেক মন্ত্রের উল্লেখ রয়েছে। প্রতিটি মন্ত্রের আলাদা আলাদা গুণ ও উপকারিতাও রয়েছে। তেমনি এই মহামন্ত্র তথা গায়ত্রী মন্ত্রেরও উপকারিতা রয়েছে। ব্রক্ষ্ম থেকে ওঁ , ওঁ থেকেই সাবিত্রী তথা গায়ত্রী আর এই গায়ত্রী থেকেই বেদ এর সৃষ্টি।

সুতরাং গায়ত্রী হলো সকল বেদের বীজ। আর গায়ত্রী মন্ত্র হল বৈদিক হিন্দু ধর্ম শান্ত্রের একটি গুরুত্বপূর্ণ মন্ত্র। প্রচলিত বিশ্বাস ও ভক্তি অনুসারে, বেদে উল্লিখিত অন্যান্য মন্ত্রের ন্যায় গায়ত্রী মন্ত্রটিও অপৌরষেয় এবং এক ব্রক্ষর্ষির কাছে এই মন্তটি প্রকাশিত। গায়ত্রী মন্ত্রটি বৈদিক সংস্কৃত ভাষায় রচিত। গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের একটি সূক্ত। সনাতন ধর্মে গায়ত্রী মন্ত্র ও এই মন্ত্রে উল্লিখিত দেব দেবীকে অভিন্ন জ্ঞান করা হয়।

এই মন্ত্র দ্বারা হিন্দু দেবতা সাবিত্রী কে আবাহন করা হয়। তাই এই মন্ত্রের আরেক নাম সাবিত্রী মন্ত্র। গায়ত্রী মন্ত্রের শুরুতে ওঁ কার এবং মহাব্যাহৃতি নামে পরিচিত ভূর্ভুবঃ স্বঃ এই শব্দ গুলোও পাওয়া যায়।এই তিন শব্দ দ্বারা তিন জগৎকে বোঝানো হয়। ভূঃ বলতে বোঝানো হয়েছে মর্ত্যলোককে, র্ভুবঃ বলতে বোঝায় স্বর্গলোককে এবং স্বঃ বলতে বোঝায় স্বর্গ ও মর্ত্যের সংযোগকারী এক লোক।

প্রিয় পাঠক আপনি যদি এই অনুচ্ছেদটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ে থাকেন তাহলে আপনি অবশ্যই গায়ত্রী মন্ত্র কি সেটা জানতে পেরেছেন বলে আমি মনে করি।

গায়ত্রী মন্ত্র জপ করলে কি হয়

প্রিয় পাঠক ইতিপূর্বে আমরা গায়ত্রী মন্ত্র কি এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এখন আমরা জানার চেষ্টা করব গায়ত্রী মন্ত্র জপ করলে কি হয় সেই বিষয়টি। আপনি আজকের এই অনুচ্ছেদটি পড়ার মাধ্যমে গায়ত্রী মন্ত্র জপ করলে কি হয় সেই সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি।

হিন্দু ধর্ম শান্ত্র অনুযায়ী আমাদের সকলের মন্ত্র জপ করার বিধান রয়েছে। কিন্তু শুধু মন্ত্র জপ করলে তাৎক্ষণিক ফল লাভ হবে না। এই জন্য মন্ত্র জপের নিয়ম সমূহও জানতে হবে। যা আমরা পরবর্তী অনুচ্ছেদের মধ্যে আলোচনা করেছি। হিন্দু ধর্ম শান্ত্রে বহু মন্ত্রের উল্লেখ রয়েছে। তাছাড়া প্রতিটা দেব দেবীর আলাদা আলাদা মন্ত্র রয়েছে। তবে হিন্দু ধর্মাবলম্বীরা এটাই বিশ্বাস করেন যে গায়ত্রী মন্ত্র হল সবচেয়ে শক্তিশালী মন্ত্র।

▶▶ আরো পড়ুন ঃ নামের প্রথম অক্ষর দিয়ে রাশি জানার উপায় | রাশিফল নির্ণয়

ঋগ্বেদে এই মন্ত্রটি সংস্কৃত ভাষায় উল্লেখ পাওয়া যায়। ধর্মীয় বিশ্বাস অনুসারে প্রতিদিন নিয়মিত মন্ত্র জপের মধ্যে দিয়ে জীবনে সকল দুঃখ দুর্দশা কেটে জীবনে সুখের সূর্য উদয় হয়। নিয়মিত মন্ত্র জপের মধ্যে দিয়ে অশান্ত মন শান্ত হয়, দেহ পবিত্র হয়, মনের সকল দু-চিন্তা, কু-ভাবনা, ইত্যাদি দূর হয়ে যায়। নিয়মিত মন্ত্র জপের মধ্যে দিয়ে ধৈর্য্য বৃদ্ধি পায় সেই সাথে মনের একাগ্রতাও।

আপনি যদি এই পোস্টটি সম্পূর্ণটা ধৈর্য সহকারে পড়ে থাকেন তাহলে আপনি অবশ্যই এই পোস্টের আলোচ্য বিষয় সম্পর্কে জানতে পারবেন।

গায়ত্রী মন্ত্র বাংলায়

প্রিয় পাঠক গণ ইতিমধ্যে আমরা গায়ত্রী মন্ত্র কি, গায়ত্রী মন্ত্র জপ করলে কি হয়, এই দুইটি বিষয় নিয়ে আলোচনা শেষ করে ফেলেছি। এখন আমরা গায়ত্রী মন্ত্র বাংলায় পাঠ করার চেষ্টা করব। গায়ত্রী মন্ত্র পাঠের মাধ্যমে অনেক সুফল পাওয়া যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই মন্ত্র সম্পর্কে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে অনেকেই অবগত নন। 

তাই আজকে আমি তাদের উদ্দেশ্য গায়ত্রী মন্ত্রটি বাংলায় পাঠ করার চেষ্টা করব। আমরা সকলেই জানি যে ধর্মীয় বিধি অনুসরণ করে, সঠিক নিয়ম ও সঠিক পদ্ধতিতে মন্ত্র পাঠ করলে অধিক পূর্ণ্য লাভ করা যায়। মন্ত্র পাঠের মধ্যে দিয়ে দেহ, মন, আত্মা সবকিছু পবিত্র হয়ে যায়। তাছাড়া মন্ত্র পাঠ করলে অশান্ত মনও শান্ত হয়ে যায় মনের সুখ অনুভব হয়। তাহলে চলুন জেনে নেই গায়ত্রী মন্ত্র টি

গায়ত্রী মন্ত্র সংস্কৃত ঃ

ॐ भूर्भुवः स्वः

तत्स॑वितुर्वरे॑ण्यं

भर्गो॑ देवस्य॑ धीमहि।

धियो यो नः॑ प्रचोदया॑त्॥

গায়ত্রী মন্ত্র বাংলা ঃ

ওঁ ভূর্ভুবঃ স্বঃ

তৎ সবিতুর্বরেণ্যং

ভর্গো দেবস্য ধীমহি

ধিয়ো য়ো নঃ প্রচোদয়াৎ।।

গায়ত্রী মন্ত্র বাংলা অনুবাদ ঃ যিনি বিশ্বের সৃষ্টি স্থিতি লয়ের কারণ স্বরূপ, যিনি (সবিতুঃ) অর্থাৎ, সৎ চিৎ আনন্দময় এবং আমাদের (ধীয়ঃ) বুদ্ধির প্রেরণা দাতা, সেই সদালীলায় জগৎস্রষ্টা পরমেশ্বরের বরণীয় (দেবস্য) জ্যোতির্ময় (ভর্গঃ) তেজকে বা রূপকে আমরা (ধীমহি) ধ্যান করি। আমরা প্রার্থনা করি, তিনি যেন আমাদের বুদ্ধি বৃত্তিকে সর্বদা কল্যাণময় কার্যে নিয়োজিত করেন।

গায়ত্রী মন্ত্র উচ্চারণ

প্রিয় পাঠক ইতিপূর্বে আমরা পর্ব আলোচনা করা শেষ করে ফেলেছি। এখন আমরা আলোচনা করব চতুর্থ পর্ব তথা গায়ত্রী মন্ত্র উচ্চারণ নিয়ে। পূর্বের অনেক আলোচনায় আমরা গায়ত্রী মন্ত্রের বিভিন্ন পাঠ নিয়ে আলোচনা করেছি। তাই এখন আমি আপনাদেরকে কিভাবে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে হয় সেই সম্পর্কে জানাব

▶▶ আরো পড়ুন ঃ হিন্দু ধর্মের বেদ কয় প্রকার ও কি কি | কোন বেদে কি আছে জানুন

আমরা ইতিপূর্বে আমরা জেনে এসেছি যে নিয়মিত মন্ত্র পাঠের মধ্যে দিয়ে শরীর, মন, দেহ পবিত্র হয় এবং মনে একাগ্রতা আসে। কিন্তু এই বিষয়টিও আমাদের খেয়াল রাখতে হবে যে, শুধুমাত্র মন্ত্র পাঠ করলেই সব কিছু হয় না। সেইসাথে প্রয়োজন হয় সঠিক নিয়ম ও সঠিক উচ্চারণ এর। সঠিক নিয়মে বা সঠিক উচ্চারণ না জেনে মন্ত্র পাঠ করলে পূর্ণ্য থেকে পাপ বেশি হয়।

তাই মন্ত্র পাঠের আগে মন্ত্র উচ্চারণ এর দিকে নজর বেশি দিতে হবে। আর আপনি যদি মন্ত্রের সঠিক উচ্চারণ না জেনে থাকেন তাহলে আজকের এই অনুচ্ছেদটি পড়ার মধ্যে দিয়ে জানতে পারবেন। আপনাদের সুবিধার জন্যে আমি মন্ত্রের সঠিক উচ্চারণ লিখে এবং ভিডিও দুই প্রকারেই দিয়ে দিছি। তাহলে চলুন জেনে নেই গায়ত্রী মন্ত্রের সঠিক উচ্চারণ

গায়ত্রী মন্ত্রের সঠিক উচ্চারণ

প্রণব বা ওঁ সনাতনীদের চির আশ্রয়ের স্থল। প্রাচীনকাল হতে সনাতন ধর্ম ও তার ভক্তদের দ্বারা উচ্চারিত হয়ে আসছে এই পবিত্র ধ্বনিটি। মাণ্ডুক্যোপনিষদে ওঁ এর অ+উ+ম্ এর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। পরবর্তীকালের শাস্ত্রগুলোতেও এসেছে অ+উ+ম্ মিলে ওঁ এর গঠনগত ব্যাখ্যা। সন্ধির নিয়মে অ+উ হয়ে যায় ও এবং তা প্লুতস্বরে ম্-কে সাথে নিয়ে হয়ে যায় ওঁ। তবে আজকালকার কিছু স্বঘোষিত "সদ্গুরু" নিয়ে আসছে মন্ত্র উচ্চারণের নানান থিওরি। ফলে সাধারণ হিন্দুরা বিভ্রান্ত হয় ওঁ বা ওঁ এর উচ্চারণ কি ও(অ+উ)ম্ না আ+উ+ম্।

গায়ত্রী মন্ত্রের সঠিক উচ্চারণ জানতে নিচের ভিডিওটি দেখুন

গায়ত্রী মন্ত্র Lyrics

প্রিয় পাঠক ইতিপূর্বে আমি গায়ত্রী মন্ত্র উচ্চারণসহ আরো অনেক বিষয়ে আলোচনা করেছি। এখন আমি আপনাদের জন্য গায়ত্রী মন্ত্র Lyrics আকারে তুলে ধরার চেষ্টা করব। অনেকেই গায়ত্রী মন্ত্র Lyrics সম্পর্কে জানেন আবার অনেকেই জানেন না। তাই যারা জানেন না তাদের জন্য আজকের এই অনুচ্ছেদটি। আজকের অনুচ্ছেদের মধ্যে আমি আপনাদের জন্য গায়ত্রী মন্ত্র Lyrics সংস্কৃত ও গায়ত্রী মন্ত্র Lyrics বাংলা দুটিই তুলে ধরেছি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক।

▶▶ আরো পড়ুন ঃ শ্রী কৃষ্ণের অষ্টতর শতনাম লিরিক্স বাংলায় | কৃষ্ণের অষ্টতর শতনাম

গায়ত্রী মন্ত্র Lyrics সংস্কৃত ঃ

ॐ भूर्भुवः स्व:

तत्सवितुर्वरेण्यं भर्गो

देवस्य धीमहि

धियो यो नः प्रचोदयात् ॥

ॐ भूर्भुवः स्व:

तत्सवितुर्वरेण्यं भर्गो

देवस्य धीमहि

धियो यो नः प्रचोदयात् ॥

ॐ भूर्भुवः स्व:

तत्सवितुर्वरेण्यं भर्गो

देवस्य धीमहि

धियो यो नः प्रचोदयात् ॥

ॐ भूर्भुवः स्व:

तत्सवितुर्वरेण्यं भर्गो

देवस्य धीमहि

धियो यो नः प्रचोदयात् ॥

ॐ भूर्भुवः स्व:

तत्सवितुर्वरेण्यं भर्गो

देवस्य धीमहि

धियो यो नः प्रचोदयात् ॥

ॐ भूर्भुवः स्व:

तत्सवितुर्वरेण्यं भर्गो

देवस्य धीमहि

धियो यो नः प्रचोदयात् ॥

ॐ भूर्भुवः स्व:

तत्सवितुर्वरेण्यं भर्गो

देवस्य धीमहि

धियो यो नः प्रचोदयात् ॥

ॐ भूर्भुवः स्व:

तत्सवितुर्वरेण्यं भर्गो

देवस्य धीमहि

धियो यो नः प्रचोदयात् ॥

গায়ত্রী মন্ত্র Lyrics বাংলা ঃ

▶▶ আরো পড়ুন ঃ মহাভারত বাংলা সকল পর্ব ১ থেকে ২৮৮ - কুরুক্ষেত্রের যুদ্ধের কাহিনী

ওঁ ভূর্ভুভঃ স্বঃ

যে সূর্যের শ্রেষ্ঠ ভার্গব

ঈশ্বরের হাসি

যে মন আমাদের অনুপ্রাণিত করুক।

ওঁ ভূর্ভুভঃ স্বঃ

যে সূর্যের শ্রেষ্ঠ ভার্গব

ঈশ্বরের হাসি

যে মন আমাদের অনুপ্রাণিত করুক।

ওঁ ভূর্ভুভঃ স্বঃ

যে সূর্যের শ্রেষ্ঠ ভার্গব

ঈশ্বরের হাসি

যে মন আমাদের অনুপ্রাণিত করুক।

ওঁ ভূর্ভুভঃ স্বঃ

যে সূর্যের শ্রেষ্ঠ ভার্গব

ঈশ্বরের হাসি

যে মন আমাদের অনুপ্রাণিত করুক।

ওঁ ভূর্ভুভঃ স্বঃ

যে সূর্যের শ্রেষ্ঠ ভার্গব

ঈশ্বরের হাসি

যে মন আমাদের অনুপ্রাণিত করুক।

ওঁ ভূর্ভুভঃ স্বঃ

যে সূর্যের শ্রেষ্ঠ ভার্গব

ঈশ্বরের হাসি

যে মন আমাদের অনুপ্রাণিত করুক।

ওঁ ভূর্ভুভঃ স্বঃ

যে সূর্যের শ্রেষ্ঠ ভার্গব

ঈশ্বরের হাসি

যে মন আমাদের অনুপ্রাণিত করুক।

ওঁ ভূর্ভুভঃ স্বঃ

যে সূর্যের শ্রেষ্ঠ ভার্গব

ঈশ্বরের হাসি

যে মন আমাদের অনুপ্রাণিত করুক।

গায়ত্রী মন্ত্র পাঠের নিয়ম

প্রিয় পাঠক ইতিপূর্বে আমরা গায়ত্রী মন্ত্রের অনেক অজানা তথ্য জেনেছি। এখন আমরা জানব গায়ত্রী মন্ত্র পাঠের নিয়ম সম্পর্কে। আমরা সকলেই জানি গায়ত্রী মন্ত্র একটি শক্তিশালী মন্ত্র। যেটা পাঠ করলে মনের সকল দুঃখ-দুর্দশা দূর হয়ে মনে সুখের উদয় হয়। তাছাড়া শিক্ষর্থীদের গায়ত্রী মন্ত্র পাঠে অনেক উপকার পাওয়া যায়।

গায়ত্রী মন্ত্র পাঠ করলে জ্ঞান শক্তি বৃদ্ধি পায়, ধৈর্য্য বৃদ্ধি পায়, যে কোনো কাজে মনোযোগ বৃদ্ধি পায় তাই শাস্ত্র মতে ছাত্র-ছাত্রীদের প্রতিদিন নিয়মিত এই মন্ত্র পাঠ করা দরকার। কিন্তু শুধু মন্ত্র পাঠ করলে চলবে না জানতে হবে মন্ত্র পাঠের নিয়মও। যা আপনারা এই পোস্টটি সম্পূর্ণ পড়ার মাধ্যমে জানতে পারবেন। তাহলে চলুন জেনে নেই গায়ত্রী মন্ত্র পাঠের নিয়ম সমূহ।

গায়ত্রী মন্ত্রের অন্য নাম হচ্ছে সাবিত্রী মন্ত্র। বৈদিক সাহিত্যেও এই মন্ত্রটি বহুবার উল্লেখ করা হয়েছে। মনুস্মৃতি, হরিবংশ ও ভগবদগীতায় গায়ত্রী মন্ত্রের প্রশংসা করা হয়েছে। দেবী গায়ত্রীর তিনটি রুপ, ১ম সকাল, ২য় মধ্যাহ্ন ও ৩য় সন্ধ্যা। সকালে তিনি ব্রাক্ষী, রক্তবর্ণা ও অক্ষমালা-কমণ্ডলধারিনী। মধ্যাহ্নে তিনি বৈষ্ণবী, শঙ্খ, চক্র, গদা ধারণকারিনী। সন্ধ্যায় তিনি শিবানী, বৃষারূঢ়া, শূল, পাশ ও নকরপাল ধারিনী।

গায়ত্রী মন্ত্র জপ করার নিয়ম হচ্ছে সূর্যোদয়ের কিছুক্ষণ আগে। দুপুরে এবং সন্ধ্যায়ও এই মন্ত্র জপ করা যায়। তবে সন্ধ্যায় এই মন্ত্র জপ করতে চাইলে সূর্যাস্তের কিছুক্ষণ আগে থেকে এই মন্ত্র জপ করা শুরু করতে হবে এবং সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ পরে মন্ত্র জপা শেষ করতে হবে। গায়ত্রী মন্ত্র কমপক্ষে ১০৮ বার জপ করতে হয়। গায়ত্রী মন্ত্র জপ করার সময় সামনে এবং পিছনের শ্রীর ক্যাপসূল জপ করুন।

▶▶ আরো পড়ুন ঃ বেলুড় মঠ দূর্গা পূজার পদ্ধতি ও দূর্গা পূজার সকল মন্ত্র একসাথে

গায়ত্রী মন্ত্রটি সাধারণ রুদ্রাক্ষের মালা দিয়ে জপ করতে হয়। কারণ রুদ্রাক্ষের মালাকে শুভ বলে মনে করা হয়। সেই সাথে এটিও বিশ্বাস করা হয় যে গায়ত্রী মন্ত্র জপ করার মাধ্যমে কাঙ্খিত ফল অর্জন করা যায়। গায়ত্রী মন্ত্র সর্বদা নিরবে জপ করতে হয়।

গায়ত্রী মন্ত্র পাঠের উপকারিতা

প্রিয় পাঠক এখন আমরা আলোচনা করব গায়ত্রী মন্ত্র পাঠের উপকারিতা নিয়ে। আমাদের সবার গায়ত্রী মন্ত্রের উপকারিতা জানা প্রয়োজন। তাই আজকে আপনাদের জন্য আমি গায়ত্রী মন্ত্র পাঠের উপকারিতা নিয়ে আলোচনা করব। নিচে গায়ত্রী মন্ত্রের উপকারিতা সমূহ বর্ণনা করা হলো ঃ

  • গায়ত্রী মন্ত্র জপ করার কোনো নির্দিষ্ট সময়ের প্রয়োজন পড়ে না। তবে কিছু নিয়ম কানুন মেনে এই মন্ত্রটি পাঠ করতে পারলে অধিক পূর্ণ্য লাভ করা সম্ভব।
  • সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠিক সূর্য উদয়ের পূর্বে গায়ত্রী মন্ত্র পাঠ করলে যে কোনো কার্যে সফল হওয়া যায়।
  • ঠাকুরের পূজা করার সময় গায়ত্রী মন্ত্র ১০৮ বার পাঠ করতে পারলে বর্তমানে বিভিন্ন অসুখ থেকে মুক্ত থাকা যায় এবং ভবিষ্যতের সকল ইচ্ছা ও মনোবাঞ্ছা পূর্ণ হয়।
  • হিন্দু ধর্ম শান্ত্র অনুসারে খাওয়ার আগে এই মন্ত্রটি ১০৮ বার পাঠ করে খাবার গ্রহণ করলে খাবার অমৃত হয়ে যায়। (১০৮ বার পাঠ করতে না পারলে অন্তত ৩ বার পাঠ করে খাবার গ্রহণ করুন)
  • কোনো শুভ কার্যে যাওয়ার আগে এই মন্ত্রটি ১১ বার পাঠ করে যাত্রা শুরু করলে যাত্রা শুভ হয় এবং যে কার্যের উদ্দেশ্য যাত্রা শুরু করা হয় সেই কার্যও সফল হয়। 
  • শিক্ষার্থীদের গায়ত্রী মন্ত্র পাঠ করলে জ্ঞান শক্তি বৃদ্ধি পায় । এছাড়াও এই মন্ত্র পাঠে একাগ্রতা ও দুর্বল স্মরণশক্তি মজবুত হয়।

লেখকের মন্তব্য

▶▶ আরো পড়ুন ঃ শ্রী কৃষ্ণের প্রনাম মন্ত্র - গায়ত্রী মন্ত্র জপ করার নিয়ম

সুধি পাঠক বৃন্দ আজকের আর্টিকেলে আমরা গায়ত্রী মন্ত্রের সকল খুঁটি নাটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি আজকের আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো ভাবে পড়ে থাকেন তাহলে আপনি গায়ত্রী মন্ত্রের সকল খুঁটি নাটি বিষয়ে জানতে পারবেন। আর আজকের আর্টিকেলটি পড়ে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এটি আপনার পরিচিতদের সাথে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে।

আরো বিস্তারিত জানতে চাপ দিন

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফিউচার ড্রীম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url