গনেশ পূজা কত তারিখে ২০২৩ - গণেশের পুষ্পাঞ্জলী মন্ত্র

গণেশের পুষ্পাঞ্জলী মন্ত্র

গনেশ পূজা কত তারিখে ২০২৩ এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা জানি সনাতন ধর্মাবলম্বীদের কাছে গনেশ পূজা খুবই গুরুত্বপূর্ণ একটি উৎসব। সনাতন ধর্মাবলম্বীরা গনেশ পূজা কত তারিখে ২০২৩ এটা লিখে গুগলে সার্চ করেন। তাই আজকের আর্টিকেলে আমরা গনেশ পূজা কত তারিখে ২০২৩ এই বিযয় টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই, গনেশ পূজা কবে এবং কত তারিখে সেই বিষয়ে জানতে আজকের আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন।

গনেশের ছবি

তাছাড়া আপনি যদি আজকে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকেন তাহলে আপনি গণেশের পুষ্পাঞ্জলী মন্ত্র, গনেশের ধ্যান মন্ত্র, গণেশ প্রনাম মন্ত্র, গনেশ গায়ত্রী মন্ত্র বাংলা, গণেশ পূজার উপকরণ, গণেশ পূজা পদ্ধতি pdf, গণেশ পূজার বই, গণেশ পূজার মন্ত্র বাংলা এই সব বিষয় সম্পর্কেও জানতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেই গনেশ পূজা কত তারিখে ২০২৩ এবং গণেশের পুষ্পাঞ্জলী মন্ত্র।

পোস্ট সূচিপত্র ঃ গনেশ পূজা কত তারিখে ২০২৩ এবং গণেশের পুষ্পাঞ্জলী মন্ত্র জানুন

গনেশ পূজা কত তারিখে ২০২৩

গনেশ চতুর্থী তিথিতে হিন্দু দেবতা গনেশের বাৎসরিক পূজা উৎসব পালিত হয়ে থাকে। শিব এবং পার্বতী পুত্র হচ্ছে গজানন তথা গনেশ। গনেশ দেবতা হচ্ছে বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা। হিন্দু ধর্মাবলম্বীদের মতে এই দিনে গনেশ তাঁর ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্ত্যে অবতীর্ণ হন। গনেশ পূজা সংস্কৃত, কন্নড়, তামিল ও তেলুগু ভাষায় এই উৎসব বিনায়ক চতুর্থী নামেও পরিচিত হয়ে থাকে।

কোঙ্কণী ভাষায় এই উৎসবকে চবথ এবং নেপালি ভাষায় এই উৎসবকে চথা বলা হয়ে থাকে। সিদ্ধিদাতা গনেশের জন্মোৎসব রূপেও পালিত হয় এই উৎসব। হিন্দু পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গনেশের পূজা বিধেয়। সাধারণত এই দিনটি ২০ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বরের মাঝে কোনো এক দিন পড়ে। দশ দিন ব্যাপী গনেশ উৎসবের সমাপ্তি হয় অনন্ত চতুর্দশীর দিন। তাহলে চলুন জেনে নেওয়া যাক গনেশ পূজা কত তারিখে ২০২৩ সময়সূচি।

আরো দেখুন ঃ মহাভারত বাংলা সকল পর্ব ১ থেকে ২৮৮ - কুরুক্ষেত্রের যুদ্ধের কাহিনী

২০২৩ সালের গনেশ চতুর্দশী শুরু হবে ১৯ সেপ্টেম্বর ২০২৩ এবং ২৮ সেপ্টেম্বর ২০২৩ অনন্ত চতুর্থীতে গনেশের মূর্তি বিসর্জনের মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটবে। 

২০২৩ সালের গনেশ উৎসব শুরুর তারিখ হচ্ছে ১৯ সেপ্টেম্বর ২০২৩ রোজ মঙ্গলবার।

২০২৩ সালের গনেশ উৎসব সমাপ্তীর তারিখ হচ্ছে ২৮ সেপ্টেম্বর ২০২৩ রোজ শনিবার

ভাদ্রপদ শুক্লা চতুর্থী তারিখ শুরু হয় ১৮ সেপ্টেম্বর ২০২৩ , ১২:৩৯ PM

ভাদ্রপদ শুক্লা চতুর্থী তারিখ শেষ হয় ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪০ PM

এই দিন গনেশ মূর্তি স্থাপনের শুভ সময় হচ্ছে ১৯ সেপ্টেম্বর ২০২৩, রোজ মঙ্গলবার, বেলা ১১:০৭ মিনিট থেকে ০১:৩৪ মিনিট পর্যন্ত। এই শুভ সময়ের মধ্যে মন্ডপে সিদ্ধিদাতা গণপতি দেবতার মূর্তি স্থাপন করতে হবে।

গণেশ পূজার উপকরণ

হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গনেশ পূজা খুবই গুরুত্বপূর্ণ একটি উৎসব। হিন্দুদের সমস্ত ধর্মীয় ও বিভিন্ন সারস্বত অনুষ্ঠানে গনেশ পূজিত হয়ে থাকেন। এছাড়াও ব্যবসারম্ভের সময় গনেশ পূজা আবশ্যক বলে বিবেচিত হয়। তাই আজকে আমরা এই পোস্টের মধ্যে গণেশ পূজার উপকরণ নিয়ে আলোচনা করব। কারণ সিদ্ধিদাতা গনেশের পূজা করার জন্য তাঁর পূজার উপকরণ গুলো জানা থাকা আবশ্যক। তাহলে চলুন জেনে নেই গণেশ পূজার উপকরণ সম্পর্কে।

গণেশ পূজার উপকরণ গুলো হলো ঃ

  • সিদ্ধি
  • সিঁদুর
  • তিল
  • হরীতকী
  • পঞ্চশস্য
  • পঞ্চগুঁড়ি
  • ঘট
  • কুম্ভহাঁড়ি
  • দর্পন
  • তীরকাঠি
  • সর্বৌষধি
  • সাদা সুতা
  • পৈতা
  • পঞ্চপল্লব 
  • ছোট চাঁদমালা
  • ঘট আচ্ছাদন গামছা
  • আসনাঙ্গুরীয়ক
  • মধুপর্কের বাটী
  • মধু
  • মাষকলাই
  • শ্বেতসরিষা
  • সশীষ ডাব
  • ধূপ
  • ধুনা
  • কর্পূর
  • আতপ চাল
  • সরা
  • রচনা হাঁড়ি
  • পুরোহিত বরণ বস্ত্র
  • উত্তরীয় ও বরনাঙ্গুরীয়
  • গণেশের ধুতি
  • দুধ
  • দধি
  • গোময়
  • গোচনা
  • নৈবেদ্যের আতপ চাল
  • ফল
  • মিষ্টি
  • নৈবেদ্য
  • কুচা নৈবেদ্য
  • থালা
  • গেলাস
  • ফুলের মালা
  • ফুল, প্রদীপ
  • লাড্ডু
  • আরতির দ্রব্য
  • ঘাটি
  • কাষ্ঠ
  • বালি
  • পাঠকাঠি
  • ঘি
  • বিল্বপত্র
  • পূৰ্ণপাত্র
  • পান
  • হোমের বস্ত্রখণ্ড
  • কলা
  • দক্ষিণা

গণেশ পূজা পদ্ধতি pdf

গনেশ পূজা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিশেষ করে ব্যবসায়ীদের কাছে এই পূজাটি অধিক গুরুত্বপূর্ণ। গনেশ কে সিদ্ধিদাতাও বলা হয়ে থাকে। গনেশ পূজার দিন সকালে পূজার স্থানটি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করে নিন। এরপর উত্তর বা পূর্ব দিকে মুখ করে গনেশের আসন বিছিয়ে গনপতির মূর্তি স্থাপন করতে হবে। গনেশের আকের নাম মোদক প্রিয় তাই গনেশ পূজায় মোদক অবশ্যই রাখতে হবে।

শুরুতে ওম গাং গনপতেয় নমঃ এই মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে গনেশের আরাধনা শুরু করতে হবে। আরতির থালায় সুগন্ধি ধূপ দ্বীপ জ্বালিয়ে শুরু করুন গনেশ পূজার সূচনা। এরপর চন্দনকাঠের সামনে পান পাতার উপর সুপারি সাজিয়ে রাখুন। এটি নির্দিষ্ট দিনে মূর্তি স্থাপন করার আগে খুলবেন না। গনেশের মূর্তি নিয়ে ঘরে প্রবেশের আগে অবশ্যই চাল চড়াতে হবে। এরপর গনেশের প্রাণ প্রতিষ্ঠা করার পর শুরু করুন আরতি।

আরো দেখুন ঃ শ্রী কৃষ্ণের প্রনাম মন্ত্র - গায়ত্রী মন্ত্র জপ করার নিয়ম

এরপর ষোড়শপচারে সিদ্ধিদাতা গনেশের আরাধনা করুন। গনেশের বন্দনার ১৬ টি রীতিই হচ্ছে ষোড়শপচার। এরপর ২১ টি দূর্বা ঘাস, ২১ টি মোদক ও লাল ফুল গনেশের সামনে থালায় সাজিয়ে রাখুন। গনেশের মূর্তির মাথায় আঁকুন লাল চন্দনের টিকা। এরপর গনেশ মূর্তির সামনে নারকেল ভেঙে অশুভ শক্তিকে দূর করুন ‌। তারপর গনেশ দেবতার ১০৮ টি নাম জপ করে গনেশের ধ্যান মন্ত্র পাঠ করুন।

সবশেষে হাতে ফুল, দূর্বা ও আতপ চাল নিয়ে গনেশের পুষ্পাঞ্জলী মন্ত্র পাঠ করে অঞ্জলী প্রদান করে গনেশ প্রনাম মন্ত্র বলে প্রনাম করুন এবং মূর্তির সামনে করজোরে প্রার্থনা করে পরিবারের জন্য সুখ সমৃদ্ধি চেয়ে নিন। আর জপ করতে থাকুন; ও শ্রী গণেশায় নমঃ বা ও গাং গণেশায় নমঃ। আপনি চাইলে নিচে দেওয়া বাটনে চাপ দিয়ে গণেশ পূজা পদ্ধতি pdf ডাউনলোড করে নিতে পারবেন।

গণেশ পূজা পদ্ধতি pdf

গণেশ পূজার মন্ত্র বাংলা - গণেশ প্রনাম মন্ত্র

এখন আমরা আলোচনা করব গণেশ পূজার মন্ত্র বাংলা বা গণেশ প্রনাম মন্ত্র নিয়ে। সিদ্ধিদাতা গনেশের পূজা শেষে তাঁর প্রনাম মন্ত্র পাঠ করে প্রনাম করতে হয়। তাই আমাদের সবার গনেশ প্রনাম মন্ত্র টি জানা থাকা প্রয়োজন। তাহলে, চলুন জেনে নেওয়া যাক গনেশ প্রনাম মন্ত্রটি

গনেশ প্রনাম মন্ত্র বাংলা অর্থ সহকারে ঃ

“একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম্ |

বিঘ্ননাশকরং দেবং হেরম্বং প্রণমাম্যহম্ ||”

বাংলা অনুবাদঃ যিনি এক দাঁত বিশিষ্ট, যার শরীর বিশাল, লম্বা উদর, যিনি গজানন এবং বিঘ্ননাশকারী, সেই হেরম্বদেব গণেশকে আমার সশ্রদ্ধ প্রণতি জানাই।

গণেশের পুষ্পাঞ্জলী মন্ত্র

গনেশ পূজার পর গনেশ দেবতার উদ্দেশ্যে অঞ্জলী প্রদান করার জন্য গণেশের পুষ্পাঞ্জলী মন্ত্র পাঠ করা হয়। কিন্তু অনেকেই গণেশের পুষ্পাঞ্জলী মন্ত্র টি জানে না । তাই আজকে তাদের জন্য আমি এই পোস্টের মধ্যে গণেশের পুষ্পাঞ্জলী মন্ত্র টি পাঠ করার চেষ্টা করব। অঞ্জলী দেওয়ার সময় অঞ্জলী মন্ত্র পাঠ করা অনেক জরুরী। তাহলে চলুন জেনে নেওয়া যাক গণেশের পুষ্পাঞ্জলী মন্ত্রটি

গণেশের পুষ্পাঞ্জলী মন্ত্র টি হলো

বিঘ্নেশ্বরায় বরদায় সুরপ্রিয়া

লম্বোদরায় সকলে জগৎদ্বয়

নাগননাথ শ্রুতযজ্ঞ বিভূষিতয়

গৌরীসুর গণনাথ নমৌ নমস্তুতে

একদন্তায় শুদ্ধায়

সুমুখায় নমো নমঃ

প্রপন্নজন পালায়

প্রনতার্তি বিনাশিনে

গনেশ গায়ত্রী মন্ত্র বাংলা

হিন্দু ধর্মের সবচেয়ে মাহাত্ম্যপূর্ণ মন্ত্র হচ্ছে গায়ত্রী মন্ত্র। এই মন্ত্রটি নিয়মিত জপ করার মাধ্যমে অনেক উপকার সাধিত হয়। জীবনের নানান সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় এই মন্ত্র জপের মাধ্যমে। গায়ত্রী মন্ত্র অন্যান্য সকল মন্ত্রের তুলনায় অধিক শক্তিশালী হয়ে থাকে। এই মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্দিষ্ট সময়ের প্রয়োজন পড়ে না। গায়ত্রী মন্ত্র পাঠ করার মাধ্যমে যেমন মানসিক শক্তি লাভ করা যায় ঠিক তেমনি এই মন্ত্রের দ্বারা জীবনে আনন্দেরও‌ সঞ্চার হয়।

তাই আজকে আমরা গনেশ গায়ত্রী মন্ত্র টি আপনাদের সামনে পাঠ করার চেষ্টা করব। শাস্ত্রে আছে প্রতি বুধবার হচ্ছে গনেশ পূজার দিন। এদিন ফুল মোদক দিয়ে গনেশের পূজা করলে নানান উপকার পাওয়া যায়। প্রতি বুধবাররে স্নান সেরে পরিষ্কার কাপড় পরিধান করে গনেশ ঠাকুরের প্রিয় খাবার মোদক থালায় সাজিয়ে নিবেদন করে ধূপ দ্বীপ জ্বালিয়ে আরতি করে গনেশ গায়ত্রী মন্ত্রটি জপ করলে অনেক উপকার পাওয়া যায়। তাহলে চলুন জেনে নেওয়া যাক গনেশ গায়ত্রী মন্ত্রটি 

গনেশ গায়ত্রী মন্ত্র টি হলো

“ও তৎপুরুষায় বিদ্মহে, বক্রতুণ্ডায় ধীমহি, তন্নো দন্তি প্রচোদয়াৎ |”

গনেশের ধ্যান মন্ত্র

এখন আমি আপনাদের জন্য গনেশের ধ্যান মন্ত্র টি পাঠ করার চেষ্টা করব। অনেকে গনেশের ধ্যান মন্ত্রটি জানে না। তাঁরা আজকের পোস্টটি পড়ার মধ্যে দিয়ে এই মন্ত্রটি জানতে পারবে। তাহলে চলুন জেনে নেয়া যাক গনেশের ধ্যান মন্ত্র টি

আরো দেখুন ঃ ইসকন একাদশী তালিকা ২০২৩ - একাদশী তালিকা ২০২৩ বৈষ্ণব মতে

গনেশের ধ্যান মন্ত্র টি হলোঃ

“ও খর্বং স্থূলতনুং গজেন্দ্রবদনং

লম্বোদরং সুন্দরং

প্রস্যন্দম্মদগন্ধলুব্ধ 

মধুপব্যালোলগণ্ডস্থলম্

দন্তাঘাত বিদারিতারিরুধিরৈঃ

সিন্দুরশোভাকরং

বন্দেশৈল সুতাসুতং গণপতিং

সিদ্ধিপ্রদং কামদম্||”

বাংলা অনুবাদ ঃ যিনি খর্বাকৃতি, স্থূলশরীর, লম্বোদর, গজেন্দ্রবদন অথচ সুন্দর; বদন হইতে নিঃসৃত মদগন্ধে প্রলুব্ধ ভ্রমর সমূহের দ্বারা যাঁর গণ্ডস্থল ব্যাকুলিত; যিনি দন্তাঘাতে শত্রুর দেহ বিদারিত করিয়া তাঁর দন্ত দ্বারা নিজ দেহে সিন্দূরের শোভা ধারণ করিয়াছেন; সেই পার্বতীপুত্র সিদ্ধিদাতা গণপতিকে বন্দনা করি, 

গণেশ পূজার বই

হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে অনেকেই গণেশ পূজার বই এই লেখাটি লিখে গুগলে সার্চ করে। কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্য যে অনলাইনে এই রকম কোনো বই পাওয়া যায় না। আপনিও যদি অনলাইনে পূজার বই খুঁজতে এসে থাকেন তাহলে সেটা হবে আপনার ব্যার্থ চেষ্টা। তার থেকে ভালো হয় যদি আপনি অনলাইনে খোঁজা-খুঁজি না করে আপনার নিকটস্থ কোনো গ্রন্থাগার বা লাইব্রেরীতে গিয়ে খুঁজেন। আপনাদের সুবিধার জন্যে আমি নিচে গণেশ পূজার বইয়ের একটি ছবি যুক্ত করে দিয়েছি। 

গণেশ পূজা

আপনি উপরোক্ত ছবির সাথে মিল রেখে যে কোনো লাইব্রেরীতে গিয়ে বইটি খুঁজলে পেয়ে যাবেন। সেই সাথে আপনি আরো বিভিন্ন ধর্মীয় গ্রন্থও পেয়ে যাবেন লাইব্রেরীতে।

লেখকের মন্তব্য

প্রিয় পাঠক গণ আজকে আমরা আলোচনা করেছি গনেশ পূজা কত তারিখে ২০২৩ সময়সূচী নিয়ে। সেই সাথে আরও আলোচনা করেছি গণেশের পুষ্পাঞ্জলী মন্ত্র, গনেশের ধ্যান মন্ত্র, গণেশ প্রনাম মন্ত্র, গনেশ গায়ত্রী মন্ত্র বাংলা, গণেশ পূজার উপকরণ, গণেশ পূজা পদ্ধতি pdf, গণেশ পূজার বই, গণেশ পূজার মন্ত্র বাংলা ইত্যাদি সকল বিষয় নিয়ে। আপনি যদি আজকের পোস্টটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়েন তাহলে আপনি এই সকল বিষয়ে জানতে পারবেন। আর আজকের পোস্টটি পড়ে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা আপনার পরিচিতদের সাথে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে।‌

আরো বিস্তারিত জানতে চাপ দিন

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফিউচার ড্রীম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url