শিবের গলায় সাপের নাম কি - শিবের ত্রিশূল এর নাম কি জানুন

শিবের গলায় সাপের নাম কি

হিন্দু ধর্মের আদিদেব মহাদেব হচ্ছেন শিব। ভগবান শিব হলেন হিন্দু ধর্মাবলম্বীদের সবোর্চ্চ দেবতা। সনাতন ধর্ম শাস্ত্রমতে শিব পরমসত্ত্বা রূপে ঘোষিত। মহাদেব শিব সৃষ্টি-স্থিতি-প্রলয় এই তিন কারণের কারণ। মহাদেব শিবের গলায় সাপের নাম কি তা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। তাই, যারা জানেন না তাদের জন্য আজকের আর্টিকেলটি। আজকের আর্টিকেলটির মধ্যে আমরা শিবের গলায় সাপের নাম কি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব।

শিবের ছবি

সেই সাথে আরো আলোচনা করব শিবের ত্রিশূল এর নাম কি, শিবের ধনুকের নাম কি, মহাদেবের নাম সমূহ ইত্যাদি বিষয় নিয়েও। তাই, আজকের আর্টিকেলটি শিব ভক্তদের জন্য অনেক ইনফরমেটিভ। তাহলে, চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক শিবের গলায় সাপের নাম কি

পোস্ট সূচিপত্র ঃ শিবের গলায় সাপের নাম কি ও শিবের ত্রিশূল এর নাম কি জানুন

শিবের ত্রিশূল এর নাম কি

মহাদেব শিব হচ্ছেন এই বিশ্বব্রহ্মাণ্ডের সকল সৃষ্টির মূল।‌ শিবকে ধ্বংসের দেবতাও বলা হয়ে থাকে। মহাদেব শিব দুষ্টের দমন ও শিষ্টের পালন করে থাকেন। ভগবান শিবের প্রধান বৈশিষ্ট্য হলো তার তৃতীয় নয়ন। এইজন্য শিবকে ত্রিনয়নও বলা হয়ে থাকে। আমরা সকলেই জানি মহাদেব শিব ত্রিশূল ধারী। কিন্তু অনেকেই শিবের ত্রিশূল এর নাম কি তা জানেন না। তাহলে, চলুন জেনে নেওয়া যাক শিবের ত্রিশূল এর নাম কি? 

▶▶ আরো পড়ুন ঃ ইসকন একাদশী তালিকা ২০২৩ - একাদশী তালিকা ২০২৩ বৈষ্ণব মতে

ত্রিশূল শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে তিনটি শূলের মূল বা সমষ্টি। এই ত্রিশূল এর তিনটি শূলের নাম হচ্ছে, ১) দ্যুলোক, ২) ভূলোক, ৩) অন্তরিক্ষলোক। শিবের ত্রিশূল হচ্ছে সমৃদ্ধির প্রতীক যাকে বহুযোজীতা বলা হয়ে থাকে। এটি মূলত ভগবান শিবের চিহ্নরূপে তার হাতে বিরাজমান থাকে।

শিবের গলায় সাপের নাম কি

এতোক্ষণ ধরে আমরা আলোচনা করেছি হচ্ছে শিবের ত্রিশূল এর নাম কি এই বিষয়ে এখন আমরা আলোচনা করব শিবের গলায় সাপের নাম কি এই বিষয়টি নিয়ে। অনেকেই শিবের গলায় সাপের নাম কি জানেন আবার অনেকেই জানেন না। তাই, যারা জানেন না তারা এই পোস্টটি পড়ার মধ্যে দিয়ে জানতে পারবেন। 

আমরা জানি হিন্দু ধর্মের মহাদেব হচ্ছেন ভগবান শিব। তিনি এই বিশ্বব্রক্ষাণ্ডের সৃষ্টি, অবস্থা ও ধ্বংসের মূল। ভগবান শিব অল্পতেই সন্তুষ্ট হয়ে যান বলেই শিবের আরেক নাম আশুতোষ। ভগবান শিবের গলায় সাপের নাম হচ্ছে বাসুকী নাগ। বাসুকী নাগ এবং শেষনাগ হচ্ছে দুইজন ভাই। শেষনাগ দেবতা বিষ্ণুর ভক্ত ছিলেন আর বাসুকী নাগ ছিলেন ভগবান শিবের ভক্ত। হিন্দু পুরাণ অনুযায়ী দেবতারা সমুদ্র মন্থনের সময় বাসুকী নাগকে মন্থন রজ্জু হিসেবে ব্যবহার করেছিলেন। তা ছাড়া শিব পুরাণ অনুযায়ী নাগকূলের রাজা বাসুকী নাগ ছিলেন ভগবান শিবের পরম ভক্ত। তিনি সর্বদা ভগবান শিবের ভক্তিতেই মগ্ন থাকতেন এতে ভগবান শিব সন্তুষ্ট হয়ে বাসুকী নাগকে তাঁর কন্ঠে স্থান দেয়।

শিবের ধনুকের নাম কি

এতোক্ষণ ধরে আমরা আলোচনা করেছি শিবের গলায় সাপের নাম কি এই বিষয়ে এখন আমরা আলোচনা করব শিবের ধনুকের নাম কি এই বিষয়টি নিয়ে। তাহলে চলুন জেনে নেওয়া যাক শিবের ধনুকের নাম কি?

▶▶ আরো পড়ুন ঃ জন্মাষ্টমী 2023 সময়সূচি - জন্মাষ্টমী ২০২৩ কত তারিখ

ভগবান শিব হচ্ছেন এই বিশ্বব্রহ্মাণ্ডের সকল সৃষ্টির মূল।‌ তিনি সৃষ্টি-স্থিতি-প্রলয় এই তিন কারণের কারণ। ভগবান শিবের ধনুকের নাম হচ্ছে পিণাক। ভগবান শিবের এই ধনুকটি নিয়ে বিষ্ণু পুরাণে একটা কাহিনী বর্ণিত আছে। একবার তারকাসুরের তিন পুত্র, তরকাক্ষ, কমলাক্ষ বিদ্যুৎমালী এই বিশ্বব্রক্ষাণ্ড ধ্বংস করতে উদ্যত হয়। তখন দেবতা কূলের সকল দেবতাগণ ভগবান শিব এর চরণে আশ্রয় গ্রহণ করে। ভগবান শিব তখন ওই তিন অসুরের সাঙ্গে যুদ্ধে উপনীত হন। 

সেই যুদ্ধে মেরু পর্বত ধনুকের আকার ধারণ করে, আদি শেষ নাগ ধনুকের প্রন্তঞ্চ হন, বিষ্ণু পরিণত হয় বাণ রুপে এবং দেবী সরস্বতী পরিণত হন মৃদুল ঘন্টিকা রুপে। ভগবান শিব এই ধনুক দ্বারা তিন অসুরকে নিধন করেন। পরে সেই ধনুকটি ভগবান শিব দেবতাদের দেন তখন বিষ্ণু বলেন এই প্রবল শক্তিশালী ধনুক যদি অসৎ উদ্দেশ্য ব্যবহৃত হয় তবে সৃষ্টিতে প্রলয় আসতে পারে। তখন ভগবান শিব বলেন ক্রেতা যুগে যখন ভগবান বিষ্ণু মানব রূপ ধারণ করবেন তখন তার হাতেই পিণাক নামক সেই ধনুকটি ভঙ্গ হবে।

মহাদেবের নাম সমূহ

প্রিয় পাঠক এতোক্ষণ ধরে আমরা আলোচনা করেছি শিবের ধনুকের নাম কি এই বিষয়ে এখন আমরা আলোচনা করব মহাদেবের নাম সমূহ। তাহলে, চলুন মহাদেবের নাম সমূহ জেনে নেওয়া যাক 

ভগবান শিবের প্রধান বৈশিষ্ট্য হলো তার তৃতীয় নয়ন, গলায় বাসুকী নাগ, জটায় অর্ধচন্দ্র, জটার উপর থেকে প্রবাহিত গঙ্গা, অস্ত্র ত্রিসূল ও বাদ্যযন্ত্র ডুমুর। শিবকে সাধারণত শিবলিঙ্গ নামক বিমূর্ত প্রতীকে পূজা করা হয়। সমগ্র হিন্দু সমাজে শিবপূজা প্রচলিত রয়েছে। ভগবান শিব তাঁর ভক্তদের কাছে বিভিন্ন নামে পরিচিত। ভক্তরাও তাকে বিভিন্ন নামে ডেকে থাকন। অন্য সকল দেবতাদের মতো ভগবান শিবেরও ১০৮ টি নাম রয়েছে। ভগবান শিবের ১০৮ টি নামের মধ্যে অন্যতম নাম গুলো নিচে আলোচনা করা হলো

▶▶ আরো পড়ুন ঃ হিন্দু ধর্মের সকল নিত্য প্রয়োজনীয় মন্ত্র বাংলা অর্থ সহ | সকল প্রণাম মন্ত্র pdf

  • মহাদেব
  • শিব
  • নটরাজ 
  • শম্ভু
  • পশুপতি
  • নীলকন্ঠ
  • চিন্তামণি
  • মহেশ্বর
  • রুদ্র
  • গৌরিপতি
  • মাতাঙ্গেশ্বর
  • মহাশম্বরানন্দ ভৈরব
  • রাক্ষসেশ্বর
  • ভীমেশ্বর
  • শৈলেন্দ্রেশ্বর
  • কোটেশ্বর মহাদেব
  • কালভৌরব
  • জগন্নাথদেব
  • মল্লিকার্জুন
  • অ্যাকাম্রনাথ
  • সিদ্ধিনাথ
  • লম্বকর্ণ
  • চামুণ্ডেশ্বর
  • মহাকাল
  • ভুবনেশ্বর
  • বলগামুখেশ্বর
  • সতীপতি
  • ত্রিপুরারি
  • তীর্থরাজ
  • সদাশিব
  • যৌগীশ্বর ইত্যাদি

▶▶ আরো পড়ুন ঃ গায়ত্রী মন্ত্র কি - গায়ত্রী মন্ত্র পাঠের নিয়ম - গায়ত্রী মন্ত্র পাঠের উপকারিতা

লেখকের শেষ কথা ঃ

প্রিয় পাঠক আপনি যদি একজন মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে আজকের আর্টিকেলটি সম্পূর্ণ আপনার জন্য। কারণ আজকের এই আর্টিকেলের মধ্যে আমরা আলোচনা করেছি শিবের ত্রিশূল এর নাম কি, শিবের গলায় সাপের নাম কি, শিবের ধনুকের নাম কি, মহাদেবের নাম সমূহ এই সকল বিষয় গুলো নিয়ে। সুতরাং আপনি যদি একজন মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে উপরোক্ত সকল বিষয়গুলো মনোযোগ দিয়ে পড়ুন। আজকের এই আর্টিকেলটি পড়ে আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে এটি আপনার পরিচিতদের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
5 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Anonymous
    Anonymous November 11, 2023 at 8:27 AM

    অনেক তথ্য জানতে পারলাম
    ❤️
    খুব সুন্দর একটি পোষ্ট

    • Munna Dey
      Munna Dey November 22, 2023 at 8:58 AM

      ধন্যবাদ

  • Anonymous
    Anonymous November 21, 2023 at 1:31 AM

    খুব ভালো লাগলো পড়ে। সরল ভাষাতে ভালো জানিয়েছেন।
    হর হর মহাদেব 🙏🏻❤️

    • Munna Dey
      Munna Dey November 22, 2023 at 8:58 AM

      আমাদের পোস্টটি সম্পূর্ন মনযোগ দিয়ে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
      এই রকম আরো ধর্মীয় পোস্ট পড়তে ফিউচার ড্রীম আইটির সাথেই থাকুন

  • Anonymous
    Anonymous March 15, 2024 at 10:28 AM

    খুবই ভালো লেগেছে। আরো আটির্কেল চাই। ধন্যবাদ।

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফিউচার ড্রীম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url