আবেদন পত্র লেখার নিয়ম বাংলা | দরখাস্ত লেখার নিয়ম 2023 সম্পর্কে বিস্তারিত জেনে নিন
আমাদের দৈনন্দিন জীবনে নানা প্রয়োজনে আমাদেরকে আবেদন পত্র বা দরখাস্ত লিখতে হয়। এই আবেদন পত্র বা দরখাস্ত আমাদের জীবনে একটি প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন কাজে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল থেকে ছুটি নিতে হয় আবার কোন জায়গায় চাকরি করতে গেলে ও সেখানে চাকরির জন্য আবেদন করতে হয়। শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মস্থল থেকে ছুটি ও চাকরি জন্য বিভিন্ন সময় আমাদের দরখাস্ত লেখার প্রয়োজন হয় তাই দরখাস্ত লেখার নিয়ম গুলো জেনে রাখা ভালো।
বেশিরভাগ মানুষই আবেদন পত্র বা দরখাস্ত লিখতে পারেন বা দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে জানেন। তবে হাতে গোনা কয়েকজন দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে জানে না বা সে বিষয়ে অবগত নয়। তাই তাদের জন্য আজকের এই আর্টিকেলটি। আজকে আমরা এই আর্টিকেলের মধ্যে দরখাস্ত লেখার নিয়ম 2023 সম্পর্কে আলোচনা করব। তাই আজকের আর্টিকেলটি আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ। তাহলে চলুন কিভাবে দরখাস্ত লিখতে হয় বা 2023 সালে আবেদন পত্র বা দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক।
কনটেন্ট সূচিপত্রঃ দরখাস্ত লেখার নিয়ম 2023 | আবেদন পত্র লেখার নিয়ম
দরখাস্ত লেখার নিয়ম 2023 | আবেদনপত্র লেখার নিয়ম
আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ের উপর দরখাস্ত বা আবেদন পত্র লেখার প্রয়োজন হয়। বিষয় ভেদে আবেদন পত্র লেখার নিয়ম আলাদা হলেও কিছু কিছু বিষয় সবক্ষেত্রে মিল থাকে। তা হলোঃ
- সবার উপরে আপনাকে আবেদনের সঠিক তারিখ (যে তারিখে আবেদন পত্রটি জমা দিবেন ওই তারিখটি লিখতে হবে) দিতে হবে।
- তারপর প্রাপকের (যার কাছে আবেদন করবেন তার) নাম, ঠিকানা ও পদবী লিখতে হবে।
- তারপর আবেদন পত্রের বিষয় লিখতে হবে
- তারপর জনাব/জনাবা লিখতে হবে
- তারপর আবেদনের বিষয়বস্তু সম্পর্কে সংক্ষিপ্ত আকারে ও গুছিয়ে সুন্দর ভাবে বর্ণনা করতে হবে।
- তারপর বিনীত/নিবেদন/ইতি লিখে নিচে আপনাকে আবেদনকারীর নাম ও ঠিকানা দিতে হবে।
অনুপস্থিতির ছুটির জন্য আবেদন | শিক্ষা প্রতিষ্ঠান, অফিসে বা ব্যাংকে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন পত্র লেখার নিয়ম
নমুনাঃ
তারিখঃ ১৫/৭/২৩ ইং
বরাবর,
প্রাধান শিক্ষক
রাঙ্গামাটি সরকারী উচ্চ বিদ্যালয়
রাঙ্গামাটি, রিজার্ভ বাজার
বিষয়ঃ অনুপস্থিতির ছুটির জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের ৯ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমি গত ১০/৭/২৩ ইং থেকে ১৪/৭/২৩ ইং পর্যন্ত অসুস্থ থাকার কারণে বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।
অতএব, মহোদয়ের নিকট বিনীত নিবেদন, উক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে ৫ দিনের ছুটি দানে বাধিত করবেন।
বিনীত নিবেদক
আপনার অনুগত ছাত্র
নামঃ ইমন দে
শ্রেণিঃ ৯ম
বিভাগঃ মানবিকট
রোলঃ ১০
অফিস বা ব্যাংকে ক্ষেত্রে
বিনীত নিবেদক
নামঃ ইমন দে
সিনিয়র অফিসার
ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড
রাঙ্গামাটি শাখা
অসুস্থ থাকায় পরীক্ষায় অনুপস্থিতির জন্য দরখাস্ত লেখার নিয়ম 2023 | পরীক্ষায় অনুপস্থিতির জন্য আবেদন পত্র আবেদন পত্র লেখার নিয়ম
(আপনি যদি কলেজের জন্য এই দরখাস্তটা লিখেন তাহলে আপনি বরাবর, প্রধান শিক্ষক এর পরিবর্তে বরাবর, অধ্যক্ষ লিখে শুরু করবেন)
নমুনাঃ
তারিখঃ ১৫/৭/২৩ ইং
বরাবর,
প্রাধান শিক্ষক
রাঙ্গামাটি সরকারী উচ্চ বিদ্যালয়
রাঙ্গামাটি, রিজার্ভ বাজার
বিষয়ঃ পরীক্ষায় অনুপস্থিতির জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমি এই বিদ্যালয়ে ৫ বছর ধরে অধ্যয়ন করছি। এ পর্যন্ত প্রত্যেকটি পরীক্ষায় ভালো ফলাফল করে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হয়েছি। কিন্তু দুঃখজনকভাবে এবার আমার প্রচন্ড জ্বর থাকায় আমি গত ১৪/৭/২০২৩ ইং তারিখে অনুষ্ঠিত ১০ম শ্রেণির বার্ষিক পরীক্ষার ১ টি বিষয়ে অংশগ্রহণ করতে পারিনি। প্রচন্ড জ্বর থাকার কারণে আমি এই দিন হাসপাতালে ভর্তি ছিলাম। উক্ত বিষয়টি হচ্ছে রসায়ন।
অতএব, মহোদয়ের নিকট বিনীত অনুরোধ, আমার শারীরিক অবস্থা ও বিগত পরীক্ষার ফলাফল বিবেচনা করে আমাকে উক্ত বিষয়ে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দানে বাধিত করবেন।
বিনীত নিবেদক,
আপনার অনুগত ছাত্র
নামঃ ইমন দে
শ্রেণিঃ ১০ম
বিভাগঃ মানবিক
রোলঃ ১০
জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র লেখার নিয়ম | জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র pdf ডাউনলোড
(আপনি যদি কলেজের জন্য এই দরখাস্তটা লিখেন তাহলে আপনি বরাবর, প্রধান শিক্ষক এর পরিবর্তে বরাবর, অধ্যক্ষ লিখে শুরু করবেন)
নমুনাঃ
তারিখঃ ১৫/৭/২৩ ইং
বরাবর,
প্রাধান শিক্ষক
রাঙ্গামাটি সরকারী উচ্চ বিদ্যালয়
রাঙ্গামাটি, রিজার্ভ বাজার
বিষয়ঃ জরিমানা মওকুফের জন্য আবেদন।
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমি এই বিদ্যালয়ে ৫ বছর ধরে অধ্যয়ন করছি এবং প্রতি মাসের নির্ধারিত তারিখের মধ্যে স্কুলের বেতন ও অন্যান্য ফ্রি পরিশোধ করে আসছি। কিন্তু এই মাসে আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমার বাবা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। তাই আর্থিক সমস্যার কারণে আমি নির্ধারিত সময়ের মধ্যে সকল ফ্রি ও বেতন পরিশোধ করতে পারিনি।
অতএব, মহোদয়ের নিকট বিনীত অনুরোধ, আমার আর্থিক সমস্যার কথা বিবেচনা করে আমাকে জরিমানা ছাড়া বেতন প্রদানের অনুমতি দিলে আমি আপনার নিকট চীর কৃতজ্ঞ থাকব।
বিনীত নিবেদক,
আপনার অনুগত ছাত্র
নামঃ ইমন দে
শ্রেণিঃ ১০ম
বিভাগঃ মানবিক
রোলঃ ১০
ছাড়পত্রের জন্য আবেদন পত্র লেখার নিয়ম 2023 | ছাড়পত্রের জন্য আবেদন পত্র pdf ডাউনলোড
নমুনাঃ
তারিখঃ ১৫/৭/২৩ ইং
বরাবর,
প্রাধান শিক্ষক
রাঙ্গামাটি সরকারী উচ্চ বিদ্যালয়
রাঙ্গামাটি, রিজার্ভ বাজার
বিষয়ঃ ছাড়পত্রের জন্য আবেদন।
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী। কিন্তু তাঁর কর্মস্থল রাঙ্গামাটি থেকে ঢাকায় পরিবর্তন হওয়ায় আমাকে আমার পরিবারের সাথে আমার বাবার নতুন কর্মস্থলে ঢাকায় চলে যেতে হচ্ছে। এমতাবস্থায় ঢাকায় নতুন বিদ্যালয়ে ভর্তির জন্য আপনার স্কুলের ছাড়পত্র প্রয়োজন।
অতএব, মহোদয়ের নিকট বিনীত অনুরোধ, আমাকে বিদ্যলয় পরিত্যাগের ছাড়পত্র প্রদান করলে আমি আপনার নিকট চীর কৃতজ্ঞ থাকব।
বিনীত নিবেদক,
আপনার অনুগত ছাত্র
নামঃ ইমন দে
শ্রেণিঃ ১০ম
বিভাগঃ মানবিক
রোলঃ ১০
উপবৃত্তির জন্য আবেদন পত্র লেখার নিয়ম 2023 | উপবৃত্তির জন্য আবেদন পত্র pdf ডাউনলোড
(আপনি যদি কলেজের জন্য এই দরখাস্তটা লিখেন তাহলে আপনি বরাবর, প্রধান শিক্ষক এর পরিবর্তে বরাবর, অধ্যক্ষ লিখে শুরু করবেন)
নমুনাঃ
তারিখঃ ১৫/৭/২৩ ইং
বরাবর,
প্রাধান শিক্ষক
রাঙ্গামাটি সরকারী উচ্চ বিদ্যালয়
রাঙ্গামাটি, রিজার্ভ বাজার
বিষয়ঃ উপবৃত্তির জন্য আবেদন।
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। আমার বাবা একজন দিনমজুর এবং তিনি দীর্ঘ কয়েক মাস ধরে শারীরিক ভাবে অসুস্থ। এমতাবস্থায় আমার বাবার পক্ষে পরিবারের খরচ বহনের পাশাপাশি আমাদের ৫ ভাই-বোনের লেখাপড়ার খরচ বহন করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে।
অতএব, মহোদয়ের নিকট বিনীত অনুরোধ, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে উপবৃত্তি প্রদান করে লেখাপড়া চালিয়ে যাওয়ার সুযোগ দান করলে আমি আপনার নিকট চীর কৃতজ্ঞ থাকব।
বিনীত নিবেদক,
আপনার অনুগত ছাত্রী
নামঃ রুমা দাশ
শ্রেণিঃ ১০ম
বিভাগঃ মানবিক
রোলঃ ০৮
চাকরির জন্য দরখাস্ত লেখার নিয়ম 2023 | চাকরির জন্য আবেদন পত্র pdf ডাউনলোড
(মাধ্যমিক/প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে আবেদন করতে বরাবর এর পরে মহাপরিচালক লিখতে হবে।
যেকোনো অফিস বা ব্যাংকে অফিসার পদে আবেদন করতে বরাবর এর পরে ব্যবস্থাপনা পরিচালক লিখতে হবে।
যেকোনো ব্যাবসা প্রতিষ্ঠানে বা শিল্প প্রতিষ্ঠানে ম্যানেজার, হিসাবরক্ষক বা বিপণন কর্মকর্তা পদে আবেদন করতে বরাবর এর পরে ব্যবস্থাপনা পরিচালক লিখতে হবে।)
নমুনাঃ
তারিখঃ ০৮/০১/২২ ইং
বরাবর,
ব্যবস্থাপনা পরিচালক
প্রাণ-আর এফ এল কোম্পানি লি.
বড্ডা, ঢাকা--১২১২
বিষয়ঃ অফিসার পদে নিয়োগের জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, গত ৪ জানুয়ারি, ২০২২ ‘দৈনিক প্রথম আলো ’ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, আপনার প্রতিষ্ঠানে অফিসার পদে লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য আপনার বিবেচনার জন্য আবেদনপত্রের সাথে উপস্থাপন করছি।
অতএব, বিনীত প্রার্থনা উল্লিখিত তথ্যের ভিত্তিতে আমাকে আপনার প্রতিষ্ঠানে অফিসার পদে নিয়োগ প্রদানের জন্য বিবেচনা করলে আমি আপনার নিকট কৃতজ্ঞ থাকব।
নিবেদক
হাসান মাহমুদ
জীবন বৃত্তান্ত
নাম |
: হাসান মাহমুদ |
নাম (ইংরেজিতে) |
: Hassan Mahmud |
পিতার নাম |
: মোঃ ইকবাল হোসেন |
মাতার নাম |
: আয়েশা আক্তার |
বর্তমান ঠিকানা |
: ২৪/৪ এ, আজিমপুর, ঢাকা |
স্থায়ী ঠিকানা |
: গ্রামঃ ধারাবারিষা; ডআকঘরঃ ধারাবারিষা; থানাঃ গুরুদাসপুর; জেলাঃ নাটোর |
জন্ম তারিখ |
: ৯ জানুয়ারি, ১৯৯৫ |
জাতীয়তা |
: বাংলাদেশী ( জন্ম সূত্রে) |
ধর্ম |
: ইসলাম |
বৈবাহিক অবস্থা |
: অবিবাহিত |
মোবাইল |
: ০১৮******** |
ই-মেইল |
: hassanmahamud23@gmail.com |
শিক্ষাগত যোগ্যতা |
: |
পরীক্ষার নাম | বিভাগ/বিষয় | প্রাপ্ত জিপিএ | পাসের বছর | বোর্ড/বিশ্ববিদ্যালয় |
---|---|---|---|---|
এসএসসি | বিজ্ঞান | ৪.৪০ | ২০১২ | রাজশাহী বোর্ড |
এইচএসসি | বিজ্ঞান | ৪.২০ | ২০১৪ | রাজশাহী বোর্ড |
বিএ (অনার্স) | রাষ্ট্রবিজ্ঞান | ৩.৩০ | ২০১৮ | রাজশাহী বিশ্ববিদ্যালয় |
এমএ | রাষ্ট্রবিজ্ঞান | ৩.৩৫ | ২০১৯ | রাজশাহী বিশ্ববিদ্যালয় |
অভিজ্ঞতাঃ
জুনিয়র অফিসার হিসেবে দুই বছর কাজের অভিজ্ঞতা
নামঃ হাসান মাহমুদ
হাসান মাহমুদ
তারিখঃ
সংযুক্তিঃ
- শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের অনুলিপি
- নাগরিকত্বের সনদের অনুলিপি।
- অভিজ্ঞতার সনদের অনুলিপি।
- দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
আবেদন পত্র লেখার নিয়ম শেষ কথা
আমাদের দৈনন্দিন জীবনে নানা প্রয়োজনে আমাদেরকে আবেদন পত্র বা দরখাস্ত লিখতে হয়। তাই এই দরখাস্ত লেখার নিয়ম গুলো জেনে রাখা প্রয়োজন। দরখাস্ত লেখার নিয়ম জানা না থাকলে অনেক সময় বিপদে পড়তে হয় আমাদেরকে তাই আজকে আমি উপরোক্ত আর্টিকেলের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, অফিসে, ব্যাবসায়, ব্যাংকে আবেদন পত্র লেখার নিয়ম বা দরখাস্ত লেখার নিয়ম নিয়ে আলোচনা করেছি । তাই আপনি যদি আজকের আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়েন তাহলে আপনি দরখাস্ত লেখার নিয়ম বা আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে জানতে পারবেন। আর আজকের আর্টিকেলটি পড়ে আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এটি আপনার বন্ধু-বান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন । ধন্যবাদ সবাইকে
লেখাটি পড়ে নতুন করে জানতে পারলাম অনেক কিছুই। ধন্যবাদ লেখককে।