Work up job - একাউন্ট খোলার নিয়ম ২০২৩
বাংলাদেশের একটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইট হলো Work up job । Work up job সাইটে কাজ করে আপনি প্রতিদিন ১০$ ডলার এর বেশি ইনকাম করতে পারবেন। আপনি যদি Work up job ফ্রিল্যান্সিং সাইটে কাজ করতে চান কিন্তু কিভাবে কাজ করতে হয়, কিভাবে একাউন্ট খুলতে হয় সেই সম্পর্কে কিছুই জানেন না তাহলে আজকের এই পোস্টটি সম্পূর্ণ আপনার জন্য।
Work up job সাইটে কাজ করতে হলে আপনাকে প্রথমে সেখানে রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে, চলুন কিভাবে সাইটে রেজিস্ট্রেশন করতে হয় এবং কিভাবে কাজ করতে হয় সেই সম্পর্কে A to Z বিস্তারিত আলোচনা করা যাক।
Work up job সাইটে রেজিস্ট্রেশন করার নিয়ম (স্টেপ-বাই-স্টেপ ) দেখে নিন-
প্রথমে এই লিংকে ক্লিক করে Work up job সাইটে চলে যাবেন। লিংকে ক্লিক করে Work up job সাইটে আসার পর দেখবেন ডান দিকে তিন লাইন যুক্ত একটা অপশন আছে।
এখন আপনি তিন লাইন যুক্ত অপশনে ক্লিক করুন এবং ক্লিক করার পর দেখবেন এই রকম একটা পেজ আসবে এখান থেকে আপনি "Register" এই অপশনে ক্লিক করবেন।
আপনি যখন "Register" অপশনে ক্লিক করবেন তখন আপনার সামনে এই রকম একটা পেজ আসবে। আপনি চাইলে এখানে "Sign up" অপশনের নিচে সাইট সম্পর্কে কিছু লেখা আছে আপনি সেই লেখাগুলো পড়ে দেখতে পারেন। লেখা পড়া হয়ে গেলে এখন আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন।(আপনার বোঝার সুবিধার্থে আমি প্রথম ছবিতে একটা এরো চিহ্ন দিয়েছি যে কোন দিকে যেতে হবে) এবার আপনি দ্বিতীয় (যে ছবির উপর লাল কালারের 2 লেখা আছে সেই ছবির মত) ছবিতে লক্ষ্য করুন এখানে প্রথমে আপনার সম্পূর্ণ নামটি বসাতে হবে তারপর আপনার সচল একটা ইমেইল এড্রেস দিতে হবে এবং একটা ৮ ডিজিট এর শক্তিশালী পাসওয়ার্ড দিতে হবে। এবার আপনি আপনার "Country" টা সিলেক্ট করে "I'm not a Robot" এই সিকিউরিটি চেকার টা পূরণ করবেন। এখন সব তথ্য দেওয়া হয়ে গেলে আপনাকে শর্ত দিতে হবে আপনি "Work up job" এর সকল নিয়ম নীতিমালা সম্পর্কে একমত পোষণ করেছেন তার জন্য লাল বক্স করা খালি ঘরটাই টিক চিহ্ন দিয়ে "Create Account" অপশনে ক্লিক করে দিবেন। (সম্পূর্ণ তথ্য কিভাবে পূরণ করবেন তা বোঝার জন্য নিচে আমি একটা ডেমো ছবি দিয়েছি)
"Create Account" অপশনে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এইরকম একটা পেজ আসবে এখানে স্ক্রল করে নিচের দিকে গেলেই দেখবেন এই রকম একটা লেখা আছে "Account create success. Please verify your account to active" এই লেখাটি থাকার মানে হচ্ছে আপনার একাউন্ট খোলা সফল হয়েছে। এবার আপনাকে ভেরিফিকেশন করার জন্য একটা মেইল পাঠানো হবে Work up job থেকে। আর যদি আপনার সামনে যদি ("Account create success. Please verify your account to active") লেখাটি শো না করে তাহলে বুঝতে হবে আপনি সঠিকভাবে একাউন্ট খুলতে পারেন নি আপনার কোন একটা তথ্য মিসিং আছে যার ফলে আপনাকে আবার পুনরায় সব তথ্য দিয়ে আবার চেষ্টা করতে হবে।
এবার কিছুক্ষণ অপেক্ষা করবেন কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন আপনার ফোনে ঠিক (যে ছবির উপর লাল কালারের 3 লেখা আছে সেই ছবির মত) এই রকম একটা ই-মেইল আসবে। এবার চলে যাবেন আপনি আপনার ফোনের মেইল বক্সে বা আপনি এখানেও (লালবক্স করা এর উপর) ক্লিক করে সরাসরি মেইল বাক্সের মধ্যে "Work up job" থেকে যে মেইল টা আসবে সেখানে ডুকে যেতে পারবেন। "Work up job"থেকে আসা মেইলের মধ্যে এসে দেখতে পারবেন সেখানে "Activate your Account" নামে একটা অপশন আছে সেই অপশনে ক্লিক করে দিবেন। এবার আপনাকে পুনরায় নিয়ে যাবে " Work up job" সাইটে। (যে ছবির উপর লাল কালারের 4 লেখা আছে সেই ছবির মত)
সেখান থেকে আপনি পুনরায় তিন লাইন যুক্ত অপশনে ক্লিক করবেন। তিন লাইন যুক্ত অপশনে ক্লিক করার পর (যে ছবির উপর লাল কালারের 5 লেখা আছে সেই ছবির মত) ঠিক এই রকম দেখাবে। এবার সেখান থেকে আপনি "Log in" অপশনে ক্লিক করে। অ্যাকাউন্ট খোলার সময় যে ই-মেইল টা দিছিলেন এখানেও ঠিক সেই একই ই-মেইল আর পাসওয়ার্ড দিয়ে "I'm not a robot" সিকিউরিটি চেকার টা পূরণ করে লাল বক্স করা "Log in" অপশনে ক্লিক করে একাউন্ট এক্টিভ করে নিবেন। অ্যাকাউন্ট লগইন হওয়ার পর দেখবেন আপনার সামনে (যে ছবির উপর লাল কালারের 6 লেখা আছে সেই ছবির মত) ঠিক এই রকম একটা ড্যাশবোর্ড দেখাচ্ছে। তাহলে বুঝবেন আপনার একাউন্ট খোলা সঠিকভাবে সম্পন্ন হয়েছে।
(Work up job থেকে কিভাবে ইনকাম করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানতে নিচের বাটনে ক্লিক করুন)
ফিউচার ড্রীম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url