দাও ফিরিয়ে সে অরণ্য, লও এ নগর ভাবসম্প্রসারণ

ভাবসম্প্রসারণ তালিকা ৩০০ টি

আজকের এই আর্টিকেলটি মূলত প্রিয় শিক্ষার্থী বন্ধুদের জন্যে। আজকের আর্টিকেলের মধ্যে আমরা দাও ফিরিয়ে সে অরণ্য, লও এ নগর এই ভাবসম্প্রসারণ টি তুলে ধরার চেষ্টা করব। তাই যারা দাও ফিরিয়ে সে অরণ্য, লও এ নগর এই ভাবসম্প্রসারণটি পড়তে চাও তারা আজকের আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে চলো জেনে নেই দাও ফিরিয়ে সে অরণ্য, লও এ নগর ভাবসম্প্রসারণ টি

ভাবসম্প্রসারণ

“দাও ফিরিয়ে সে অরণ্য, লও এ নগর”

মূলভাব ঃ অরণ্যের সঙ্গে মানুষের সম্পর্ক অত্যন্ত নিবিড়। এটি সুখে দুঃখে মানুষকে স্নেহের পরশ বুলিয়ে দেয়। অন্যদিকে, অরণ্যহীন নগর রোমান্টিক ও সৃষ্টিশীল মানুষের কাছে এক যন্ত্রণাদায়ক স্থান।

সম্প্রসারিত ভাব ঃ সৃষ্টিলগ্ন থেকেই মানুষ অরণ্যের সান্নিধ্যে জীবন যাপন করে। তখন থেকেই অরণ্য যেন মানুষকে সস্নেহে লালন পালন করার ভার নিজের হাতে নিয়ে নেয়। অরণ্য নানারকম ফুল-ফলসহ বিভিন্ন খাবার-দাবার মানুষকে সরবরাহ করত। মানুষের জীবনধারণের জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে অক্সিজেন তা মানুষ আর অরণ্যের কাছ থেকেই পেয়ে থাকে। অন্যদিকে, বৃষ্টিপাত সংঘঠনসহ মানুষের পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের রয়েছে বিরাট ভূমিকা।

আরো পড়ুন ঃ ভাবসম্প্রসারণ দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য

কিন্তু অরণ্যের মহাসমারোহ এখন আর লক্ষ করা যায় না। সভ্যতার ক্রমবিকাশের ফলে মানুষ অরণ্যকে ধ্বংস করে সেখানে নগর-পত্তন করেছে। আবার মানুষ তার গৃহ-নির্মাণ, প্রয়োজনীয় আসবাবপত্র-নির্মাণ, জ্বালানি সমস্যা সমাধানসহ নানা প্রয়োজনে অরণ্যের প্রধান সম্পদ বৃক্ষকে অকাতরে নিধন করছে। ফলে মানুষের জীবন প্রক্রিয়াও আজ বিপন্ন হয়ে পড়ছে। অন্যদিকে, অরণ্য প্রকৃতিকে ধ্বংস করে মানুষ যে নগরের পত্তন করেছে সে নগর মানুষকে সুখ দিতে পারছে না। প্রয়োজনীয় সুযোগের অভাবে এখানে অনেক মানুষের সুপ্ত বাসনা ও সৃষ্টিশীলতার অকাল মৃত্যু ঘটে। 

এখানে অন্যের দুঃখের কথা শোনার কারো সময় নেই। পারস্পরিক স্নেহ-মমতা, সহমর্মিতা, সংবেদনশীলতা, আন্তরিকতা এসব যেন এখানে একেবারেই অনুপস্থিত; যেটুকু আছে তাও যেন কৃত্রিমতার আবরণে আচ্ছাদিত। এখানকার মানুষগুলোও কেমন যেন যান্ত্রিক স্বভাবের। এ কারণেই বোধ হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উপলব্ধি__ “ইটের পর ইট মাঝে মানুষ কীট” ।

মন্তব্য ঃ মানুষের জীবনে অরণ্যের প্রয়োজনীয়তা বহুমাত্রিক। তাই “দাও ফিরে এসে অরণ্য, লও এই নগর”- এ আহবান আজ আর কেবল কোনো রোমান্টিক বা সৃষ্টিশীল মানুষের নয় এটি আজ সব সচেতন মানুষেরই প্রাণের দাবি।

আর্টিকেল নিয়ে শেষ কথা ঃ

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দাও ফিরিয়ে সে অরণ্য, লও এ নগর ভাবসম্প্রসারণ টি আমরা উপের আলোচনা করেছি। ভাবসম্প্রসারণ পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই তোমরা তোমাদের পরীক্ষার জন্যে এই ভাবসম্প্রসারণ টি পড়ে নিতে পার । শিক্ষার্থী বন্ধুরা আজকের দাও ফিরিয়ে সে অরণ্য, লও এ নগর ভাবসম্প্রসারণ টি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আর্টিকেলটি তোমার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিবে যাতে করে তারাও এই দাও ফিরিয়ে সে অরণ্য, লও এ নগর ভাবসম্প্রসারণ টি পড়ার সুযোগ পায়। পরবর্তী ভাবসম্প্রসারণ টি পড়ার আমন্ত্রণ জানিয়ে আজকের আর্টিকেলটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফিউচার ড্রীম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url