চোখ চুলকানোর কারণ কি - চোখ চুলকানির ড্রপের নাম

চোখ চুলকানোর ড্রপ

প্রিয় পাঠক, আপনি চোখ চুলকানোর কারণ কি তা জানতে চাচ্ছেন? তাহলে আজকের আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন। আজকের আর্টিকেলে আমরা চোখ চুলকানোর কারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। মানুষের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে চোখ। এই চোখ দ্বারাই মানুষ পৃথিবীর সবকিছু দেখতে পারে এবং উপভোগ করতে পারে। তাই সবসময় চোখের যত্ন নেওয়া প্রয়োজন। বর্তমানে ভাইরাসজনিত কারণে ও নানান সংক্রমনে চোখ চুলকাতে পারে।

চোখের ছবি

তাহলে চলুন আজকে আমরা চোখ চুলকানোর কারণ কি, চোখ চুলকায় কেন, চোখ চুলকালে করণীয়, চোখ চুলকানোর ঘরোয়া সমাধান, চোখের চুলকানি দূর করার উপায়, চোখের চুলকানি দূর করার দোয়া, চোখ চুলকানোর ঔষধ, চোখ চুলকানোর ড্রপ, চোখের এলার্জির ড্রপ সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

পোস্ট সূচিপত্র ঃ চোখ চুলকানোর কারণ কি? - চোখের চুলকানির ড্রপের নাম

চোখ একটি ফুলের মতো জিনিস। মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে চোখ। চোখ ছাড়া মানুষের জীবন মূল্যহীন। চোখ এমন একটা মূল্যবান জিনিস যেটা একবার হারালে ২য় বার আর পাওয়া যায় না। তাই চোখ ভালো ও সুস্থ রাখতে নিয়মিত চোখের যত্ন নিতে হবে। চোখের যে কোনো সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করার চেষ্টা করতে হবে। কারণ ছোট এই সমস্যা থেকে তৈরি হতে পারে বড় ধরনের কোনো সমস্যা। 

চোখ চুলকানোর সমস্যা কম বেশি সবার ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। এ ছাড়াও এলার্জি, পরিবেশ দূষণ ও ধুলা-বালি ইত্যাদির কারণে অনেকের চোখ চুলকায়। আজকাল চোখ চুলকানোটা একটা কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে। ছোট থেকে বড় প্রায় সবারই চোখ চুলকানোর সমস্যা লেগেই আছে। চোখ চুলকানোর কারণে যারা চোখে অতিরিক্ত হাত দিয়ে থাকেন বা চোখ ঘষাঘষি করে থাকেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা আরো বেড়ে যায়। তা ছাড়া চোখের শুষ্কতা, চোখ উঠা ও একজিমার সমস্যা থেকেও চোখ চুলকাতে পারে।

▶▶ আরো পড়ুন ঃ কিডনি ড্যামেজের কারণ, লক্ষণ ও প্রতিকার গুলো কি কি

যারা চোখ চুলকানোর কারণ সম্পর্কে জানতে না তারা আজকের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ার মধ্যে দিয়ে জানতে পারবেন। চোখ চুলকানোর এই সমস্যাটিকে অকুলার এলার্জি বলা হয়ে থাকে। চোখ শুখিয়ে যাওয়া বা ড্রাই আই সিনড্রোম হচ্ছে চোখ চুলকানোর মূল কারণ। অপথালমোলোজিস্টদের মতে, মানুষের চোখে যখন পশুদের লোম, ধুলা-বালি, ফুলের রেণু ও ছোট ছোট কীটপতঙ্গ ঢুকে যায় তখনি চোখ চুলকায়। তা ছাড়া চোখ চুলকানো একটি বিরক্তিকর সমস্যা।

চোখ চুলকানো একটি কঠিন রোগ না হলেও এটি একটি যন্ত্রনাদায়ক সমস্যা বটে। সাধারণত রাতের বেলায় শুষ্ক আবহাওয়ার কারণে এই সমস্যা বেশি দেখা যায়। চিকিৎসাবিজ্ঞানে এই চোখ চুলকানোকে বলে ওকিউলার প্রুরিটাস। একটি ট্রিগার ও অ্যালার্জেনের প্রতিক্রিয়ার ফলে শরীর থেকে হিস্টামিন নামক এক প্রকার রাসায়নিক বেশি নিঃসৃত হয়। যার ফলে চোখের রক্তবাহী নালীটি প্রসারিত হয়ে যায়। এই ধরনের সমস্যার কারণেও চোখ চুলকায়, চোখ জ্বালাপোড়া করে আবার কখনো চোখ লাল হয়ে যায়।

আশা করি আপনি আজকে আর্টিকেলের এই অনুচ্ছেদটি পড়ে চোখ চুলকানোর কারণ সম্পর্কে জানতে পেরেছেন।

চোখ চুলকায় কেন

অনেকে প্রশ্ন করে থাকেন চোখ চুলকায় কেন? তাই যারা প্রতিনিয়ত এই রকম প্রশ্ন করে থাকেন তাদের জন্যে আজকের আর্টিকেলটি। তাহলে, চলুন চোখ কেন চুলকায় আজকের এই অনুচ্ছেদের মাধ্যমে জেনে নেই। চোখ চুলকানো একটি সাধারণ সমস্যা। ছোট থেকে বড় প্রায় সবারই কম বেশি এই সমস্যা লেগেই আছে। চোখ চুলকানোর কারণে যারা চোখে হাত দিয়ে ঘষাঘষি করতে থাকেন তাদের ক্ষেত্রে এই চোখ চুলকানোর সমস্যাটা আরো গুরুতর হয়ে যায়।

চোখ চুলকানো একটি কঠিন রোগ না হলেও এটি একটি যন্ত্রনাদায়ক সমস্যা বটে। সাধারণত রাতের বেলায় শুষ্ক আবহাওয়ার কারণে এই সমস্যা বেশি দেখা যায়। চিকিৎসাবিজ্ঞানে এই চোখ চুলকানোকে বলে ওকিউলার প্রুরিটাস। একটি ট্রিগার ও অ্যালার্জেনের প্রতিক্রিয়ার ফলে শরীর থেকে হিস্টামিন নামক এক প্রকার রাসায়নিক বেশি নিঃসৃত হয়। যার ফলে চোখের রক্তবাহী নালীটি প্রসারিত হয়ে যায়। এই ধরনের সমস্যার কারণেও চোখ চুলকায়, চোখ জ্বালাপোড়া করে আবার কখনো চোখ লাল হয়ে যায়। 

চোখ চুলকানোর সঙ্গে যেসব লক্ষণ বা উপসর্গ দেখা যায় তা হলো ঃ চোখের পৃষ্ঠে ও পৃষ্ঠতলের ঝিল্লিতে প্রদাহ, সর্দি, গলা ধরে যাওয়া ও হাঁচি দেওয়া, চোখের পাতা ফুলে যাওয়া, চোখে জল আসা, চোখ জ্বালা করা ও চোখ লাল হয়ে যাওয়া। নিচে চোখ চুলকানোর ৩টি সাধারণ কারণ সম্পর্কে আলোচনা করা হলো।

১ম কারণ ঃ ধূলাবালি, মোল্ড ( একধরনের ছত্রাক), চোখের ড্রপ ও বিভিন্ন পশুর পশম থেকে চোখ চুলকানি হতে পারে। এছাড়াও যদি চোখের চারপাশে ডার্মাটাইটিস হয়, সেক্ষেত্রেও চোখ চুলকাতে পারে।

২য় কারণ ঃ চোখের ল্যাক্রিমাল গ্রন্থি যখন পর্যাপ্ত পরিমাণে অশ্রু তৈরি করতে পারে না, তখন চোখের পৃষ্ঠতল আর্দ্র হতে পারে না যার কারণে চোখ চুলকায়। তা ছাড়া বাইরে থেকে কোন ক্যামিকেল চোখে প্রবেল করলেও চোখ চুলকায় (ক্যামিকেল যেমনঃ মেকআপ বা সুইমিংপুলে থাকা ক্লোরিন)

৩য় কারণ ঃ কন্ট্যাক্ট লেন্সের সংক্রমেণেও চোখে চুলকানি হতে পারে। আবার বিভিন্ন ওষুধের (পেইনকিলার, অ্যানৃটিহিস্টামিনিকোস, জন্মনিয়ন্ত্রণ ওষুধ ও অ্যান্টিডিপ্রেসেন্টস ইত্যাদি) পার্শ্বপ্রতিক্রিয়ার ফলেও চোখে চুলকানির সমস্যা দেখা দিতে পারে।

উপরোক্ত কয়েকটি কারণের জন্যেও চোখে চুলকানির সমস্যা দেখা দিতে পারে। তবে এই সমস্যা গুলো ব্যাতিত অন্য কোনো কারণে যদি চোখ চুলকায় সেক্ষেত্রে একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া দরকার।

চোখ চুলকানোর কারণ কি | চোখ চুলকালে করণীয়

চোখের অন্যান্য সমস্যা গুলোর মধ্যে চোখ চুলকানো একটি অন্যতম সমস্যা। এই চোখ চুলকানির প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। আর এই চুলকানি থেকে হতে পারে বড় ধরনের কোনো সমস্যা। তাই আজকে আমরা এই অনুচ্ছেদের মধ্যে  চোখ চুলকালে কি করণীয় সেসব বিষয়ে আলোচনা করব। তাহলে,  চলুন জেনে নেই কিভাবে এই চুলকানি থেকে রেহাই পাওয়া যায় তার উপায় সমূহ

চোখ চুলকালে অনেকে চোখে  হাত দিয়ে কচলানো শুরু করে। এই চোখ কচলানোটা একেবারেই ঠিক নয়। কারণ এতে করে সমস্যা অরো জটিল হতে পারে। তাই হাত দিয়ে চোখ ঘষাঘষি না করে কিছুটা ঠান্ডা পানির মধ্যে এক টুকরো পরিষ্কার কাপড় ভিজিয়ে নিয়ে চোখের উপর চেপে ধরুন এতে করে আপনি চুলকানি থেকে কিছুটা হলেও আরাম পাবেন। এ ছাড়া চোখে ধুলাবালি প্রবেশ করার কারণেও চোখ চুলকাতে পারে।

যদি আপনার চোখ ধুলাবালি প্রবেশের কারণে চুলকায় তাহলে আপনি জোরে জোরে পরিষ্কার পানির ঝাপটা দিয়ে চোখ ধুয়ে ফেলুন এতে করে আপনার চোখ থেকে ময়লা বেরিয়ে আসবে এবং আপনি চুলকানি থেকেও স্বস্তি পাবেন। আবার, অনেক সময় দেখা যায় চোখে ধুলা-বালি না পড়লেও চোখ চুলকায় সেক্ষেত্রে আপনি পরিষ্কার কাপড় দিয়ে চোখে গরম ভাপ দিতে পারেন বা একটা ওয়াটার ব্যাগে গরম পানি নিয়ে সেটা দিয়েও চোখে গরম ভাপ দিতে পারেন। এক্ষেত্রে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে, পানি যেন অতিরিক্ত গরম না হয়। কারণ অতিরিক্ত গরম পানি চোখের জন্য ক্ষতিকর।

উপরোক্ত এই কয়েকটি পদ্ধতি ব্যবহার করেই আপনি নিমিষেই চোখ চুলকানি থেকে আরাম পেতে পারেন। তবে কিছু কিছু ব্যাক্তির ক্ষেত্রে এই পদ্ধতিগুলো ব্যবহারের পরও চোখ চুলকাতে পারে। সেক্ষেত্রে তারা চাইলে যে কোনো ফার্মেসির দোকান থেকে আই ড্রপ কিনে নিয়ে ব্যবহার করতে পারেন। তবে একটা বিষয় জেনে রাখা ভালো যে, চোখে কোনো ধরনের আই ড্রপ ব্যবহারের আগে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। কারণ চোখ একটি ফুলের মতো জিনিস একবার হারালে আর পাওয়া যায় না।

চোখ চুলকানোর ঘরোয়া সমাধান | চোখের চুলকানি দূর করার উপায়

আপনি কি চোখ চুলকানোর ঘরোয়া সমাধান সম্পর্কে জানতে আগ্রহী। তাহলে আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন। চোখের অন্যান্য সমস্যা গুলোর মধ্যে চোখ চুলকানো একটি অন্যতম সমস্যা। চারিদিকে পরিবেশ দূষণ ও ধুলা-বালির কারণে চোখ চুলকানির প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। চোখ চুলকানির ডাক্তারি সমাধান থাকলেও ঘরোয়া কয়েকটি পদ্ধতিতে চোখ চুলকানি কিছুটা হলেও কমিয়ে আন যায়।

▶▶ আরো পড়ুন ঃ ডায়াবেটিসের লক্ষণগুলো কি কি - ডায়াবেটিস থেকে বাঁচার উপায়

স্বাস্থ্যবিষয়ক কয়েকটি ওয়েব সাইটে চোখ চুলকানোর সমস্যার ঘরোয়া কিছু সহজ সমাধান নিয়ে আলোচনা করা হয়। তাই আজকে আমরা আপনাদের সেথে সেই ঘরোয়া সমাধান গুলো নিয়ে আলোচনা করব। চোখ চুলকানোর ঘরোয়া সমাধানের মধ্যে রয়েছে, শসা, ঠান্ডা দুধ, গোলাপজল, লবণ পানি, গ্রিন টি, আলু ও ঘৃত কুমারী বা অ্যালোভেরা এই কয়েকটি পদ্ধতি। এই গুলো ব্যবহার করে চোখ চুলকানো থেকে কিছুটা হলেও আরাম পাওয়া যায়।

শসা দিয়ে ঃ শসার মধ্যে রয়েছে অ্যান্টি-ইরিটেশন প্রোপার্টীজ যা ফোলাভাব, জ্বালা পোড়া ও চুলকানো ইত্যাদি সমস্যা সমাধানে বেশ কার্যকরী। তাই চোখের চুলকানি থেকেও মুক্তি পেতে শসা পাতলা করে কেটে চোখের উপর দিতে পারেন এভাবে দিনে অন্তত পাঁচবার ব্যবহার করলে উপকার পাওয়া যাবে।

ঠান্ডা দুধ দিয়ে ঃ ঠান্ডা দুধে এক টুকরো পরিষ্কার তুলার প্যাড ভিজিয়ে নিয়ে সেটা কিছুক্ষণের জন্য চোখের উপর দিয়ে রাখতে হবে। এতে চোখ ঠান্ডা হবে এবং চোখের চুলকানিও কমে যাবে। এটি দিনে দুবার ব্যবহার করে উপকার পাওয়া যায়।

গোলাপজল দিয়ে ঃ চোখ চুলকানির সমস্যায় দারুন একটি ঘরোয়া সমাধান হলো এই গোলাপজল। চোখে গোলাপজল ব্যবহার করলে চোখের জ্বালাপোড়াভাব কমা সহ এটি চোখকে ঠান্ডা রাখে। তবে চোখ চুলকানির সমস্যায় তাৎক্ষণিক ভাবে সমাধান পেতে চাইলে গোলাপজল ব্যবহার করা যেতে পারে। যে চোখে সমস্যা সেই চোখে তিন ফোঁটা গোলাপ জল ব্যবহারে উপকার পাওয়া যাবে।

লবণ পানি দিয়ে ঃ লবণ পানি চোখের চুলকানি ও জ্বালাপোড়া ভাব দূর করতে বেশ কার্যকরী। এ ছাড়া লবণের মধ্যে থাকা অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান জীবণু ধ্বংস করতে সাহায্য করে। সুতরাং চোখের চুলকানি থেকে মুক্তি পেতে লবণ পানি দিয়ে চোখ ধুতে পারেন।

গ্রিন টি দিয়ে ঃ গ্রিন টি যেমন স্বাস্থ্যের জন্যে উপকারী তেমনি ত্বকের জন্যেও উপকারী। এক কাপ পানির মধ্যে দুটি গ্রিন টি এর ব্যাগ দিয়ে ভালোভাবে পানি ফুটিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে সেই পানি দিয়ে চোখ ধৌত করার মাধ্যমেও উপকার পেতে পারেন।

ঘৃত কুমারী বা অ্যালোভেরা দিয়ে ঃ ঘৃত কুমারী বা অ্যালোভেরা ত্বক আর্দ্র রাখতে সহায়তা করে। শুষ্ক ত্বক , ত্বকের চুলকানোভাব এবং ফোলাভাব কমাতেও এটি বেশ কার্যকরী । একটি অ্যালোভেরা পাতা থেকে অ্যালোভেরা জেল বের করে তার সঙ্গে মধু ও আধা কাপ এল্ডারবেরি ব্লসম যুক্ত করে একটা মিশ্রণ তৈরি করুন। তারপর মিশ্রটি দিয়ে চোখ পরিষ্কার করুন। যতদিন চোখে এই সমস্যাটি থাকবে ততদিন এটি দিনে দুবার করে ব্যবহার করুন।

উপরোক্ত সকল ঘরোয়া পদ্ধতি ব্যবহারের পরও যদি আপনার চোখের চুলকানি না কমে তাহলে আপনাকে একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে।

চোখের চুলকানি দূর করার দোয়া

চোখের চুলকানি দূর করার দোয়া সম্পর্কে বিস্তারিত জানুন। মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে চোখ। বাইরের ধূলাবালি বা যে কোনো সমস্যায় এই অঙ্গটি ব্যাথা বা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। তাই অঙ্গটি ভালো ও সুস্থ রাখতে নিয়মিত চোখের যত্ন নিতে হবে। যদি কোনো কারণে চোখে ব্যাথা বা অস্বস্তি অনুভূতি হয় তাহলে কোরআলুন করিমের এই আয়াতটি পাঠ করুন। কোরআলুন করিমের এই আয়াতটি পাঠ করার মাধ্যমে আপনি চোখের ব্যাথা বা অস্বস্তি থেকে মুক্তি পেতে পারেন।

চোখ চুলকানোর দোয়া

আয়াতটি হল ঃ লাক্বাদ কুংতা ফি গাফলাতিম মিন হাজা ফাকাশাফনা আংকা গিত্বাআকা ফাবাচারুকাল ইয়াওমা হাদিদ। (সুরা ক্বফ ঃ আয়াত নং ২২)

যে ব্যাক্তি সুরা ক্বফ এর ৩নং আয়াতটি প্রত্যক নামাজের পর তিনবার করে পাঠ করবে তার চোখের ব্যাথা সেরে যাবে।

চোখ চুলকানোর ড্রপ | চোখের এলার্জির ড্রপ

আজকাল বাজারে চোখের সমস্যা সমাধানের জন্য নানান রকমের আই ড্রপ পাওয়া যায়। এই আই ড্রপ গুলো ব্যবহারে চোখের যে কোনো ধরনের সমস্যা সমাধান করা সম্ভব। চোখের যে কোনো সমস্যায় ড্রপ ব্যবহার করে নিমিষেই আরাম পাওয়া যায়। চোখের শুষ্কতা ও পোড়া চোখের সমস্যা সমাধানের জন্য লুব্রিকেটিং আই ড্রপ ব্যবহার করতে পারেন। লুব্রিকেটিং আই ড্রপ চোখের আর্দ্রতা প্রদান করে এবং প্রাকৃতিক অশ্রুকে পরিপূরক করে। এ ছাড়াও এটা চোখের পৃষ্ঠকে রক্ষা করতে টিয়ার ফিল্মকে আরো কার্যকরভাবে কাজ করতে সহায়তা করে। নিচে কিছু লুব্রিকেটিং আই ড্রপ এর নাম উল্লেখ করা হলো ঃ 

  • কার্বক্সিমিথাইল সেলুলোজ (সিএমসি)
  • হাইড্রক্সি প্রোপিল মিথাইল সেলুলোজ (এইচপিএমসি)
  • এইচপিএমসি + গ্লিসারিন
  • পলিথিন গ্লাইকল + প্রোপিলিন গ্লাইকল
  • সোডিয়াম Hya

উপরোক্ত সকল ড্রপ গুলো লুব্রিকেটিং আই ড্রপ। এগুলো সাধারণত শুষ্কতা ও পোড়া চোখের জন্যে বেশি ব্যবহৃত হয়ে থাকে। এবার আমরা সংক্রমনের জন্য চোখের ড্রপের নাম গুলো নিয়ে আলোচনা করব। তাহলে, চলুন জেনে নেই চোখের সংক্রমনের ড্রপের নাম সমূহ

  • সিপ্রোফ্লক্সাসিন
  • অফলাক্সাসিন
  • গ্যাটিফ্লক্সাসিন
  • মক্সিফ্লক্সাসিন
  • টোব্রামাইসিন

উপরোক্ত (সিপ্রোফ্লক্সাসিন, অফলাক্সাসিন, গ্যাটিফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন, টোব্রামাইসিন) এই সকল ড্রপ চোখের লালভব দেখা দিলে বা চোখ ছিঁড়ে যাওয়ার ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়ে থাকে।

অনেকেই চোখ চুলকানোর কারণ কি তা জানতে চান? চোখ চুলকানোর কারণ সম্পর্কে আমরা উপের বিস্তারিত আলোচনা করেছি আপনি চাইলে সেটা পড়ে নিতে পারেন। এখন আমরা চোখ চুলকানোর ড্রপ বা চোখের এলার্জির ড্রপ গুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলুন জেনে নেই চোখ চুলকানোর ড্রপের নাম সমূহ

  • ওলাপাটাডিন
  • সোডিয়াম ক্রোমোগ্লাইকেট
  • বেপোটাস্টাইন
  • কেটোরোলাক
  • ফ্লুরোমেথালোনের মতো কম ক্ষমতার স্টেরয়েড

উপরোক্ত (ওলাপাটাডিন, সোডিয়াম ক্রোমোগ্লাইকেট, বেপোটাস্টাইন, কেটোরোলাক, ফ্লুরোমেথালোনের মতো কম ক্ষমতার স্টেরয়েড) এই সকল ড্রপ গুলো ব্যবহার করা হয় মূলত চোখের চুলকানি ও পানি পড়া সমস্যা সমাধানের জন্য।

তবে ড্রপ ব্যবহার করার আগে কিছু সর্তরকতা অবলম্বন করা উচিত। কোন ড্রপ কিভাবে ব্যবহার করতে হয় বা কতো ফোঁটা ব্যবহার করতে হয় তা কিন্তু আপনারা জানেন না। তাই যে কোনো আই ড্রপ ব্যবহারের আগে একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। আপনি যদি ডাক্তারের পরামর্শ ছাড়া ড্রপ ব্যবহার করেন তাহলে আপনার চোখের স্বল্প মেয়াদি বা দীর্ঘমেয়াদি সমস্যা দেখা দিতে পারে। এমনও হতে পারে যে আপনার চোখের দৃষ্টিশক্তি একেবারে কমে যেতে পারে। সুতরাং ড্রপ ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

সর্বশেষ কথা - চোখ চুলকানোর কারণ কি

প্রিয় পাঠক, এতোক্ষণ ধরে আমরা চোখ চুলকানোর কারণ কি তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনার যদি চোখ চুলকানোর সমস্যা থেকে থাকে তাহলে আপনি এই আর্টিকেলটি পড়ার মধ্যে দিয়ে উপকার পেতে পারেন। এ ছাড়াও আজকের আর্টিকেলের মধ্যে আমরা আলোচনা করেছি চোখ চুলকানোর কারণ কি, চোখ চুলকায় কেন, চোখ চুলকালে করণীয়, চোখ চুলকানোর ঘরোয়া সমাধান, চোখের চুলকানি দূর করার উপায়, চোখের চুলকানি দূর করার দোয়া, চোখ চুলকানোর ঔষধ, চোখ চুলকানোর ড্রপ, চোখের এলার্জির ড্রপ সম্পর্কে।

প্রিয় পাঠক, আজকের আরটিকলটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ার জন্যে আপনাকে ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
1 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Anonymous
    Anonymous December 15, 2023 at 4:06 AM

    আর্টিকেলটি খুব উপকারী। এই প্রথম দেখলাম যে বৈজ্ঞানিক কোন আর্টকেলে পবিত্র কুরআনের আয়াত ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে। সম্প্রতি আমার চোখ চুলকানি হচ্ছে।চিকিতসক আমাকে ওলাপটিডিন ড্রপ দিয়েছেন। কিন্তু খুব একটা উপকার হয়নি। এই আর্ডিকেলটি থেকে আমি উপকারী পরামর্শ পরলাম। অথরকে আন্তরিক ধন্যবাদ।

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফিউচার ড্রীম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url