হিন্দু ধর্মের নিত্য প্রয়োজনীয় সকল মন্ত্র বাংলা অর্থ সহ জেনে নিন
প্রিয় পাঠক আপনি কি হিন্দু ধর্মের সকল গুরুত্বপূর্ণ মন্ত্র বাংলা অর্থ সহ জানতে আগ্রহী? তাহলে, আমাদের আজকের পোস্টটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন। কারণ আজকের পোস্টে আমরা হিন্দু ধর্মের সকল নৃত্য প্রয়োজনীয় মন্ত্র বাংলা অর্থ সহকারে আলোচনা করেছি । আমরা সকলেই জানি যে, প্রতিদিন মন্ত্র পাঠ করার মধ্যে দিয়ে আমাদের দেহ, মন সবকিছু প্রবিত্র থাকে। মন্ত্র পাঠ করলে মন, প্রাণ উদার ও সুন্দর হয়। তাই আজকে আমি আপনাদের জন্যে হিন্দু ধর্মের সকল প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ মন্ত্র বাংলা অর্থ সহ নিয়ে হাজির হলাম। এই মন্ত্র গুলো পাঠ করার মাধ্যমে আপনি দৈনন্দিন জীবনে নানা রকম বিপদ থেকেও রক্ষা পাবেন।
তাই হিন্দু ধর্মের সকল গুরুত্বপূর্ণ মন্ত্র বাংলা অর্থ সহ, সনাতন ধর্মের প্রয়োজনীয় সকল মন্ত্র বাংলা অর্থ সহ জানতে আজকের এই পোস্টটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন এবং আপনি চাইলে হিন্দু ধর্মের সকল মন্ত্র দেবদেবীর প্রণাম মন্ত্র pdf আকারে ডাউনলোড করেও নিতে পারবেন। তাহলে, চলুন আর দেরি না করে এক নজরে সনাতন ধর্মের সকল প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ মন্ত্র সমূহ দেখে নেওয়া যাক__
পোস্ট সূচিপত্রঃ হিন্দু ধর্মের সকল গুরুত্বপূর্ণ মন্ত্র বাংলা অর্থ সহ | হিন্দু ধর্মের সকল দেবদেবীর প্রণাম মন্ত্র pdf
১.শ্রী গুরুর প্রণাম মন্ত্র বাংলা অর্থ সহ
“ওঁ অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া।
চক্ষুরুন্মিলিত যেন তন্মৈ শ্রী গুরুবে নমঃ।।”
বাংলা অর্থঃ অজ্ঞতার গভীর অন্ধকারে আমার জন্ম হয়ে ছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোক বর্তিকা দিয়ে আমার চক্ষু উন্মীলিত করলেন। তাঁকে আমার সশ্রদ্ধ প্রণতি জানাই।
২.শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র বাংলা অর্থ সহ
“ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগপথে।
গোপেশ গোপীকা কান্ত রাঁধা কান্ত নমহস্তুতে।।”
▶▶ আরো পড়ুন ঃ ইসকন একাদশী তালিকা ২০২৩ - একাদশী তালিকা ২০২৩ বৈষ্ণব মতে
বাংলা অর্থঃ হে আমার প্রিয় কৃষ্ণ, তুমি করুণার সিন্ধু, তুমি দীনের বন্ধু, তুমি সমস্ত জগতের পতি, তুমি গোপিকাদের ঈশ্বর এবং তুমিই শ্রীমতি রাধা রাণীর প্রেমাস্পন্দ, আমি তোমার চরণে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি।
৩.শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা মন্ত্র বাংলা অর্থ সহ
“ওঁ যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ ভবেৎ |
পূর্ণং ভবতু ত্বৎ... সর্বং ত্বৎ... প্রসাদাৎ জনার্দ্দন ||
মন্ত্র হীনং ক্রিয়া হীনং ভক্তিহীনং জনার্দ্দন |
যৎ পূজিতং ময়া দেবপরিপূর্ণং তদস্তূমে ||”
বাংলা অর্থ ঃ হে জনার্দ্দন আমি মন্ত্র হীন, ক্রিয়া হীন ও ভক্তি হীন। হে দেব এই ধরাধামে আপনাকে স্মরণ করার মাধ্যমে আপনি আমাদের সকল পাপ দূরীভূত করে কর্ম, ভক্তি ও জ্ঞান প্রদান করুন।
৪.শ্রী রাধা রাণীর প্রণাম মন্ত্র বাংলা অর্থ সহ
“তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং রাধে বৃন্দাবনেশ্বরী।
বৃষভানু সূতে দেবী তাং প্রণমামি হরি প্রিয়ে।।”
বাংলা অর্থ ঃ শ্রীমতি রাধা রাণী, যার গাত্রবর্ণ তপ্ত কাঞ্চনের ন্যায় এবং যিনি বৃন্দাবনের ঈশ্বরী, যিনি বৃষভানুর কন্যা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী, সেই রাধারাণীর চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি।
৫.শ্রী শ্রী তুলসী দেবীর প্রণাম মন্ত্র বাংলা অর্থ সহ
“ওঁ বৃন্দায়ৈ তুলসীদেব্যৈ প্রিয়ায়্যৈ কেশবস্য চ।
কৃষ্ণভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ।।”
বাংলা অর্থ ঃ কেশবপ্রিয় বৃন্দা তুলসী দেবী, যিনি কৃষ্ণভক্তি প্রদান করেন, সেই সত্যবতী দেবীকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি।
৬.শ্রী গৌরাঙ্গ প্রণাম মন্ত্র বাংলা অর্থ সহ
“নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায় তে।
কৃষ্ণায় কৃষ্ণচৈতন্য নাম্নে গৌরত্বিষে নমঃ।।”
বাংলা অর্থ ঃ মহাবদান্যায় তথা মহাউদারশীল সেই শ্রীচৈতন্য মহাপ্রভুকে প্রণতি জানাই। যিনি আমাদেরকে কৃষ্ণ প্রেম প্রদান করেন, সেই কৃষ্ণ, চৈতন্য দেবা তথা গৌরাঙ্গ মহাপ্রভুকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি।
৭.শ্রী শ্রী পঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্র বাংলা অর্থ সহ
“পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরুপকম্।
ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকম্।।”
বাংলা অর্থ ঃ পঞ্চতত্ত্বাত্মক শ্রীকৃষ্ণ যিনি ভক্তরূপ, ভক্তস্বরূপ, ভক্ত অবতার এবং ভক্ত শক্তি রূপে আছেন, তাঁহার শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি।
৮.শ্রী শ্রী বৈষ্ণব প্রণাম মন্ত্র বাংলা অর্থ সহ
“বাঞ্ছাকল্প তরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ।
পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।।”
▶▶ আরো পড়ুন ঃ জন্মাষ্টমী বাংলা কত তারিখ - জন্মাষ্টমী ২০২৩ কত তারিখ
বাংলা অর্থ ঃ যারা বাঞ্ছাকল্পতরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন, যারা কৃপার সাগর এবং পতিতপাবন, সেই সমস্ত বৈষ্ণবদের চরণে আমার সশ্রদ্ধ প্রণতি জানাই।
৯.শ্রী শ্রী গোবিন্দ প্রণাম মন্ত্র বাংলা অর্থ সহ
“নমো ব্রক্ষণ্য দেবায় গো ব্রাক্ষণ হিতায় চ।
জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ।।”
বাংলা অর্থ ঃ ব্রক্ষণ্যদেব বিষ্ণুকে নমস্কার। পৃথিবী, ব্রাক্ষণ ও জগতের হিতকারী গোবিন্দকে আমার সশ্রদ্ধ প্রণতি জানাই।
১০.সূর্য প্রণাম মন্ত্র বাংলা অর্থ সহ
“ওঁ জবাকুসুম সঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম্।
ধান্তারিং সর্বোপাপঘ্নং প্রণতোহস্মি দিবাকরম্।।”
বাংলা অর্থ ঃ কাশ্যপের পুত্র, জবাফুলের মতো রক্তবর্ণ, মহাদ্যুতিময়, অন্ধকার দূরকারী, সর্বপাপ বিনাশকারী সেই সূর্যদেবের চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি।
১১.দেবী দুর্গার প্রণাম মন্ত্র বাংলা অর্থ সহ
“সর্ব মঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে।
শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে।।”
বাংলা অর্থ ঃ হে সর্বমঙ্গল দায়িনী, কল্যাণময়ী, সর্বার্থ প্রদানকাররিণী, আশ্রয় স্বরুপিনী, ত্রিনয়না, হে গৌরী নারায়ণী তোমার চরণে আমার সশ্রদ্ধ প্রণতি জানাই।
১২.সরস্বতী দেবীর প্রণাম মন্ত্র বাংলা অর্থ সহ
“ সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমোহ স্তুতে।।”
বাংলা অর্থ ঃ হে মহীয়সী বিদ্যাদেবী সরস্বতী পদ্মফুলের মতো তোমার চক্ষু, তুমি বিশ্বরূপ। হে বিশাল চক্ষু দানকারী দেবী, তুমি বিদ্যা দান কর। তোমার চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি।
১৩.শিবের প্রণাম মন্ত্র বাংলা অর্থ সহ
“শিবায় শান্তায় কারণত্রয় হে তবে।
নিবেদিয়ামি চাত্মানং ত্বং গতি পরমেশ্বরঃ।।”
বাংলা অর্থ ঃ হে ভগবান শিব তুমি চির শান্ত, তুমি সৃষ্টি, স্থিতি ও লয় এই তিন কারনের কারন, আমি তোমার চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে পরমেশ্বর এখন তুমিই আমার একমাত্র গতি।
১৪.গণেশের প্রণাম মন্ত্র বাংলা অর্থ সহ
“একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম্ ।
বিঘ্ননাশকরং দেবং হেরম্বং প্রণমাম্যহম্ ।।”
বাংলা অর্থ ঃ যিনি এক দাঁত বিশিষ্ট, যার শরীর বিশাল, লম্বা উদর, যিনি গজানন এবং বিঘ্ননাশকারী, সেই হেরম্বদেব গণেশকে আমার সশ্রদ্ধ প্রণতি জানাই।
▶▶ আরো পড়ুন ঃ শিবের গলায় সাপের নাম কি - শিবের ত্রিশূল এর নাম কি জানুন
১৫.লক্ষ্মী দেবীর প্রণাম মন্ত্র বাংলা অর্থ সহ
“ওঁ বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে ।
সর্বতঃ পাহি মাং দেবি মহালক্ষ্মী নমোহস্তুতে ।।”
বাংলা অর্থ ঃ হে দেবী কল্যাণী, বিশ্বরূপ শ্রীবিষ্ণুর স্ত্রী, তুমি পদ্মা ও পদ্মার আলয়। সকলকে শুভফল দাও। তুমি আমাকে সকলক্ষেত্রে রক্ষা করো। আমি তোমার চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি।
১৬.দেবী কালীর প্রণাম মন্ত্র বাংলা অর্থ সহ
“জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিণী ।
দূর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে ।।”
বাংলা অর্থ ঃ হে দেবী তুমি জয়ন্তী, তুমি মঙ্গলা, তুমি মোক্ষদায়িনী, তুমি কালি, তুমি ভদ্রকালী, তুমি কপালিণী, তুমি দূ্র্গা, তুমি শিবা, তুমি ক্ষমা, তুমি ধাত্রী, তুমি স্বাহা হে দেবী তোমাকে আমার সশ্রদ্ধ প্রণতি জানাই।
১৭.শ্রী রামের প্রণাম মন্ত্র বাংলা অর্থ সহ
“ রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে ।
রঘুনাথায় নাথায় সীতায়াঃ পতয়ে নমঃ ।।”
বাংলা অর্থ ঃ হে রামচন্দ্র, হে রামভদ্র, হে রঘুনাথ, হে সীতা মাতার পতি, তোমার চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি।
১৮.মাতৃ প্রণাম মন্ত্র বাংলা অর্থ সহ
“যৎ প্রসাদাৎ জগৎদৃষ্টং পূর্ণকাম যদাশিসা ।
প্রত্যক্ষ দেবতায়ৈ মে তুভ্যং মাত্রে নমো নমঃ ।।”
বাংলা অর্থ ঃ আমি যার কৃপাতে জগৎ দেখলাম, যার আর্শীবাদে সকল মনস্কামনা পূর্ণ হয় , সেই দেবতাময়ী মায়ের চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি।
১৯.জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র বাংলা অর্থ সহ
“নীলাচল নিবাশায় নিত্যায় পরমাত্মনে ।
বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ ।।”
বাংলা অর্থ ঃ পরমাত্মা স্বরূপ যারা নিত্যকাল নিলাচলে বসবাস করেন, সেই বলদেব, সুভদ্রা ও জগন্নাথ দেবের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই।
২০.শনি দেবের প্রণাম মন্ত্র বাংলা অর্থ সহ
“ওঁ নীলাঞ্জনচয়প্রখ্যং রবিসূতমহাগ্রহম ।
ছায়ায় গর্ভসম্ভুতং ত্বং নমামি শনৈশ্চরম্ ।।”
বাংলা অর্থ ঃ হে শনি দেব তোমার দেহ কৃষ্ণবর্ণ, তুমি সূর্যদেবতার পুত্র, ছায়ায় গর্ভে তোমার জন্ম, তোমাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম।
২১.গঙ্গা প্রণাম মন্ত্র বাংলা অর্থ সহ
“সদ্যঃ পাতকসংহন্ত্রী সদ্যোদুঃখবিনাশিনী ।
সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমা গতিঃ ।।”
বাংলা অর্থ ঃ যিনি আমাদের সমস্ত পাপ হরন করেন এবং আমাদের সমস্ত দুঃখের বিনাশিনী, যে গঙ্গা সুখদাত্রী এবং মওক্ষ দাত্রী সেই গঙ্গাই আমার পরম গতি।
▶▶ আরো পড়ুন ঃ গায়ত্রী মন্ত্র কি - গায়ত্রী মন্ত্র পাঠের নিয়ম - গায়ত্রী মন্ত্র পাঠের উপকারিতা
২২.বিশ্বকর্মা প্রণাম মন্ত্র বাংলা অর্থ সহ
“দেবশিল্পিন মহাভাগ দেবানাং কার্যসাধক ।
বিশ্বকর্মন্নমস্তুভ্যং সর্বাভীষ্টফলপ্রদ ।।”
বাংলা অর্থ ঃ হে দেবশিল্পী, হে মহাভাগ, হে দেবতাদের কারু-কার্যসাধক এবং সর্বাভীষ্ট ফলপ্রদানকারী হে বিশ্বকর্মা আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই।
সনাতন ধর্মের নিত্য প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ১৭টি মন্ত্র
১.ঈশ্বরের নিকট ক্ষমা প্রার্থনা মন্ত্র
ও যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহিনঞ্চ যদ ভবেৎ পূর্ণং ভবতু ত্বৎ, সবং ত্ব্ৎ প্রসাদাৎ জনার্দ্দন। মন্ত্র হীনং ক্রিয়া হীনং, ভক্তিহীনং জনার্দ্দন যৎ পূজিতং মায়া দেব পরিপূর্ণং তদস্তমে।।
২.প্রতিদিন ঘুমানোর আগে বলুন
“ওঁ শয়নে শ্রী পদ্মানাভায় নমঃ ।" ( ৩ বার বলুন)
৩.জন্ম সংবাদ শুনলে বলুন
“আয়ুষ্মান ভব” ( ৩ বার বলুন)
৪.মৃত্যু সংবাদ শুনলে
“দিব্যান্ লোকান্ স গচ্ছতু ”
“দিব্যান্ লোকান্ সা গচ্ছতু ”
৫.প্রতিদিন খাবার গ্রহণ করার আগে বলুন
“ওঁ শ্রী জনার্দ্দনায় নমঃ ”
▶▶ আরো পড়ুন ঃ হিন্দু ধর্মের বেদ কয় প্রকার ও কি কি | কোন বেদে কি আছে জানুন
৬.বিপদের সময় বলুন
“ওঁ শ্রী মধুসূদনায় নমঃ ”
৭.যে কোন কাজ শুরুর আগে বলুন
“ওঁ তৎ সৎ” (৩ বার)
৮.গৃহে প্রবেশ করার সময় বলুন
“ ওঁ শ্রী বাস্তপুরুষায় নমঃ”
৯.হরিনাম মহামন্ত্র
“হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে”
১০.তুলসী পত্র চয়ন মন্ত্র
“ওঁ তুলস্যমৃতজন্মাসি সদা ত্বং কেশবপ্রিয়া|
কেশবার্থে চিনোমি ত্বাং বরদা ভব শোভনে||”
১১.তুলসী জলদান মন্ত্র
“গোবিন্দ বল্পভাং দেবী ভক্ত চৈতন্য কারিনী।
স্নাপযামি জগদ্ধাত্রীং কৃষ্ণভক্তি প্রদায়িনী।।”
১২.তুলসী দেবীর কাছে ক্ষমা প্রার্থনা মন্ত্র
“ চয়নোদ্ভবদুঃখং চ যদ্ হৃদি তব বর্ততে ।
তত্ ক্ষমস্ব জগন্মাতঃ বৃন্দাদেবী নমোহস্তুতে ।।”
১৩.আচমন মন্ত্র
“ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু ।
ওঁ তদ্বিষ্ণু পরমং পদং সদাপশ্যান্তি সুরয় ।
দিবিব চক্ষুরাততম ।।”
১৪.দেহ শুদ্ধি মন্ত্র
“পাপোহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভাবান্|
ত্রাহি মাং পুন্ডরীকাক্ষং সর্ব পাপো হরো হরি||”
১৫.ভগবান শ্রীকৃষ্ণের চরনামৃত পান করার মন্ত্র
“ওঁ অকাল মৃত্যু হরণং সর্ব্ব ব্যাধি বিনাশনং|
কৃষ্ণ পাদোদকং পীত্বা শিরসা ধারয়াম্যহং||”
১৬.প্রসাদ সেবন মন্ত্র
“মহাপ্রাসাদ গোবিন্দে নাম ব্রক্ষেণি বৈষ্ণবে|
স্বল্প পূণ্য বতাং রাজন্ বিশ্বাস নৈব জায়তে||”
▶▶ আরো পড়ুন ঃ বেলুড় মঠ দূর্গা পূজার পদ্ধতি ও দূর্গা পূজার সকল মন্ত্র একসাথে জেনে নিন
১৭.একাদশীর পারনা মন্ত্র
“একাদশ্যাং নিরাহারো ব্রতেনানেন কেশব ।
প্রসীদ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টিপ্রদো ভাব ।।”
লেখকের শেষ কথা
প্রিয় পাঠক, আশা করি সবাই উপরে আলোচনা করা সনাতন ধর্মের সকল প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ মন্ত্র সমূহ পড়েছেন। আজকের পোস্টে আমরা সনাতন ধর্মের ৩০ টির অধিক মন্ত্র এবং সেই সাথে মন্ত্রের বাংলা অর্থ আপনাদের সামনে তুলে ধরেছি। আমাদের আজকের পোস্টটি পড়ে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এটি আপনি আপনার প্রিয়জন বা পরিজনদের সাথে শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, আজকের পোস্টটি আপনাদের উপকারে আসল নাকি আসল না সেটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই রকম আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আবারও দেখা হবে অন্য কোনো পোস্টে ধন্যবাদ সবাইকে।
সকল দেব দেবীর প্রণাম মন্ত্র pdf
ফিউচার ড্রীম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url