ইউটিউব ভিডিও দেখে টাকা ইনকাম করার নতুন ওয়েবসাইট

ডিজিটাল মার্কেটিং করে আয় 500$

প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতোই আজকেও আরো একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা এই পোষ্টের মধ্যে যে সকল বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হলো কিভাবে অনলাইন থেকে ইউটিউব ভিডিও দেখে ইনকাম - ভিডিও দেখে টাকা ইনকাম 2023 এবং কিভাবে বিকাশ/রকেট /নগদ এর মাধ্যমে টাকা নিবেন সেসব বিষয়ে। আশা করছি আজকের এই পোস্টটি আপনাদের কাছে অনেক ইনফরমেটিভ। 

Earn money online 2023

তাই, আপনি যদি আজকের এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে অনলাইন থেকে ইউটিউব ভিডিও দেখে ইনকাম করা যায় এবং কোন সাইট থেকে আপনি ভিডিও দেখে টাকা ইনকাম করবেন। তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক এবং যেনে নেওয়া যাক ইউটিউব ভিডিও দেখে ইনকাম করার উপায় সমূহ।

ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম - Earn money Freelancing

আমরা কম বেশি সবাই ফ্রিল্যান্সিং এর সাথে পরিচিত। ফ্রিল্যান্সিং এর মানে হচ্ছে স্বাধীনভাবে কাজ করা বা মুক্ত পেশা। আমরা অনেকেই ফ্রিল্যান্সিং করতে চাই কিন্তু ল্যাপটপ/ডেস্কটপ না থাকায় আমাদের পক্ষে ফ্রিল্যান্সিং করা সম্ভবপর হয়ে ওঠে না। তাই আজকে আমি আপনাদের এমন একটি সাইট সম্পর্কে বলব যে সাইটে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন।

আর সেই সাইটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সাইট "Work up job" । হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন সাইটের নাম হচ্ছে Work up job site। এই Work up job সাইটের সাথে আমরা অনেকেই পরিচিত বা এই সাইট সম্পর্কে আমরা অনেকেই জানি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সাইট থেকে আপনি মোবাইল দিয়ে ভিডিও দেখার মাধ্যমে কিভাবে টাকা ইনকাম করবেন A to Z বিস্তারিত বুঝিয়ে দিব।

(আপনি যদি Work up job সাইটে একাউন্ট খোলার নিয়ম জানতে চান তাহলে নিচের বাটনে ক্লিক করুন)

Work up job সাইট থেকে ইউটিউবে ভিডিও দেখে টাকা ইনকাম করার নিয়ম (স্টেপ-বাই-স্টেপ) দেখে নিন-

আপনার যদি Work up job সাইটে আগে থেকেই অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি শুধুমাত্র এই লিংকে ক্লিক করে ই-মেইল আর পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিবেন। লগইন করার পর আপনার সামনে ঠিক নিচে দেওয়া ছবির মত দেখাবে।

আরো পড়ুন ঃ অর্ডিনারি আইটিতে বাংলা আর্টিকেল লিখে মাসে আয় করুন ১৫ হাজার টাকা

লগইন করে ড্যাশবোর্ডে আসার পর দেখবেন ডানদিকে একটা ম্যান আইকন আছে। আপনি সেই মেন আইকন এর উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখবেন আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে সেখান থেকে আপনি "My profile" অপশনের উপর ক্লিক করবেন। "My profile" অপশনে ক্লিক করার পর দেখবেন নতুন একটা পেজ ওপেন হবে সেই পেইজে একটু নিচের দিকে গেলে দেখবেন "Manage profile" নামে একটা অপশন আছে। আপনি সেই অপশনে ক্লিক করে আপনার নাম, আপনার বয়স, আপনার ছবি, আপনার ঠিকানা এবং বাদবাকি যা কিছু আছে সব নিজের মতো করে দিয়ে আপডেট করে নিবেন।

আরও পড়ুনঃ ডিজিটাল মার্কেটিং শিখে মাসে $500--$1,000 ডালার আয়ের উপায়

এবার আপনি তিন লাইন যুক্ত অপশনে ক্লিক করলে দেখবেন বামদিক থেকে একটা পেজ চলে আসছে সেই পেজ থেকে আপনি "Find job" অপশনে ক্লিক করে পুনরায় ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে নামবেন দেখবেন আপনার সামনে অনেকগুলো জব শো হবে। এবার সেখান থেকে আপনি আর একটু নিচে গেলেই "More job" নামে একটা অপশন দেখবেন সেই অপশনে ক্লিক করে আপনি আরো অনেকগুলো জব দেখতে পাবেন এবং আপনি চাইলে "More job" অপশনে ক্লিক না করেও উপর থেকে "Select Category" অপশনে ক্লিক করে আপনার পছন্দমত জবের ক্যাটাগরি সিলেক্ট করে কাজ করতে পারবেন।

এবার আসুন কিভাবে ইউটিউব ভিডিও দেখে ইনকাম করার কাজ করবেন তা জেনে নিই-

ইউটিউব ভিডিও দেখে ইনকাম করার জন্য আপনাকে প্রথমে "Select Category" অপশনে গিয়ে "YouTube/Toffe" ক্যাটাগরিটি সিলেক্ট করে "Apply" বাটনে ক্লিক করে "Apply" করে দিতে হবে। ক্যাটাগরি সিলেক্ট করে এপ্লাই করে দেওয়ার পর দেখবেন ইউটিউবে ভিডিও সম্পর্কিত যতগুলো কাজ আছে সবগুলো আপনার সামনে চলে আসবে।

আরও পড়ুনঃ 

এবার আপনি সেখান থেকে আপনার পছন্দমত যে কোন একটা ইউটিউবে ভিডিও দেখার কাজের উপর ক্লিক করুন ক্লিক করলেই দেখতে পাবেন আপনার সামনে একটা নতুন পেজ চলে আসছে। নতুন পেজ আসার পর নিচে দেখবেন "Done" অপশন এর ওখানে বর্তমানে জবটি কত জনে শেষ করেছে এবং জবটিতে আর কতজন এপ্লাই করতে পারবে সেটি দেখাবে। এবার জবটি করার জন্য আপনাকে কত টাকা দেওয়া হচ্ছে সেটা "You Can Earn" অপশন এর পাশে দেখতে পাবেন।

তারপর নিচে দেখবেন যে ভিডিওটা দেখতে হবে সেই ভিডিও সম্পর্কিত একটা ছবি সেখানে দেওয়া আছে এবং তার আরেকটু নিচে গেলেই কিভাবে ভিডিও দেখতে হবে, কতক্ষণ পর্যন্ত ভিডিও দেখতে হবে আর প্রমাণস্বরূপ কি কি জমা দিতে হবে সেই সম্পর্কে বিস্তারিত লেখা আছে আপনি সেগুলো পড়ে নিবেন ।
কাজের বিস্তারিত পড়ে কাজটা শেষ করার পর এবার আপনাকে জমা দিতে হবে। এখন চলুন আপনি কিভাবে কাজ জমা দিবেন তা দেখে নিই। (এখানে নিচে যে ছবিগুলো দেওয়া হয়েছে সেগুলো আপনি যখন কাজ জমা দিতে যাবেন তখন দেখতে পাবেন এবং কিভাবে কাজটা জমা দিবেন তার জন্য নিচে উদাহরণসহ কিছু ছবি যুক্ত করে দিয়েছি)

তার আগে আমি আপনাদের ছোট্ট একটা উদাহরণ দেই। (যেমন ধরেন আপনি একটা ইউটিউব ভিডিও দেখার কাজের উপর ক্লিক করছেন এবং কাজের ডেসক্রিপশনে লেখা ছিল যে ভিডিওটা আপনাকে ৫ মিনিট পর্যন্ত দেখতে হবে এবং ভিডিও শুরুতে ঘড়ির টাইম মিল রেখে প্রথম স্ক্রিনশট দিতে হবে আর ভিডিওটি পাঁচ মিনিট দেখা শেষ হয়ে গেলে ঘড়ির টাইম মিল রেখে দ্বিতীয় স্ক্রিনশট দিতে হবে এবার আপনি কাজটি জমা দেওয়ার জন্য নিচে "Upload Screenshot prove" এই নামের দুইটা বক্স দেখতে পাবেন সেখানে আপনার কাজের প্রমাণস্বরূপ প্রথম বক্সে প্রথম স্ক্রিনশট এবং দ্বিতীয় বক্সে দ্বিতীয় স্ক্রিনশটটি দিয়ে নিচ থেকে "Submit" বাটনে ক্লিক করে কাজটা জমা দিয়ে দিবেন)

(কিভাবে কাজটা সাবমিট করবেন তা বোঝার জন্য নিচে দেওয়া ছবিগুলো লক্ষ্যকরুন)


এভাবে আপনি যে কাজটার উপর ক্লিক করবেন সেই কাজের বিবরণ বা ডেসক্রিপসন অনুযায়ী আপনাকে কাজটা শেষ করে জমা দিতে হবে। এভাবে আপনি প্রতিদিন অনেকগুলো ইউটিউব ভিডিও দেখে ইনকাম করার কাজ করতে পারবেন। তাছাড়া আপনি চাইলে ইউটিউব ভিডিও দেখে টাকা ইনকাম করা ছাড়াও আপনার ইচ্ছামত যেকোন কাজ করে ইনকাম করতে পারেন। এই সাইটে প্রতিনিয়ত এক হাজারের উপরে কাজ দেওয়া থাকে। তাই আপনি যদি সাইটটিতে নিয়মিত কাজ করেন তাহলে প্রতিদিন ১০$ ডলার থেকে ১৫$ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন।

প্রিয় বন্ধুরা যেহেতু এক পোস্টের মধ্যে সকল বিষয় একসাথে বলা সম্ভব নয় তাই কিভাবে পেমেন্ট নিতে হবে সেটা আমরা অন্য একটি পোষ্টে আলোচনা করেছি আপনি চাইলে এই লিংকে ক্লিক করে পোস্টটি পড়ে নিতে পারেন।

ইউটিউব ভিডিও দেখে ইনকাম শেষ কথাঃ

প্রিয় বন্ধুরা অনলাইন থেকে ইউটিউব ভিডিও দেখে ইনকাম করতে সবাই চাই কিন্তু কেউ পারে আবার কেউ পারে না। অনেকে আবার ভিন্ন ভিন্ন ওয়েবসাইটে কাজ করেও প্রতারণার শিকার হয়। তাই আপনারা যাতে কাজ করে প্রতারিত না হন সেজন্য আমি আপনাদের সাজেস্ট করব আপনারা সবাই ওয়ার্ক আপ জব সাইটে কাজ করেন। কারণ এই ওয়েবসাইটে আমি নিজেও কাজ করে দেখছি এবং অনেক বার পেমেন্টও পাইছি। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারাও এই ওয়েব সাইটে কাজ করেন। আর আপনারা যদি আজকের পোস্টটি ভালোভাবে পড়ে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন Work up job সাইটে কাজ করার মাধ্যমে প্রতিদিন একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করা যায় এবং আর্টিকেলটি পড়ার পরও আপনার যদি "Work up job" সাইটে কাজ করা নিয়ে কোনো রকম সমস্যা হয় তাহলে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যতটুকু পারি আপনাদের সাহায্য করার চেষ্টা করব । 

বন্ধুরা আজকের আর্টিকেলটি পড়ে আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এটি আপনার বন্ধু-বান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন । আজকের আর্টিকেলটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
2 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Anonymous
    Anonymous February 7, 2024 at 11:50 PM

    Apnar sathe kivabe jogagog kora jabe

    • Munna Dey
      Munna Dey February 8, 2024 at 4:03 AM

      ফুটার অপশন থেকে Contact us বাটনে চাপ দিয়ে যোগাযোগ করতে পারবেন

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফিউচার ড্রীম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url