বেলুড় মঠ দূর্গা পূজার পদ্ধতি ও দূর্গা পূজার সকল মন্ত্র একসাথে জেনে নিন

দূর্গা পূজা আর কত দিন বাকি 2023

পোস্টের শুরুতে সকলকে জানাই আমার নমস্কার। সুধি সনাতনী ভক্তবৃন্দ আজকের পোস্টে আমি আপনাদের সামনে বেলুড় মঠ দূর্গা পূজা পদ্ধতি পিডিএফ, দূর্গা পূজার মন্ত্র pdf, দুর্গার ধ্যান ও প্রনাম মন্ত্র, দুর্গা পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র, দুর্গার গায়ত্রী মন্ত্র ও মা দুর্গার বীজ মন্ত্র তুলে ধরার চেষ্টা করব। আজকের পোস্টটি থেকে আপনারা দূর্গা পূজার পদ্ধতি সহ দূর্গা পূজার সকল মন্ত্র জানতে পারবেন। আশা করি আজকের পোস্টটি আপনাদের কাছে অনেক মূল্যবান হতে চলেছে ।

দূর্গা পূজার পদ্ধতি কি

যেহেতু আজকের পোস্টে আমরা দূর্গা পূজার সকল বিষয় গুলো নিয়ে আলোচনা করব সেহেতু পোস্টটা একটু বড় হতে পারে। তাই আপনাদের কাছে অনুরোধ পোস্টটি আপনারা একটু ধৈর্য সহকারে পড়বেন আশা করি এটি আপনার খারাপ লাগবে না। তাহলে, চলুন  আর দেরি না করে জেনে নেই দূর্গা পূজার পদ্ধতি সহ দূর্গা পূজার সকল মন্ত্র সমূহ

পোস্ট সূচিপত্র ঃ বেলুড় মঠ দূর্গা পূজার পদ্ধতি পিডিএফ/pdf - দূর্গা পূজার মন্ত্র pdf

বেলুড় মঠ দূর্গা পূজা পদ্ধতি পিডিএফ/pdf

সুধি সনাতনী ভক্তবৃন্দ এখন আমরা বেলুড় মঠ দূর্গা পূজা পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই আপনারা যারা দূর্গা পূজার পদ্ধতি সম্পর্কে জানতে আগ্রহী তারা আজকের পোস্টটি সম্পূর্ণ ধৈর্য্য সহকারে পড়ুন।

আর আপনার যারা দূর্গা পূজার পদ্ধতি ও দূর্গা পূজার সকল মন্ত্র সমূহ ডাউনলোড করতে চান তারা এই পোস্টের শেষের দিকে গেলেই ডাউনলোড লিংক পেয়ে যাবেন।

বেলুড় মঠ দূর্গা পূজা
বেলুড় মঠ দূর্গা পূজা
বেলুড় মঠ দূর্গা পূজা
বেলুড় মঠ দূর্গা পূজা
বেলুড় মঠ দূর্গা পূজা
বেলুড় মঠ দূর্গা পূজা
বেলুড় মঠ দূর্গা পূজা
বেলুড় মঠ দূর্গা পূজা
বেলুড় মঠ দূর্গা পূজা
বেলুড় মঠ দূর্গা পূজা
বেলুড় মঠ দূর্গা পূজা
বেলুড় মঠ দূর্গা পূজা
বেলুড় মঠ দূর্গা পূজা
বেলুড় মঠ দূর্গা পূজা
বেলুড় মঠ দূর্গা পূজা
বেলুড় মঠ দূর্গা পূজা
বেলুড় মঠ দূর্গা পূজা
বেলুড় মঠ দূর্গা পূজা
বেলুড় মঠ দূর্গা পূজা
বেলুড় মঠ দূর্গা পূজা
বেলুড় মঠ দূর্গা পূজা
বেলুড় মঠ দূর্গা পূজা
বেলুড় মঠ দূর্গা পূজা
বেলুড় মঠ দূর্গা পূজা
বেলুড় মঠ দূর্গা পূজা
বেলুড় মঠ দূর্গা পূজা
বেলুড় মঠ দূর্গা পূজা
বেলুড় মঠ দূর্গা পূজা
বেলুড় মঠ দূর্গা পূজা
বেলুড় মঠ দূর্গা পূজা
বেলুড় মঠ দূর্গা পূজা
বেলুড় মঠ দূর্গা পূজা
বেলুড় মঠ দূর্গা পূজা
বেলুড় মঠ দূর্গা পূজা
বেলুড় মঠ দূর্গা পূজা
বেলুড় মঠ দূর্গা পূজা

সুধি সনাতনী ভক্তবৃন্দ দূর্গা পূজার পদ্ধতিটি অধিক বড় হওয়ার কারণে সেটি আমার এখানে কিছুটা শেয়ার করেছি বাকিটা আপনারা পোস্টের শেষে দেওয়া ডাউনলোড বাটনে চাপ দিয়ে ডাউনলোড করে পড়তে পারেন।

দূর্গা পূজার উপকরণ

আপনারা যারা আমাদের পোস্টের এই পর্যন্ত চলে এসেছেন তারা অবশ্যই দূর্গা পূজার পদ্ধতি সহ দূর্গা পূজার সকল মন্ত্র জানতে আগ্রহী।

তাহলে চলুন আর দেরি না করে আমরা একে একে সব বিষয়ে জেনে নেই। 

শ্রীশ্রীদুর্গা পূজার প্রাথমিক দ্রব্য

১। পূজকের আসন

৩। পুস্তকাধার

২। তন্ত্রধারকের আসন

৪। একটি চাদর (পুস্তকাধার ঢাকনা)

৫। গঙ্গা জল

৬। অগুরু

৭ । কোশা-কুশি

৮। তামার টাট

৯ । প্রোক্ষণী পাত্র

১০। ত্রিপাদিকা

১১। কমণ্ডলু

১২। পুষ্পপাত্র (পুষ্প, তুলসী পাতা, দুর্বা, বেলপাতা, শ্বেতচন্দন, রক্তচন্দন, ধৌত আতপ চাল)

১৩ । আলাদা থালায় অর্ঘ্য (একটি বেলপাতার উপরের ভাগে রক্তচন্দন, নিচের ভাগে শ্বেচন্দন

লেপন, তিনটি দুর্বা, এক চিমটি আতপ পাল, পুষ্প)

১৪। জল শঙ্ঘ ও শঙ্ঘ রাখার ত্রিপাদিকা

১৫ । ঘণ্টা ঘণ্টা রাখার জন্য থালা ও ছোট গামছা ১৬ । পূজক ও তন্ত্রধারকের তাহ মোছার জন্য দুটি গামছা

১৭। বালি ভর্তি পাত্র (ধূপ ও দীপ নিবেদনের জন্য) ১৮ । ধূপকাঠি ১৯ । দীপকাঠি

২০। দেয়াশলাই

২১। রেকাবে ছোট ছোট বাটিতে করে তিল, হরিতকী, কুচানো কুশ, শ্বেত সরিষা, অর্ধহস্ত পরিমিত এক আঁটি কুশ লাল সুতায় বাঁধা

২২। ধূপচি (ধূপতি)

২৩। নারকেলের ছোবড়া

২৪। চন্দনের গুড়া

২৬। পূজার এক কলস জল

২৫। ধূপ + গুগ্‌গুল

২৭। নৈবেদ্যের স্থান মোছার জন্য এক বালতি

জল ও মোছার কাপড়

২৮ । প্রদীপের তেল

২৯ । এক গুচ্ছ লম্বা কুশ লাল সুতা দিয়ে জড়ানো ৩০ । ৩/৪টি মাটির খুরি ৩১ । কুশাঙ্গরীয়

৩২ । কুশ দণ্ড (জল ছিটানোর জন্য কিছু পেচানো কুশ।)

পঞ্চকষায় – জাম, শিমূল, বেড়ালা, কুল ও বকুলের ছাল ভিজিয়ে

জল রাখতে হবে।

যজ্ঞের কাঠ

পলাশ- ১২০ টুকরা আঙ্গুলের মত সরু ৮ ইঞ্চি লম্বা, যজ্ঞডুমুর ১২০টি পলাশের মত, আম/বেল কাঠ - ১৩০ টি ১৬ ইঞ্চি লম্বা, পাটখড়ি - ১ আটি 

মাষভক্তাবলি : মাষকলাই, দধি, হরিদ্রাচূর্ণ একটি মুচিতে বা খুরিতে।

ভূতাপসারণ দ্রব্য : একটি পাত্রে খই, দুর্বা, কুচানো কুশ, রক্ত চন্দন, শ্বেত সর্ষপ, আতপ চাল ।

পঞ্চগব্য : গোময়, গোমূত্র, দধি, দুগ্ধ, ঘৃত ও কুশোদক ।

পঞ্চামৃত : দধি, দুগ্ধ, ঘৃত, মধু ও শর্করা।

নবপত্রিকা : ধান্য, দাড়িম্ব, অশোক, হরিদ্রা, কদলী, মানকচু, কচু, জয়ন্তী, বিল্ববৃক্ষ ।

এক প্রস্থ ঘট স্থাপনের দ্রব্য ঃ

১। কাঠের বেদি

২। ভিত বালি

৩। পঞ্চগুড়ি (লাল - রক্তকরবী চূর্ণ বা সিদুর বা আবির, সবুজ - বেল পাতার গুড়া, সাদা - আতপ

চালের গুড়া, হলুদ - হলুদের গুড়া, কাল - ধানের তুষের ছাই । )

৪। অঞ্জলি পরিমিত শুক্লধান্য

৫। পঞ্চরত্ন : হীরক, মুক্তা, পদ্মরাগ, স্বর্ণ, প্রবাল ।/ অভাবে সুবর্ণ ।

৬। পঞ্চ পল্লব: আম্র, বট, অশ্বত্থ, পাকুড়, যজ্ঞডুমুর * তন্ত্রোক্ত পঞ্চ পল্লব – কাঠাল, আম্র, অশ্বত্থ, বট, বকুল । ৭। জলপূর্ণ ঘট । ৮। সশীর্ষ ডাব ।

৯। বস্ত্ৰ-যুগল। ১০। গোলা সিঁদুর। ১১। সকপূর গন্ধপুষ্প ১২। ১০৮টি দুর্বা। ১৩। শ্বেত ও রক্ত চন্দন দিয়ে মাখিয়ে রাখা একটি বেল পাতা। ১৪। চারটি তীর কাঠি । ১৫। একটি রীল লাল সুতা । ১৬ । আতপ চালপূর্ণ সরাব।

১৭। সর্বতীর্থের মাটি ও জল।

আখের রস : ১০টাকার প্রতিদিন

* জাগ প্রদীপের জন্য ১টি বড় মাটির হাঁড়ী ও বড় প্রদীপ

দূর্গা পূজার উপকরণ কি
দূর্গা পূজার উপকরণ কি

মা দূর্গার আগমণী দিন থেকে দশমী পর্যন্ত যা যা করতে হবে

মা দূর্গার আগমণী দিন থেকে দশমী পর্যন্ত কি কি করতে হবে তা এই পোস্টের মধ্যে সম্পূর্ণ বিস্তারিত ভাবে আলোচনা করা হবে। চলুন শুরু করি;

দূর্গা পূজা পদ্ধতি
দূর্গা পূজা পদ্ধতি
দূর্গা পূজা পদ্ধতি
দূর্গা পূজা পদ্ধতি
দূর্গা পূজা পদ্ধতি
দূর্গা পূজা পদ্ধতি
দূর্গা পূজা পদ্ধতি

দুর্গার পুষ্পাঞ্জলী মন্ত্র

সুধি সনাতনী ভক্তবৃন্দ এখন এই পাঠে আমি আপনাদের সামনে মা দুর্গার পুষ্পাঞ্জলী মন্ত্র টি পাঠ করার চেষ্টা করব। হিন্দু ধর্মাবলম্বীরা সকলেই দূর্গা পূজার সপ্তমি, অষ্টমী, নবমী ও দশমীতে মায়ের উদ্দেশ্যো পুষ্পাঞ্জলী অর্পণ করে থাকেন। তাই সকল সনাতনী ভাই বোন ও মা দের দেবী দুর্গার পুষ্পাঞ্জলী মন্ত্রটি জানা থাকা আবশ্যক।

আপনার যদি দেবী দুর্গার পুষ্পাঞ্জলী মন্ত্রটি জানা না থাকে তাহলে চিন্তার কোন কারণ নেই, আজকের এই পোস্টে আমি আপনাদের মা দুর্গার পুষ্পাঞ্জলী মন্ত্রটি পাঠ করে শোনাব এবং আমার সাথে সাথে আপনারা ও পাঠ করবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেই দুর্গার পুষ্পাঞ্জলী মন্ত্রটি

পূজা শেষে পুষ্পাঞ্জলী অর্পণ করার সময় মাথায় চন্দনের টিকা ও হাতে বিল্বপত্র নিয়ে পুষ্পাঞ্জলী মন্ত্রটি পাঠ করবেন।

পুষ্পাঞ্জলি মন্ত্র ১ ঃ

নমঃ আয়ুর্দ্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতি দেহি মে ।

পুত্রান্ দেহি ধনং দেহি সর্ব্বান্ কামাশ্চ দেহি মে ।।


এষ সচন্দন-পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ নমঃ 

দক্ষযঞ্জ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী 

কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ ।।

পুষ্পাঞ্জলি মন্ত্র ২ ঃ

নমঃ মহিষগ্নি মহামায়ে চামুন্ডে মুন্ডমালিনি | 

আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমোস্তুতে ||


এষ সচন্দন-পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ নমঃ 

দক্ষযঞ্জ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী 

কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ ।।

পুষ্পাঞ্জলি মন্ত্র ৩ ঃ

কালি কালি মহাকালি কালিকে কালরাত্রিকে |

ধম্মকামপ্রদে দেবি নারায়ণি নমোস্তু তে ||


এষ সচন্দন-পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ নমঃ 

দক্ষযঞ্জ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী 

কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ ।।

দুর্গার গায়ত্রী মন্ত্র

এখন আমরা মা দুর্গার গায়ত্রী মন্ত্রটি আপনাদের সামনে পাঠ করার চেষ্টা করব। আপনি যদি এই মন্ত্রটি না জেনে থাকেন তাহলে আসুন আমরা একসাথে মাতা দুর্গার গায়ত্রী মন্ত্রটি পাঠ করি। গায়ত্রী মন্ত্র পাঠ করলে অধিক পূর্ণ্য লাভ হয়। তাই প্রতিদিন ভোরে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই মন্ত্রটি পাঠ করুন।

দুর্গার গায়ত্রী মন্ত্র ঃ

  • মহাদেব্যৈ বিদ্মহে দূর্গায়ৈ ধীমহি।
  • তন্নো দেবী প্রচোদয়াৎ।।

মা দুর্গার বীজ মন্ত্র

সুধি সনাতনী ভক্তবৃন্দ পোস্ট পড়তে পড়তে আপনারা নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছেন তাই না! চিন্তার কোন কারন নেই আমরা পোস্টের একেবারে শেষের দিকে চলে এসেছি। এখন আমরা পাঠ করব মা দুর্গার বীজ মন্ত্রটি। মা দুর্গার বীজ মন্ত্র পাঠের জন্য নির্দিষ্ট কোনো সময়ের প্রয়োজন নেই। যে কোনো পরিস্থিতিতে এই মন্ত্রটি আপনারা পাঠ করতে পারবেন।

তবে হ্যাঁ, আপনি আপনার শরীর, মন শুদ্ধ রেখে এই মন্ত্রটি পাঠ করবেন। আর এই মন্ত্রটি ১০৮ বার পাঠ করতে হয় তবেই পূর্ণ্য লাভ হবে। তাই আপনারা এই মন্ত্র পাঠের সময় হাতের আঙ্গুলের দিকে লক্ষ্য রাখুন

আসুন তাহলে আমরা এই মন্ত্রটি সবাই একসাথে পাঠ করি।

মা দুর্গার বীজ মন্ত্র

ওম হৃীং দুং দুর্গায়ৈ নমঃ ||

দুর্গার ধ্যান ও প্রনাম মন্ত্র

আমরা আজকের পোস্টের একেবারে শেষের দিকে চলে এসেছি। এখন আমরা মা দুর্গার ধ্যান ও প্রনাম মন্ত্রটি পাঠ করার মাধ্যমে আজকের পোস্টের সমাপ্ত করব। হিন্দু ধর্মাবলম্বীরা সকলেই অবগত আছেন যে, পুষ্পাঞ্জলী শেষে মায়ের ধ্যান ও প্রনাম মন্ত্র পাঠ করতে হয়। তাহলে চলুন আমরা একসাথে মা দুর্গার ধ্যান ও প্রনাম মন্ত্রটি পাঠ করি

মা দুর্গার ধ্যান মন্ত্র ঃ

  • ওঁ জটাজুটসমাযুক্তা-মৰ্দ্ধেন্দুকৃতশেখরাম্।
  • লোচনত্রয়সংযুক্তাং পূর্ণেন্দুসদৃশাননাম্ ॥
  • তপ্তকাঞ্চনবর্ণাভাং সুপ্রতিষ্ঠাং সুলোচনাম্।
  • নবযৌবন-সম্পন্নাং সর্ব্বাভরণ-ভূষিতাম্ ৷৷
  • সুচারুদশনাং দেবীং পীনোন্নত-পয়োধরাম্।
  • ত্রিভঙ্গস্থানসংস্থানাং মহিষাসুরমদ্দিনীম্।।
  • মৃণালায়ত-সংস্পর্শ দশবাহুসমন্বিতাম্।
  • ত্রিশূলং দক্ষিণে ধ্যেয়ং খড়্গং চক্রং ক্রমাদধঃ৷॥
  • তীক্ষ্ণবাণং তথাশক্তিং দক্ষিণে সন্নিবেশয়েৎ।
  • খেটকং পূর্ণচাপঞ্চ পাশমঙ্কুশমেব চ।।
  • ঘণ্টাং বা পরশুং বাপি বামতঃ সন্নিবেশয়েৎ।
  • অধস্তান্মহিষং তদ্বদ্বিশিরস্কং প্রদর্শয়ে্ত্ঠ্র্৷৷
  • শিরশ্ছেদোদ্ভবং বীহ্মেদ্দানবং খড়্গপাণিনম্।
  • হৃদি শূলেন নির্ভিন্নং নিৰ্যদন্ত্ৰবিভূষিতম্ ৷৷
  • রক্তারক্তীকৃতাঙ্গঞ্চ রক্তবিস্ফুরিতেক্ষণম্।
  • বেষ্টিতং নাগপাশেন ভ্রুকুটী ভীষণাননম্।।
  • সপাশ-বামহস্তেন ধৃতকেশঞ্চ দুর্গয়া।
  • রমদ্রুধিরবজ্রঞ্চ দেব্যাঃ সিংহং প্ৰদৰ্শয়েত্ ॥
  • দেব্যাস্ত দক্ষিণং পাদং সমং সিংহোপরিস্থিতম্।
  • কিধিদূৰ্দ্ধং তথা বাম-মঙ্গুষ্ঠং মহিষোপরি ৷৷
  • (প্রসন্নবদনাং দেবীং সৰ্ব্বকাম ফলপ্রদাম্।
  • শত্রুঙ্কয়করীং দেবীং দৈত্যদানব দর্পহাং।।)
  • স্তুয়মানঞ্চ তদ্রূপ-মমরৈঃ সন্নিবেশয়েৎ।
  • উগ্রচণ্ডা প্রচণ্ডা চ চণ্ডোগ্ৰা চণ্ডনায়িকা ৷৷
  • চণ্ডা চণ্ডবর্তী চৈব চণ্ডরূপাতিচণ্ডিকা।
  • অষ্টাভিঃ শক্তিভিস্তাভিঃ সততং পরিবেষ্টিতাম্।
  • চিন্তয়েজ্জগতাং ধাত্রী ধৰ্ম্মকামার্থমোক্ষদাম্।

মা দুর্গার প্রনাম মন্ত্রঃ

ॐ সর্বমঙ্গলমঙ্গল্যে

শিবে সর্বার্থসাধিকে ।

শরণ্যে ত্র্যম্বকে গৌরি

নারায়ণি নমোহস্তুতে।

সৃষ্টি-স্থিতি-বিনাশানাং

শক্তিভূতে সনাতনি ।

গুণাশ্রয়ে গুণময়ে

নারায়ণি নমোহস্তুতে ।

দূর্গা পূজার পদ্ধতি ও মন্ত্র ডাউনলোড

সুধি সনাতনী ভক্তবৃন্দ আপনারা যারা দেবী দূর্গা পূজার পদ্ধতি ও দূর্গা পূজার সকল মন্ত্র একসাথে ডাউনলোড করতে চান তারা নিচে দেওয়া বাটনে চাপ দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন 

দূর্গা পূজার পদ্ধতি ও মন্ত্র ডাউনলোড করতে চাপ দিন

আমাদের শেষ কথা

সুধি সনাতনী ভক্তবৃন্দ আজকের পুরো পোস্ট জুড়ে আমরা বেলুড় মঠ দূর্গা পূজার পদ্ধতি ও দূর্গা পূজার সকল মন্ত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা দেওয়া তথ্যে যদি কোনো ভুল পেয়ে থাকেন তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ভুলটি সুধরাণোর চেষ্টা করব। 

আর আজকের এই পোস্টটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এটি আপনার পরিচিতদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। এছাড়াও এই রকম আরো ধর্মীয় তথ্য জানতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেইজ। নমস্কার সবাইকে 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
3 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Anonymous
    Anonymous October 1, 2023 at 9:37 PM

    Relly good post

  • Anonymous
    Anonymous November 27, 2023 at 10:12 AM

    বৃহন্নন্দিকেশর-পূরানোক্ত সাম্বেদীয় দুর্গা পূজা পদ্ধতি টা এই ভাবে বিস্তারিত দিলে ভালো হত

  • Anonymous
    Anonymous August 20, 2024 at 5:26 AM

    Please orivide the full pdf of bekurmath durgapuja and saraswati puja .

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফিউচার ড্রীম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url