ভাবসম্প্রসারণঃ চরিত্র মানুষের অমূল্য সম্পদ

আজকের এই আর্টিকেলটি মূলত শিক্ষার্থী বন্ধুদের জন্যে। আজকের আর্টিকেলের মধ্যে আমরা চরিত্র মানুষের অমূল্য সম্পদ ভাবসম্প্রসারণ টি তুলে ধরার চেষ্টা করব। তাই যারা চরিত্র মানুষের অমূল্য সম্পদ এই ভাবসম্প্রসারণ টি পড়তে চাও তারা আজকের আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে চলো জেনে নেই চরিত্র মানুষের অমূল্য সম্পদ ভাব-সম্প্রসারণটি

ভাবসম্প্রসারণ

ভাবসম্প্রসারণঃ চরিত্র মানুষের অমূল্য সম্পদ (১)

মূলভাব ঃ চরিত্র মানব জীবনের মুকুটস্বরূপ। চরিত্রহীন ব্যক্তি পশুর সমান। যার চরিত্র নেই, পৃথিবীতে তার কোনো সম্মান ও মর্যাদা নেই।

সম্প্রসারিত ভাব ঃ চরিত্র মানব জীবনের সুষমাময় সম্পদ। চরিত্রবান ব্যক্তি স্বকীয় চারিত্রিক বৈশিষ্ট্যের গুণে সমাজ জীবনে শ্রদ্ধাভাজন ও সমাদৃত হয়ে থাকেন। চরিত্র মানুষকে সুশোভিত করে। মানুষ তার মৌলিক সৌন্দর্যকে আরো আকর্ষণীয় ও মধুময় করতে যেমন সুন্দর সুন্দর পোশাক পরিধান করেন, ঠিক তেমনি চরিত্র অলংকার হিসেবে মানুষের মধ্যে অনুপম সৌন্দর্যের বিকাশ সাধন করে। মানব জীবনের অপরিহার্য উপাদান হচ্ছে স্বাস্থ্য, অর্থ এবং বিদ্যা।

আরো পড়ুনঃ নাম মানুষকে বড় করে না, মানুষই নামকে বড় করে তোলে ভাব সম্প্রসারণ

তবে জীবনে এগুলোর যতই অবদান থাকুক না কেন, এককভাবে এগুলোর কোনোটিই মানুষকে সর্বোত্তম মানুষের পরিণত করতে সক্ষম নয়। যার পরশে জীবন ঐশ্বর্যমন্ডিত হয় এবং যার বদৌলতে মানুষ সমাজ জীবনে শ্রদ্ধা ও সম্মানের পাত্র হিসেবে আদৃত হয়ে থাকে তাই চরিত্র। নামমাত্র নৈতিকতা বা ন্যায়নিষ্ঠাই চরিত্র নয়। চরিত্রের মাঝে সমন্বয় ঘটাতে হবে মানুষের যাবতীয় মানবীয় গুণাবলীর ও আদর্শের। 

চরিত্রবান ব্যক্তি জাগতিক মায়া-মোহ ও লোভ-লালসার অবিচ্ছেদ্য বন্ধন কে ছিন্ন করে লাভ করে থাকেন অপরিসীম শ্রদ্ধা ও অফুরন্ত সম্মান এবং ভালোবাসা। বিখ্যাত ইংরেজ লেখক স্যামুয়েল স্মাইলাম তাঁর “CHARACTER” নিবন্ধে বলেছেন __ “The crown and glory of life is character”‌। এই উক্তিটির মাধ্যমে মূলত অমূল্য সম্পদ চরিত্রের প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে।

মন্তব্য ঃ চরিত্রের কাছে পার্থিব সম্পদ ও বিত্ত অতি নগণ্য। অর্থনৈতিক প্রাচুর্যের বিনিময়ে চরিত্রকে কেনা যায় না। মানব জীবনে চরিত্রের মতো বড় অলংকার আর নেই । তাই চরিত্র মানব জীবনের এক অমর্য সম্পদ।

ভাবসম্প্রসারণঃ চরিত্র মানুষের অমূল্য সম্পদ (২)

মূলভাব ঃ মানুষের সব সম্পদের মধ্যে চরিত্রই সবচেয়ে বড় সম্পদ। উত্তম চরিত্রের লোক সর্বত্র সম্মান পেয়ে থাকে। পক্ষান্তরে, ১৪হীন ব্যক্তি অজস্র ধন সম্পদের অধিকারী হলেও সকলের পাত্র।

সম্প্রসারিত ভাব ঃ ইংরেজিতে একটি কথা আছে__“The crown and glory of life is character” । চরিত্র মানবের মহার্ঘতম বস্তু এবং শ্রেষ্ঠতম অলংকার। হাদিসে আছে__“সবচাইতে পূর্ণ ঈমানদার সেই ব্যক্তি যার আখলাক অর্থাৎ চরিত্র সবচেয়ে ভালো”। চরিত্র সম্পদ অন্য সকল সম্পদ অপেক্ষা অধিক মূল্যবান। চরিত্র গৌরবে বলিয়ান মানুষ দেবতার মহিমায় পৃথিবীতে বিরাজ করে। চরিত্র মানুষকে ন্যায়, সত্য ,সংযম ও শ্রদ্ধাবোধ শিক্ষা দেয় এবং সৎপথে চলতে উদ্বুদ্ধ করে। চরিত্রবান ব্যক্তি সমাজের শিখা স্বরূপ। সে অর্থ সম্পদে দীন হলেও গৌরবে মহান।

আরো পড়ুনঃ জ্ঞানশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য ভাব সম্প্রসারণ

কথায় আছে,_“রাজার জোর অর্থের আর চরিত্রবান ব্যক্তির জোর হৃদয়ের”। হৃদয়িক মহিমায় উজ্জ্বল চরিত্রবান ব্যক্তি সদালাপি, বিনয়ী ও জ্ঞানের প্রতি শ্রদ্ধাশীল হন। চরিত্রবান ব্যক্তি মহাপুরুষ রুপে সমাজে সমাদৃত। পক্ষান্তরে, চরিত্রহীন ব্যক্তির পশুর সদৃশ। সে গন্ধহীন পুষ্পের মতো। তাই কেউ তাকে সম্মান করে না। কথায় আছে,__“টাকা করে হারালে কিছুই হারায় না, স্বাস্থ্য হারালে কিছু হারায়; কিন্তু চরিত্র হারালে সবকিছু হারাতে হয়”। সুতরাং, মানবজীবনের জন্য চরিত্র প্রধান নিয়ামক হিসেবে কাজ করে। চরিত্রের মাধ্যমেই ঘোষিত হয় মানবজীবনের গৌরব।

মন্তব্য ঃ মানুষের প্রকৃত পরিচয় তার চরিত্র। চরিত্র বলেই মানুষ সুন্দর ও সার্থক হয়ে ওঠে।

আর্টিকেল নিয়ে শেষকথাঃ

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, "চরিত্র মানুষের অমূল্য সম্পদ ভাবসম্প্রসারণটি" আমরা উপের আলোচনা করেছি। ভাবসম্প্রসারণ পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই তোমরা তোমাদের পরীক্ষার জন্যে এই ভাবসম্প্রসারণ টি পড়ে নিতে পার। শিক্ষার্থী বন্ধুরা আজকের, "চরিত্র মানুষের অমূল্য সম্পদ ভাবসম্প্রসারণটি" তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আর্টিকেলটি তোমার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিবে যাতে করে তারাও এই "চরিত্র মানুষের অমূল্য সম্পদ ভাবসম্প্রসারণটি" পড়ার সুযোগ পায়। পরবর্তী ভাবসম্প্রসারণ টি পড়ার আমন্ত্রণ জানিয়ে আজকের আর্টিকেলটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফিউচার ড্রীম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url